পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হরতালের উত্তাপ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে। সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত

image_44538[1]ঢাকা: ১৮ দলের ডাকা হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রলীগের কোনো কর্মসূচি নেই। রবিবার বেলা ১১টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।

তবে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও গত কয়েকটি হরতালে হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল। কিন্তু আজ সকাল থেকেই ছাত্রদলের বেশ কয়েকজন নেতার মোবাইল বন্ধ পাওয়া গেছে। এ নিয়ে তৃণমূল কর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।

অন্যদিকে ছাত্রদলকে প্রতিহত করতে আজ ক্যাম্পাসে পাহারারত অবস্থায় ছাত্রলীগকে দেখা যায়নি। সরেজমিন ঘুরে দেখা গেছে মধুর ক্যান্টিনে কয়েকজন নেতা বসে আসেন।

ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা বলেন, বিক্ষোভ মিছিল না করলেও তারা দিনভর ক্যাম্পাসে অবস্থান করবেন।

এদিকে হরতালে ঢাবিতে ক্লাস বন্ধ থাকলেও সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক জানান, সকালে শিফটের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। বিকেলেও কলা ভবন, কার্জন হলসহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল থেকেই ক্যাম্পাস ঘুরে দেখা গেছে হরতালের কারণে পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের সংখ্যা অনেক কমে গেছে। বিভিন্ন বিভাগে তালা ঝুলছে। পরিবহন বন্ধ রয়েছে।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

জেনে নিন খাবারেই হোক রোগ প্রতিরোধ

image_44318[1]সময়টা বর্ষাকাল। প্রকৃতিতে চলছে রোদ-বৃষ্টির খেলা। তাই গরম বেড়েছে। এই সময়টাতে বিভিন্ন ধরনের ভাইরাল অসুখে আক্রান্ত হচ্ছে সবাই। বিশেষ করে সর্দি-কাশি, জ্বরের রোগীর দেখা মিলছে প্রতিটি পরিবারে। প্রচন্ড গরমে ঘামার পর সেই ঘাম শরীরেই শুকিয়ে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। আবার বৃষ্টিতে ভিজলে  ঠান্ডা লেগে যেতে পারে। ফলে সর্দি-কাশি, জ্বর,  মাথাব্যথার মতো  অস্বস্তিকর রোগ যে কাউকে পেয়ে বসতে পারে। এই রোগের স্থায়িত্ব কম হলেও ভেতর থেকে শরীর দুর্বল করে ফেলে।

এই দুর্বলতার ফলে রোগপরবর্তী ধকল সামলে উঠতে অনেকেই পারেন না, আরো বড় কোনো ভাইরাল অসুখে আক্রান্ত হন। তাই সাধারণ সর্দিগর্মিতেই যদি নিজের একটু খেয়াল রাখতে পারেন, তাহলে পরবর্তী রোগের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। বিশেষ করে খাবারের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করলেই রোগ প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে।
মৌসুমি ফলমূল সর্দিকাশি প্রতিরোধ করার ক্ষেত্রে খুবই কার্যকর। আঙুর, বাঙ্গি, তরমুজ, আনারস ইত্যাদি ফল খাদ্যতালিকায় অবশ্যই রাখুন।
খাদ্যতালিকায় রাখুন বিটা-ক্যারোটিন সমৃদ্ধ খাবার। যেমন – অ্যাপ্রিকট, গাজর, ব্রকোলি ইত্যাদি। কারণ বিটা-ক্যারোটিন নাক ও ফুসফুসে সর্দি জমতে দেয় না।
ফ্লু বা ভাইরাল ফিভার হলে পথ্য হিসেবে চিকেন স্যুপ খুব কাজে দেয়। সর্দিগর্মি হলে রুচিও চলে যায়। এসময় গরম গরম চিকেন স্যুপ যেমন খেতে ভালো লাগবে তেমনি জমে থাকা সর্দিও সরিয়ে দিতে সাহায্য করবে।
সর্দিগর্মির সাথে যদি কাশি হয় তাহলে তুলসী ও আদার রস খুব উপকারে দেয়। ফুটন্ত পানিতে তুলসী পাতা ও আদা দিয়ে ভালো করে ফোটান। ঈষদুষ্ণ এই মিশ্রণ খুশখুশে কাশি দূর করবে ও বুকে কফ জমতে দেবে না।
আধা চা চামচ দারুচিনির গুঁড়ার সাথে দুই চা চামচ মধু ও অল্প আদার রস মিশিয়ে খেতে পারেন।
আদার রসের সাথে মধু ও মেথিগুঁড়া মিশিয়ে খান। গলাব্যথা থাকলে কমে যাবে।
ফুটন্ত পানিতে দারুচিনি, লবঙ্গ, মধু, গোলমরিচ, থেঁতো করা তুলসী পাতা ও আদা দিয়ে ভালো করে ফোটান। হালকা গরম অবস্থায় বার বার চুমুক দিয়ে খান। সর্দি ভেতর থেকে বেরিয়ে যাবে। গলাব্যথাও কমে যাবে।
খাবারের পাশাপাশি বিশ্রামও আপনাকে দ্রুত সেরে উঠতে সাহায্য করবে। দিনে অন্তত ৮ ঘণ্টা ঘুমান। সর্দিগর্মি কমে যাওয়ার পরও কিছুদিন বিশ্রাম নিয়ে তারপর কাজে ফিরুন।
সর্দি-কাশি ও জ্বরের সাথে লড়তে সাহায্য করে ভিটামিন সি। সর্দিগর্মির সময় রক্তে হিস্টামিন নামক এক প্রকার উপাদান বেশি বেড়ে যায়। ফলে নাকেমুখে একটা দমবন্ধ ভাব লাগে। ভিটামিন সি হিস্টামিনের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এছাড়া ভিটামিন সি শ্বেত রক্তকণিকা মজবুত করে ইনফেকশন প্রতিরোধ করে। খাদ্যতালিকায় ভিটামিন সি যুক্ত খাবার রাখুন। সর্দিজ্বরের সময় লেবু, টমেটো প্রতিদিনের খাবারে খান। ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন সি সাপ্লিমেন্টও খেতে পারেন।
রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ব্যাকটেরিয়ার বৃদ্ধিও প্রতিরোধে সাহায্য করে। দুই টুকরা কাঁচা রসুন খান প্রতিদিন। গলা খুশখুশ করলে মুখে লবঙ্গ রাখতে পারেন। গলায় আরাম পাবেন, জিভের আড়ষ্টতাও কাটবে।
সর্দিগর্মি হলে পানীয় গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে পানি খান। সাথে আদা চা, সরবত, ডাবের পানি, জুস, স্যুপ ইত্যাদি প্রচুর পরিমাণে খান। কারণ তরল পদার্থ জমে থাকা সর্দি শরীর থেকে বের করে দিতে সহায়তা করে।
অতিরিক্ত কফি বা অ্যালকোহল এড়িয়ে চলুন এ সময়।
Posted in লাইফস্টাইল | Leave a comment

বর্ষায় সর্দি-কাশি, জ্বর

image_44156[1]বর্ষায়  সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা হলো  ঠান্ডা লেগে সর্দি-কাশি, জ্বর।   বৃষ্টিতে ভেজার কারণে এমনটা হতো পারে। অনেকে শখ করে বৃষ্টিতে ভিজে থাকে। আবার অনেকে নিতান্তই অনিচ্ছায় বৃষ্টিতে ভিজতে বাধ্য হয়। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে জ্বর হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জ্বরের সঙ্গে সর্দি-কাশিও হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করেন, বৃষ্টিতে ভিজলে জ্বর আসার বড় কারণ হল ভেজা কাপড় গায়ে শুকিয়ে যাওয়া। কারন, বৃষ্টির পানিতে প্রতিদিন ভেজা হয় না বলে শরীর অভ্যস্ত থাকে না। তাছাড়া বৃষ্টির পানি কিছুটা ঠান্ডা।  প্রতিদিনের গোসলের পানির সঙ্গে এর ভিন্নতা রয়েছে। ফলে হঠাৎ ভিজলে জ্বর আসার সম্ভাবনা থাকে অনেক বেশী। অন্যদিকে কেউ যদি প্রতিদিন কলের পানিতে গোসল করে হঠাৎ একদিন পুকুরের পানিতে গোসল করলে তারও এ সমস্যা হতে পারে। বৃষ্টির পানিতে মাথার চুল ভিজে যাওয়ার পর ভেজার সঙ্গে সঙ্গে পানি মুছে না ফেললে ঠান্ডা লেগে জ্বর  আসতে পারে।
সাধারণত বৃষ্টিতে ভেজার সঙ্গে সঙ্গে কাপড় পাল্টে ফেললে ঠান্ডা লাগার সম্ভাবনা কম। তবে জ্বর এসে গেলেও ভয়ের কিছু নেই এ জ্বর তেমন মারাত্মক নয় বলে মনে করেন চিকিৎসকরা।এক্ষেত্রে কিছু সতর্কতা অবম্বন করলে এই ঠান্ডা-জ্বর সেরে যায় অনায়াসেই।
জ্বর এলে প্যারাসিটাল বা আইবুপ্রুফেন জাতীয় ওষুধ খেতে পারেন। শুরুতেই  অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। জ্বর ১০২ ডিগ্রির নিচে থাকলে প্যারাসিটামলও খাওয়ার দরকার নেই। এক্ষেত্রে প্রচুর পানি ও স্বাভাবিক খাবার খান।
কেউ যদি একান্তই বৃষ্টিতে চান সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করে ঠান্ডার লাগার হাত থেকে রেহাই পেতে পারেন। এজন্য আপনার  যা করতে হবে তা হলো বৃষ্টিতে ভেজার পর দ্রুত শুকনো কাপড় দিয়ে  মাথা ও সারা শরীর  মুছে ফেলতে হবে। ভেজা কাপড় পাল্টে শুকনো কাপড় পরে নিন। ভেজা কাপড় বা ভেজা চুল এসি বা কোনো ঠান্ডা স্থানে দাঁড়িয়ে শুকাবেন না।

Posted in লাইফস্টাইল | Leave a comment

সহজ উপায়ে ব্রনের সমাধান

image_44268[1]ত্বকের উজ্জ্বাল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রন। মুখে এসব ব্রনের দাগের জন্য চিন্তায় কাটাচ্ছেন। চিন্তার কোন কারণ নেই। ব্রন থেকে বাঁচতে কিছু উপায় অবলম্বন করুন। দেখুন আপনি অনেক ভাল থাকবেন।

  • ব্রণ হলে একেবারেই আচার খাবেন না। তবে মিষ্টি চাটনি খেতে পারেন
  • বেশি পরিমাণে নিরামিষ খাবার খান। আমিষ খাবার যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করুন।
  • ডেইরি প্রোডাক্টসের মধ্যে হরমোনাল উপাদান বেশি পরিমাণে থাকে বলে তা খুব সহজে রক্তের সঙ্গে মিশে যায়। এই কারণেই পনির, দুধ এবং দই কম খান।
  • কোল ড্রিংকস খাওয়া একেবারেই বন্ধ করে দিন।
  • আচার খাবেন না। তবে মিষ্টি চাটনি খেতে পারেন।
  • খুব বেশি পরিমাণে পানি খান। দিনে যদি দু লিটার পানি খেতে পারেন তা আপনার স্বাস্থ্য এবং ত্বকের ক্ষেত্রে ফলদায়ক হবে। পানি বেশি খাওয়ার ফলে শরীর থেকে পিত্ত বেরিয়ে যাবে। আপনি ব্রণের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন।
  • আয়ুর্বেদের মতে অতিরিক্ত ক্রোধের ফলে শরীরে পিত্ত সঞ্চিত হয়। তাই ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন।
ব্রনের দাগ দূর করতে ভেষজ পদ্ধতি
  • কমলা লেবুর ছাল শুকিয়ে গুড়ো করে নিন। মুসুরির ডাল আর চাল ভিজিয়ে ভালো করে পিষে নিন। ওই পেস্টের মধ্যে চন্দন পাউডার, মুলতানি মাটি, কমলা লেবুর ছালের গুঁড়ো মিশিয়ে ভালো করে মিলিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে দুই চামচ দুধও মিশিয়ে নিতে পারেন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পরে ধুয়ে নিন। এই প্যাকটা নিয়মিত মুখে লাগান। ত্বকের জেলা বাড়বে। ব্রণের দাগও দূর হয়ে যাবে।
ব্রন দূর করবে নিম
  • চার-পাঁচটা নিমপাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে এক চামচ মূলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটা যদি গাঢ় হয়ে যায় তাহলে ওর মধ্যে গোলাপজল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।

    ব্রন সমস্যাকে খুব সহজ ঘরোয়া উপায়ে মেটানো সম্ভব৷

  • এর জন্যে পরিস্কার আটার সাথে কিছুটা পরিমান মধু, পাতিলেবুর রস এবং বাদাম বাটা মিশিয়ে নিন৷ এবার এই মিশ্রনটিকে প্রতিদিন মুখের প্রলেপের মতন করে লাগাতে থাকুন৷ কয়েক সপ্তাহ ধরে এই নিয়ম মেনে চললে আপনার ব্রন সমস্যা একেবারে কমে যাবে৷

Posted in লাইফস্টাইল | Leave a comment

বার্সায় যাচ্ছেন নেইমার

Neymarইচ্ছা ছিল লিওনেল মেসির পাশে খেলার। শনিবার তা পূরণের ঘোষণা দিলেন নেইমার। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোতেই যোগ দিচ্ছেন উদীয়মান ব্রাজিল ফুটবল তারকা।

২১ বছর বয়সী বর্তমান এই সান্তোস ফরোয়ার্ড ন্যু ক্যাম্পকেই বেছে নিলেন,‘সোমবার আমি বার্সেলোনার সঙ্গে চুক্তি করব। নয়টি দারুণ বছর কাটানোর জন্য সান্তোস ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।’
স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে সান্তোস ভাইস প্রেসিডেন্ট নেইমারকে নিতে বার্সা-রিয়াল মাদ্রিদের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছিলেন একদিন আগেই। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডও সিদ্ধান্ত জানানোর অপেক্ষায় ছিলেন।
সান্তোসের হয়ে ২৫৬ ম্যাচে ১৫৬ গোল করে ইতিমধ্যে আন্তর্জাতিক তারকা বনে গেছেন নেইমার। তাকে নিয়ে বেশ কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। বার্সার চেয়ে বেশি বেতনও দিতে রাজি ছিল রিয়াল। কিন্তু নিজ পছন্দেই ন্যু ক্যাম্পে মেসিদের পাশে দাঁড়ালেন নেইমার,‘ভিন্ন একটি মুহূর্ত এটি। সান্তোসকে বিদায় জানাতে হবে ভেবে খারাপ লাগছে। আর নতুন চ্যালেঞ্জ নিতে হবে তাই খুশিও লাগছে।’
ব্রাজিলের জার্সি গায়ে ৩২ ম্যাচে ২০ গোল করা নেইমারের হাত ধরেই ২০১১ সালে পেলে যুগের পর প্রথমবার কোপা লিবার্তোদোরেস শিরোপা জিতেছিল সান্তোস।
ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে রোববার সান্তোসের হয়ে শেষ ম্যাচ খেলবেন নেইমার। শেষ ম্যাচে নামার অনুভূতি লিখলেন এই তারকা,‘আরেকবার মাঠের নামার সুযোগ পেতে চাই। আমার নাম ভক্তরা চিৎকার করে বলছে তা শুনতে চাই।’

Posted in খেলাধুলা | Leave a comment

ফাইনালে শচিন নেই

sachin.jpg1ইডেনে রোববার আইপিএলের ফাইনাল নিয়ে বেশ জটিলতার মেঘ। যদি শেষ পর্যন্ত ভালোয় ভালোয় ম্যাচটা হয়ও, তাহলেও অনিশ্চিত শচিন টেন্ডুলকার। পুরোপুরি ফিট নন। ফলে তার খেলার সম্ভাবনা আপাতত বিশ বাঁও জলে। আর তাতেই মন খারাপ অর্জুন মিস্ত্রির।

গত ২৪ বছর ধরে যিনি ভারতীয় ক্রিকেটের জোয়াল বয়ে চলেছেন নিজের ব্যাটে, সেই শচিন টেন্ডুলকারের ব্যাটের গোলমাল হলেই ডাক পড়ে অর্জুন মিস্ত্রির। গত বছরের শেষদিকে একের পর এক ম্যাচে ব্যর্থ শচিন। ব্যাটে রান নেই। অবসর নিয়ে ক্রমান্বয়ে সমালোচকদের কটাক্ষের সম্মুখীন হচ্ছেন। এমন সময়ে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নেমেছিলেন শচিন। ব্যাটে কিছু সমস্যা হওয়াতে ডাক পড়ে অর্জুন মিস্ত্রির। ব্যাটে খুচরো কিছু মেরামতির পর সেই ব্যাটেই শচিন ৭৬ রানের দারুণ একটা ইনিংস খেলেন ইডেন গার্ডেন্সে। কাকতালীয় হলেও সত্যি। অর্জুন মিস্ত্রির হাত ধরেই সেদিন রান এসেছিল শচিনের ব্যাটে। কেটে গেছিল ব্যাডপ্যাচ। নিজেই বলছিলেন, ‘শচিনের সঙ্গে প্রায় গত পনেরো বছর ধরেই আমার চেনাজানা। যখনই শচিন কলকাতায় আসেন, তখনই আমার সঙ্গে দেখা করেন। ওর ব্যাটে কোনো সমস্যা হলেই আমাকে ডাকেন। জানি না, এবার বোধহয় আর ওর খেলা হবে না এখানে।’ কে এই অর্জুন মিস্ত্রি?
পেশায় ছুতোর মিস্ত্রি। নিজেকে অবশ্য ইন্টিরিয়র ডেকরেটর বলতেই ভালোবাসেন অর্জুন। বয়স তিরিশ পেরিয়েছে। ছোটোখাটো ছাপোষা চেহারা। ইডেনে ম্যাচ থাকলে ইতিউতি দেখা মেলে। সিএবি’র হয়ে চুক্তিভিত্তিক কাজ করেন। অর্জুন মিস্ত্রি নামেই সকলে চেনে। সিএবি’তে আর পাঁচজন সাধারণ কর্মীর মতোই তাকেও বিশেষ একটা আমল দেন না কেউ। তবে শচিন টেন্ডুলকারের জন্যই একটু অন্যরকম অর্জুন মিস্ত্রি। ঝাড়খ-ের গিরিডিতে বাড়ি। কলকাতায় আছেন গত ২২ বছর ধরে। একাই থাকেন উলটোডাঙা মেন রোডে। মাস গেলে আয় হাজার ছয়েক টাকা। তাতে সংসার চলে?
পরিবারকে টাকা পাঠিয়ে যে এই টাকায় যথেষ্ট কষ্টেসৃষ্টেই চলতে হয়, তা বলছিলেন অর্জুন। শচিনের সঙ্গে শেষ দেখা শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে। সেই ম্যাচে শচিন না খেলায় মনটা খারাপ ছিলই। তার ওপর রোববারও শচিনের না খেলার সম্ভাবনা, শুনে বেশ মুষড়ে পড়েছেন অর্জুন। বলছিলেন, ‘জানি না আবার কবে দেখা হবে। কাল উনি খেললে ভালো হতো। তবে না খেললেও একবার দেখা করার চেষ্টা করব।

 

 

Posted in খেলাধুলা | Leave a comment

সাশ্রয়ী ট্যাব আনল হাইসেন্স

hisense4চীনের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান হাইসেন্সের পরিচিতি মূলত হাই ডেফিনেশন টিভি নির্মাতা হিসেবে। এবারে হাইসেন্স কর্তৃপক্ষ চিপ নির্মাতা এনভিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাইসেন্স সম্প্রতি ‘সিরো ৭ এলটি’ ও ‘সিরো ৭ প্রো’ নামের সাত ইঞ্চি মাপের দুটি মডেলের অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। ২৩ মে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ট্যাবলেটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সিরো ৭ প্রো ট্যাবটিতে রয়েছে এনভিডিয়ার কোয়াড কোর প্রসেসর, উন্নত রেজুলেশনের ডিসপ্লে, এক গিগাবাইট র্যাম। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেম-নির্ভর আট গিগাবাইট তথ্য ধারণক্ষমতার ট্যাবলেটটিতে থাকছে ডুয়াল ক্যামেরা, ব্লুটুথ ও এনএফসি প্রযুক্তি। এ ট্যাবলেটটি ১৪৯ মার্কিন ডলারে বিক্রি করবে হাইসেন্স।
এদিকে সিরো ৭ এলটি ট্যাবটিতে রয়েছে ডুয়াল কোরের প্রসেসর, এক গিগাবাইট র্যাম ও চার গিগাবাইট মেমোরি। এ ট্যাবলেটটি ৯৯ মার্কিন ডলারে বিক্রি করবে হাইসেন্স।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, সাশ্রয়ী ট্যাবলেটের বাজারে হাইসেন্সকে আমাজন ও নেক্সাস ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

হ্যাসওয়েল বাড়াবে ল্যাপটপ ব্যাটারির আয়ু

intel-based-tabযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল দাবি করেছে তাদের তৈরি হ্যাসওয়েল প্রসেসর এর পূর্ববর্তী প্রসেসরের তুলনায় ল্যাপটপের ব্যাটারির আয়ু ৫০ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পিসি ম্যাগ।

২৩ মে ইনটেলের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নতুন প্রসেসর প্রযুক্তি নিয়ে কাজ করছে ইনটেল। ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের কথা মাথায় রেখে নতুন চিপ তৈরি করছে প্রতিষ্ঠানটি। নতুন চিপ হবে বিদ্যুৎসাশ্রয়ী ও অধিক শক্তিশালী।
জুন মাসে তাইপেতে অনুষ্ঠেয় কম্পিউটেক্স মেলায় নতুন প্রসেসরের ঘোষণা দিতে পারে ইনটেল।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ডেস্কটপ কম্পিউটারের বাজার পড়তির দিকে। ইনটেলের যেকোনো নতুন পদক্ষেপ কম্পিউটারের বাজারকে চাঙা করতে পারে।
ইনটেল জানিয়েছে, হ্যাসওয়েল নামের নতুন প্রসেসরগুলো কম্পিউটার ও ট্যাবলেটের মধ্যকার পার্থক্য দূর করতে সক্ষম হবে।

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবির জন্মবার্ষিকী

foolঢাকা: নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী। শনিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধীতে শ্রদ্ধা জানাতে আসেন পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণী-পেশার মানুষ। ফুলে ফুলে ভরে উঠে কবির অন্তিম শয্যা।

কবির প্রতি শ্রদ্ধা জানাতে আসেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের পক্ষ থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডাকমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ আরো অনেক সাহিত্যিক, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদরা।

Posted in জাতীয় | Leave a comment

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল

cox_s-bazar-75উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের তিন সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদফতর।
শনিবার সকাল সাড়ে ১০টায় অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Posted in সারা দেশ | Leave a comment

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud