February 11, 2025
ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়তাধীন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সড়ক দুর্ঘটনায় শুভ্র নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইমরান নামের আরও একজন।
আজ শনিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ্র ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। জনকন্ঠ
ডেস্ক রিপোর্ট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন একাডেমীর যথাযথ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের প্রতিটি মানুষকে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্ত করতে হবে। এজন্য প্রয়োজন দক্ষ কর্মীর।
মন্ত্রী গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য কর্মী গড়ে তোলার পাশাপাশি সমবায় ও ক্ষুদ্রঋণকে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে ব্যবহারের উপায় খুঁজে বের করারও আহবান জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) পরিচালনা পর্ষদের ৭০তম সভায় সভাপতির বক্তৃতায় এ আহবান জানান।
সভায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা, কুমিল্লা বার্ডের মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
এলজিআরডি মন্ত্রী বার্ড সচল রাখতে নিয়মিত বোর্ড সভা অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, মরহুম আখতার হামিদ খান প্রতিষ্ঠিত বার্ডই দ্বি-স্তর বিশিষ্ট সমবায় ব্যবস্থা ও ক্ষুদ্র ঋণের সূচনা করে।
মন্ত্রী সারা দেশের ৫৭ লাখ প্রান্তিক জনগোষ্ঠী ও ২ কোটি হাওড়বাসীর উন্নয়নে কাজ করার জন্যও বার্ডকে নির্দেশনা দেন।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায়োগিক গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়নের তাগিদ দেন।
তিনি বলেন, উপকারভোগী সৃষ্টিতে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কথা বলার জন্যও বার্ডের কর্মীদের প্রতি আহবান জানান।
সভায় বার্ডের প্রশিক্ষণ গবেষণা ও প্রায়োগিক গবেষণাসহ সার্বিক কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষৎ পরিকল্পনার জন্য পলিসিগত নির্দেশনা দেয়া হয়।
ডেস্ক রিপোর্ট : বগুড়ায় নির্যাতনের শিকার ছাত্রীকে ধর্ষণের আলামত মেডিক্যাল প্রতিবেদনে মিলেছে বলে জানিয়েছে পুলিশ। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক কে এম সাইফুল ইসলামের নেতৃত্বে গত সোমবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
প্রতিবেদটি হাতে পাওয়ার কথা জানিয়ে আজ শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার পরিদর্শক(অপারেশন) আবুল কালাম আজাদ জানান, ‘মেডিক্যাল প্রতিবেদনে মেয়েটিকে ধর্ষণের আলামত মিলেছে।’গত ১৭ জুলাই শহর শ্রমিক লীগের সভাপতি তুফান সরকার কলেজে ভর্তি করে দেওয়ার কথা বলে ওই তরুণীকে বাসায় ডেকে নেয়।
এরপর দিনভর তাকে আটকে রেখে কয়েক দফা ধর্ষণ করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। পরে তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়। কিন্তু ধর্ষণের ঘটনাটি মেয়েটি মা জানতে পারে এবং বিভিন্ন মাধ্যম দিয়ে তুফান সরকারের স্ত্রীর কানে যায়।এরপর শুক্রবার বিকেলে তুফান সরকারের স্ত্রী আশা খাতুন ও তার বড় বোন পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি এবং তার মা রুমি বেগম ওই ধর্ষিতা ও তার মাকে বিচারের নামে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন চালায়। পরে তাদের দুজনের মাথা ন্যাড়া করে দেয় তারা।
এরপর ২০ মিনিটের মধ্যে বগুড়া শহর ছেড়ে গ্রামের বাড়ি চলে যেতে রিকশায় তুলে দেয়া হয় মা-মেয়েকে।আহত মা-মেয়ে চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে গেলে ঘটনা জানতে পারে পুলিশ। ওইদিন রাতেই তুফানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেয় পুলিশ। এরপর বিচারের নামে নির্যাতনের অভিযোগে পৌরসভার মহিলা কাউন্সিলর রুমকি ও তার মা রুমি বেগমসহ মামলার মোট নয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ডেস্ক রিপোর্ট : সংবিধানের কোনো সংশোধনী আদালত যদি বাতিল করেন, তার সঙ্গে সরকারের পদত্যাগের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এই মত প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, সংবিধানের কোনো আইন আদালত যদি পর্যালোচনা করে বাতিল করেন, তার সঙ্গে সরকারের পদত্যাগের কোনো সম্পর্ক নেই।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিচার বিভাগ বিচার বিভাগের কাজ করেছে। আইন বিভাগ আইন বিভাগের কাজ করেছে। যদি সংবিধান-সংক্রান্ত বিষয়ে কোনো মতবিরোধ থাকে, সেটা আদালতের মধ্য দিয়েই নিষ্পত্তি হচ্ছে। সেখানে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। এখানে সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্রের জাল বিস্তারের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন জাসদ সভাপতি।
হাসানুল হক ইনু বলেন, পঁচাত্তরের খুনি, তাদের ধারক-বাহক ও দোসরেরা এখনো বাংলাদেশে সক্রিয় রয়েছে। পঁচাত্তরের খুনিরা সংবিধানের বাইরে বাংলাদেশকে ঠেলে দিয়েছিল। তারা মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিল। তাদেরই ধারক-বাহক রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত এখনো চক্রান্ত করছে।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মা তখনই শান্তি পাবে, যদি বাংলাদেশে আর রাজাকার-সমর্থিত অথবা সামরিক-সমর্থিত কোনো সরকার না হয়।
মতবিনিময়ে জাসদের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের সময়ডটকম
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম ও পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া থেকে জব্দ করা ডিম নকল নয় বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে। গত ২৮ জুলাই নকল সন্দেহে পটিয়ার একটি দোকান থেকে প্রায় দুই হাজার ডিম জব্দ করেছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এসব ডিম আসল না নকল, সে পরীক্ষা করে।
পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর গতকাল বৃহস্পতিবার প্রতিবেদনটি স্থানীয় থানায় জমা দেন। রোববার প্রতিবেদনটি আদালতে জমা দেওয়া হবে বলে জানান ডিম জব্দের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও পটিয়া থানার এসআই সৈয়দ মোশারফ হোসেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর বলেন, পরীক্ষায় ডিমগুলো আসল প্রমাণিত হয়েছে। এগুলো নকল ডিম নয়।
পুলিশ জানায়, গত ২৮ জুলাই রাতে পটিয়া আদালতের এক বিচারক উপজেলা সদরের কামাল বাজারের শাহ আমির পোলট্রি ফার্ম নামের দোকান থেকে এক ডজন ডিম কেনেন। পরে তাঁর বাসায় একটি ডিম ভাজার জন্য ভাঙা হয়। দেখা যায়, ডিমের কুসুম ঘোলা। ডিমে কোনো গন্ধ নেই। পচা হলে গন্ধ থাকত। এভাবে আরও দুটি ডিম ভাঙার পর দেখা যায় কুসুম ঘোলা। ডিমে গন্ধ নেই। সন্দেহ হওয়ায় ডিমের ভাঙা খোসাগুলো গরম তেলে দেওয়া হয়। দেখা যায় খোসা তেলে গলে গেছে। তাৎক্ষণিকভাবে ওই বিচারক বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ওই দোকান থেকে দুই হাজার ডিম জব্দ করে।
এ ঘটনায় পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুন মোস্তফা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন দোকানমালিক মো. আরমান, ডিমের দুই পাইকারি বিক্রেতা মোহাম্মদ বেলাল ও নুরুল আবছার। তাঁদের মধ্যে আরমান ও বেলালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। নুরুল আবছারকে এখনো ধরতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মোশারফ হোসেন ডিমগুলো পরীক্ষার আবেদন জানালে আদালত গত সোমবার জেলা কিংবা উপজেলা প্রাণিসম্পদ বিভাগে পাঠানোর আদেশ দেন।
জব্দ করা ডিম পরীক্ষা শেষে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীরের সই করা প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার সময় ভাঙা ডিমটিতে পচা গন্ধ বের হয়। ভালো ডিম নষ্ট হওয়ার পর যে লক্ষণ থাকে, ওই ডিমটিতে সব লক্ষণ বিদ্যমান ছিল। বিচারক যে ডিমগুলো বাসায় ভেঙেছিলেন, এগুলো সম্ভবত কেন্ডিলিং ডিম ছিল। কেন্ডিলিং ডিম হলো সেসব ডিম যা বাচ্চা ফুটানোর উদ্দেশে৵ হ্যাচিং মেশিনে দেওয়া হয়। সাত–আট দিন পর পরীক্ষা করে যদি দেখা যায়, ডিমগুলো থেকে বাচ্চা ফোটানো সম্ভব নয় তখন বাছাই করে কিছু ডিম বাজারে বিক্রি করা হয়। কিন্তু ডিমগুলো অনেক দিন হ্যাচিং মেশিনে থাকায় ভেতরের বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে এবং অতিরিক্ত গরমে ডিমের ভেতরের পানি বাষ্পীভূত হয়ে যায়। এর ফলে ডিমের ভেতরে নড়ে এবং ভাঙলে নকল বলে মনে হয়।আমাদের সময়ডটকম
ডেস্ক রিপোর্ট : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধাপরাধী ২৬১ জন কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের তথ্য অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
‘পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তাদের অপরাধের তথ্য-উপাত্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে অনুসন্ধান কমিটির আহ্বায়ক মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানসহ পাকিস্তানি কর্মকর্তাদের তালিকা তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমরা সাকুল্যে ২৬১ জনের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেছি। এদের মধ্যে ৪৩ জন সিনিয়র পাকিস্তানি জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল এবং দু’জন বেসমারিক উচ্চপদস্থ কর্মকর্তাও আছেন। হামুদুর রহমান (পাকিস্তানি সরকারের গঠিত) কমিশন রিপোর্টেই এদের বিরুদ্ধে অনেক সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। এছাড়া পাকিস্তানি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের লিখিত পুস্তকে এই চিহ্নিত সামরিক গোষ্ঠীর বিরুদ্ধে অনেক সাক্ষ্য বিধৃত রয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের এ অনুসন্ধান চলবে এবং যুদ্ধাপরাধীদের এ সংখ্যা আরও বাড়তে পারে।’ অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক শাজাহান খান বলেন, ‘আমরা একটি তদন্ত সেল গঠন করেছিলাম। সেলের প্রধান ছিলেন মাহবুব উদ্দিন আহমদ। এছাড়া সদস্য হিসেবে ছিলেন ক্যাপ্টেন সাহাবুদ্দিন (বীর উত্তম) ও হাবিবুল আলম (বীর প্রতীক)। আমরা সংগঠনের পক্ষ থেকে ২১ দফা দিয়েছিলাম। এর মধ্যে তিনটি দফা বাস্তবায়ন করতে পেরেছি।’
তালিকা প্রকাশের পর এখন কি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘এখন আমাদের দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খানের হাতে এটা হস্তান্তর করা। তারা এটার উপর তদন্ত করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন।’তিনি আরো বলেন, ‘আমরা তাদের এই দেশে এনে বিচার করতে পারব কি না জানি না, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এমন চেতনা সৃষ্টি করতে চাই। এই চেতনার উপর ভিত্তি করে পাকিস্তানের পক্ষে এখানে যারা সাফাই গায় তাদের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি করতে চাই।’
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কোরবানির ঈদে যাতে কোনোভাবে পণ্যের দাম না বাড়ে সেজন্য আমারা সচেষ্ট আছি। বরং পণ্যের দাম যাতে আরো কমানো যায় তার জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। চালের দাম কমে এসেছে।
গতকাল বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা সাময়িক। দ্রুত পেঁয়াজের দাম কমে যাবে।
বাণিজ্যসচিব সুভাশিষ বোস বলেন, বাজারে চালের দাম কমেছে চার টাকা। তবে খুচরা বাজারে একেক ধরনের পণ্যের দাম একেক ধরনের। তারপরও বাজার স্থিতিশীল রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট : জনগনের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় না ভোটের সংযোজন প্রয়োজন বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। এর মাধ্যমে প্রার্থী পছন্দ না হলে ভোটাররা না ভোট দিতে পারবেন। অন্যদিকে দলগুলোর দেয়া প্রার্থী ভোটারদের কাছে কতটা গ্রহণযোগ্য তাও স্পষ্ট হবে। বিশ্লেষকদের মতে তখন দলগুলো ভালো প্রার্থী নির্বাচনে আরো বেশি মনোযোগী হবে ।
কোন প্রার্থীকেই পছন্দ না হলে জনগনের জন্যে বিশেষ সুযোগ হচ্ছে ‘না ভোট’। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, যার ভোটার সংখ্যা প্রায় ৮২ কোটি। বিশ্বের ১৪তম দেশ হিসেবে সব শেষ ভারতের ব্যালটে না ভোটের যায়গা হয়েছে।
বাংলাদেশেও ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া ২০০৮ সালের নির্বাচনে ‘না ভোট’ ছিল। কিন্তু পরবর্তী সরকার ক্ষমতায় এসে ‘না ভোট’ বাতিল করে। ভারতে এ সুযোগ তৈরি হওয়ায় এখন বাংলাদেশে আবারও এ সুযোগ ফিরিয়ে আনার দাবি উঠেছে ।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই ‘না ভোট’।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনগনের মতামত না নিয়েই প্রার্থী চুড়ান্ত করে আসছে। যার ফলে অনেক কম যোগ্যতা সম্পন্ন লোকও জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবার সুযোগ পাচ্ছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, আমি যদি ভোট দিতে গিয়ে দেখি কোন ক্যান্ডিডেট আমার পছন্দ না তখন আমার উপায়টা কি হবে? তাহলে আমাকে সেখানে ভোট না দিয়েই চলে আসতে হবে! অনেক ক্যান্ডিডেট আছে যারা সংসদে যাওয়ার উপযুক্ত না। তাদের কোন যোগ্যতা নাই, বা তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তখন করণীয় কি হবে? এ জন্যেই না ভোট।
ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, চিলি, ইউক্রেন, কলোম্বিয়া ও সুইডেনের নির্বাচনে না ভোট দেয়ার সুযোগ আছে। বাংলাদেশেই একমাত্র না ভোট চালুর পরেও তা বাতিল করা হয়।
সূত্র : নিউজ টোয়েন্টিফোর টিভি
ডেস্ক রিপোর্ট : বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন ধার্য করেন।উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ। পরে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।হত্যাকাণ্ডের কয়েকদিন পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) ওই হত্যাকাণ্ডের দায় স্বীকারের খবর দেয় জঙ্গীগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।’বাংলাদেশ সরকার অবশ্য বরাবরই বলে আসছে, এসব হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।
ডেস্ক রিপোর্ট : ভিসা ও অন্যান্য কারণে হজ ফ্লাইট জটিলতা দু-একদিনের মধ্যে সমাধান না হলে আরও সমস্যা দাঁড়িয়ে যাবে বলে মনে করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আর সমস্যা সমাধানে তিনটি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলছেন, আশা করছি সমস্যা সমাধানে সচেষ্ট হব। আজ বুধবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিমানমন্ত্রী।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ পর্যন্ত ১২টি এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের তিনটি হজ ফ্লাইট বাতিল হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে বিমানের ক্যাপাসিটি লস হয়েছে ৫৩৮০ জন এবং সৌদি অ্যারাবিয়ানের লস হয়েছে ১২০০ জন।
তিনি বলেন, বিমানের ক্ষেত্রে পরিকল্পনার সময় লস হতে পারে তা মাথায় রেখে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আজ-কালের মধ্যে বিষয়গুলো সমাধান না হয়, তখন এটা একটা সমস্যা দাঁড়িয়ে যাবে।
সমস্যা এড়াতে সম্ভাব্য ব্যবস্থা তিনটি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, হাজিদের ভিসা না করলে ভিসা করা এবং তা করা হয়ে গেলে ফ্লাইট নেওয়ার জন্য বলা হবে। ফ্লাইট না নিলে যাওয়া নিয়ে অসুবিধা হতে পারে। সবার কাছে টেক্সট মেসেজ পাঠানো হচ্ছে।
রাশেদ খান মেনন বলেন, সৌদি আরবের সিভিল এভিয়েশনের অনুমোদনসাপেক্ষে বিমানের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের জন্য স্লট বৃদ্ধির আবেদন করা হবে। তাদের পক্ষে সম্ভব না হলে সরকারের পক্ষ থেকে মধ্যস্থতা করা হতে পারে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।
তিনি আরো বলেন, আমরা বলেছি, শিডিউল ফ্লাইট যেগুলো যাচ্ছে সেই ফ্লাইটে অন্য যাত্রী বাদ দিয়ে হজযাত্রী বহন করা। এ ছাড়া আর কোনো পথ আমার জন্য খোলা নেই। এটা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সও করছে বিমানও করছে। তারা শিডিউল ফ্লাইট অতিরিক্ত যাত্রী বহন করছে।