পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আসাদকে জয়ী হতে সহায়তা করবে হিজবুল্লাহ

nasrullahসিরিয়ার চলমান পরিস্থিতিতে আসাদ সরকারকে জয়ী হতে সব ধরনের সহায়তা করার ঘোষণা দিয়েছে লেবাননের শিয়া জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ।শনিবার একটি টেলিভিশন বক্তৃতায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ এ ঘোষণা দেন। এ যুদ্ধকে নিজেদের বলে ঘোষণা করে নাসরাল্লাহ বলেন, তার বাহিনীর যোদ্ধারা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সিরিয়ায় থাকবে এবং প্রেসিডেন্ট আসাদকে বিজয়ী হতে সহায়তা করবে।

সিরিয়ার এ যুদ্ধে সুন্নিরা জয়ী হলে তা লেবাননসহ এ অঞ্চলের জন্যও হুমকি হবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সিরিয়ার চলমান সহিংসতায় হিজবুল্লাহ অংশ নিচ্ছে বলে অভিযোগ করে আসছিল বিদ্রোহীরা। এবারই প্রথম দলটির কোন শীর্ষ নেতা সিরিয়ার আসাদ সরকারের পক্ষে থাকার আনুষ্ঠানিক ঘোষণা দিল।

Posted in আন্তর্জাতিক | Leave a comment

ভারতে মাওবাদী হামলায় কংগ্রেস নেতাসহ নিহত ২৫

maoist ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে মাওবাদী হামলায় জ্যেষ্ঠ কংগ্রেস নেতা মাহেন্দ্র কর্মসহ ২৫ জন নিহত হয়েছে। শনিবার রাজ্যের জগদ্দলপুর জেলার সুকমা এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ২০ জন। গুরুতর আহতদের মধ্যে রাজ্যের সাবেক মন্ত্রী ভি সি শুক্লা, রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নকশাল ম্যানেজমেন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ গণপতি রয়েছেন।
নয়া দিল্লি ভিত্তিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে নিহত ও আহতদের সবাই কংগ্রেস নেতাকর্মী।

Posted in আন্তর্জাতিক | Leave a comment

বিশ্বজিৎ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ২ জুন

Biswajit-11-12-12ঢাকা: বিশ্বজিৎ দাশ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। আগামী ২ জুন নতুন করে শুনানির দিন ঠিক করা হয়েছে। রবিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎকে। মামলার তদন্ত কর্মকর্তা গত ৫ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ছাত্রলীগের ২১ কর্মীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।

Posted in ইসলাম | Leave a comment

তারেককে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের আবেদন

Tarek.1[1]ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। বিদেশে অর্থ পাচার মামলায় রোববার ঢাকা ৩ নম্বর বিশেষ জজ আদালতে দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল এ আবেদন করেন। শুনানি শেষে ঐ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হোসেন আবেদন মঞ্জুর করেন।

Posted in রাজনীতি | Leave a comment

আড়াই মিনিটে ৯ শাড়ি

sonakhi-9-sharees[1]বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত ‘লুটেরা’ ছবির একটি গানে নয় বার শাড়ি পরিবর্তন করে অন্যরকম এক চমক সৃষ্টি করেছেন দাবাঙ তারকা সোনাক্ষি সিনহা। ‘সানওয়ার লুন’ শিরোনামের এই গানটি দৈর্ঘ্য আড়াই মিনিট।

তবে সোনাক্ষির যে সাজটি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে সেটি হলো সাদা ব্লাউজের সঙ্গে হালকা কমলা রঙের শাড়ি। এসময় তার গলায় ছিলো মুক্তার মালা।
একই গানে তিনি নিজেকে আরো সাঁজিয়েছিলেন সবুজ ব্লাউজের সঙ্গে সবুজ রঙের শাড়ি, বেগুনি ব্লাউজের সঙ্গে বেগুনি রঙ শাড়িসহ আরো বেশ কয়েকটি রঙের শাড়িতে। এসময় সবসময়ই তার কপালে ছিলো টিপ ও হাতে চুড়ি।
‘লুটেরা’ ছবিতে সোনাক্ষির এই শাড়ি পড়া সাজ ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শকদের মধ্যে। এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছে রণবীর সিং।
আশা করা হচ্ছে আগামী ৫ জুলাই ছবিটি মুক্তি পাবে।

Posted in বিনোদন | Leave a comment

৭০৬ মূলধনী যন্ত্রপাতির শুল্কহার কমবে

budjet1[1]ঢাকা: শিল্পের মূলধনী যন্ত্রপাতিতে শুল্কহার কমানোর প্রস্তাব কার্যকর হলে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপনে ব্যয় কমবে। নতুন শিল্প স্থাপনে ‘প্রণোদনার’ পদেক্ষেপ থাকছে আগামী অর্থবছরের বাজেটে। দেশীয় উদ্যোক্তাদের শিল্পায়নে উৎসাহিত করতে ‘মূলধনী যন্ত্রপাতি’র শুল্কহার কমানোর প্রস্তাব থাকছে।

বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্রে জানা গেছে, স্থানীয় শিল্পের দ্রুত প্রসার ঘটিয়ে অধিক কর্মসংস্থানের লক্ষ্যে আমদানি করা ৭০৬টি মূলধনী যন্ত্রপাতির শুল্কহার কমানোর ঘোষণা থাকছে আসন্ন ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে। বর্তমানে শিল্পে ব্যবহৃত আমদানি পর্যায়ে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশের শুল্কহার শতকরা ৩ ভাগ। আগামী বাজেটে ওই সব পণ্যের আমদানি শুল্কহার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণের প্রস্তাব থাকছে।
সূত্র জানায়, শিল্পের মূলধনী যন্ত্রপাতিতে শুল্কহার কমানোর প্রস্তাব কার্যকর হলে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপনে ব্যয় কমবে। প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে এ খাতের। এতে স্থানীয় উদ্যোক্তারা উৎসাহিত হবেন নতুন শিল্প স্থাপনে। বাড়বে বিনিয়োগ। সুযোগ সৃষ্টি হবে কর্মসংস্থানের।
এনবি আর সূত্রে জানা গেছে, অপ্রয়োজনীয় ও বিলাসপণ্যের আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে সর্বোচ্চ শুল্কহার (২৫ শতাংশ) অপরিবর্তিত রাখা হচ্ছে। এর সঙ্গে আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক বা রেগুলেটরি ডিউটি অব্যাহত থাকবে। একই সঙ্গে আমদানি পর্যায়ে অন্যান্য শুল্ক স্তরও আগের মতো বহাল থাকছে। শুধু শিল্পে ব্যবহৃত মূলধনী যন্ত্রাংশের শুল্কহারে পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি দেশীয় শিল্পে ব্যবহৃত হয় এমন কাঁচামালের ‘সম্পূরক শুল্কহার’ কমানোর প্রস্তাব থাকছে।
দেশে শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানি ব্যাপক কমে গেছে। এর আমদানি চলতি বছরের এপ্রিল পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ৫০ ভাগ কমে গেছে। রাজনৈতিক অনিশ্চয়তা, গ্যাস-বিদ্যুৎ সংকটসহ অন্যান্য অবকাঠামো সমস্যার কারণে এসব পণ্যের আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিনিয়োগ স্থবির হওয়ার এটি অন্যতম কারণ বলে মনে করেন ব্যবসায়ীরা। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী অর্থবছরের বাজেট সামনে রেখে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই শিল্পের মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্কহার ৩ শতাংশের পরিবর্তে ১ শতাংশ আরোপের প্রস্তাব করেছে।
সূত্র জানায়, যে কোনো শিল্প স্থাপনে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ অপরিহার্য। এসব পণ্যের বেশির ভাগই আমদানি করতে হয়। শিল্প স্থাপনে উদ্যোক্তাদের জন্য এটা প্রাথমিক বিনিয়োগ। কিন্তু বাংলাদেশে প্রায়ই মূলধনের স্বল্পতা থাকে। তাই প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে শিল্প স্থাপনে খরচ কমাতে আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতির শুল্কহার কমাতে দীর্ঘদিন দাবি জানিয়ে আসছেন উদ্যোক্তারা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, অধিক কর্মসংস্থান ও উচ্চ প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বাড়াতেই হবে। বিনিয়োগ বাড়াতে হলে উদ্যোক্তাদের প্রণোদনা দিতে হবে। তার মতে, মূলধনী যন্ত্রাংশে ব্যয় উদ্যোক্তাদের জন্য প্রাথমিক বিনিয়োগ। তাই এসব পণ্যের শুল্কহার কমালে শিল্প স্থাপনে ব্যয় কমবে। এতে নতুন শিল্প স্থাপনে দেশীয় উদ্যোক্তারা উৎসাহিত হবেন।
শুল্কহার হ্রাস করার পদেক্ষেপ এক ধরনের প্রণোদনা দেওয়া- এ মন্তব্য করে সাবেক এই ব্যবসায়ী নেতা বলেন, এতে সরকারের রাজস্ব আহরণে কিছুটা ক্ষতি হবে। কিন্তু এই ক্ষতি বিবেচনা করেই শুল্ক ছাড় দিতে হবে উদ্যোক্তাদের। কারণ, এর সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান জড়িত। তবে এটা ঠিক, অবকাঠামো উন্নয়ন না করলে, ব্যাংক ঋণের সুদহার না কমালে, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো সুবিধাই কাজে আসবে না বলে উল্লেখ করেন তিনি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, দেশের স্বার্থে দীর্ঘ মেয়াদে লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে এমন শিল্প খাতে শুল্ক ছাড় দেওয়া উচিত। রাজনৈতিক বিবেচনায় এ সুবিধা দেওয়া হলে একদিকে সরকারের রাজস্ব ক্ষতি হবে; পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প বেশি দিন বাঁচবে না। কাজেই এ বিষয়ে এনবি আরকে পরীক্ষা করে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।

Posted in ব্যবসা-অর্থনীতি | Leave a comment

সবচেয়ে কম মজুরি পায় বাংলাদেশের শ্রমিকরা

salary[1]পৃথিবীর সবচাইতে কম মজুরিতে কাজ করে বাংলাদেশের পোশাক শ্রমিকরা। শ্রমিকরা ঘন্টা প্রতি পরিশ্রমে আয়ের শতকরা ২৪ অংশ তাদের ভাগে পায়। মাসিক বেতন হিসেবে যার পরিমাণ দাঁড়ায় ৩৮ ডলার অর্থাৎ প্রায় তিন হাজার টাকার সমপরিমাণ। আর বেতনের এ পরিমাণটি পৃথিবীর অন্যান্য বড় বড় পোশাক প্রস্তুতকারী বাজারের তুলনায় একেবারেই নিম্নমানের।

শনিবার আর্ন্তজাতিক সংবাদসংস্থা ‘আল-জাজিরা’য় ‘বাংলাদেশ : দ্য কস্ট অব ফ্যাশন’ শিরোনামে বাংলাদেশের পোশাক শ্রমিক ও কারখানা নিয়ে একটি বিশ্লেষণধর্মী রিপোর্টে এ কথা বলা হয়।
রিপোর্টে বলা হয়, সাভারে ভবন ধস প্রমাণ করে দেশটিতে শ্রমিকদের কাজের পরিবেশ খুবই আতংকজনক এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। অথচ দেশটির লাখ লাখ লোক পোশাক কারখানার এ পরিবেশের মধ্যেই কাজ করে।
ভবন ধসের বিষয়টি পুরো পৃথিবীতে সতর্কবার্তা দিয়েছে উল্লেখ করে বলা হয়, দুর্ঘটনার পর বাংলাদেশ ও আর্ন্তজাতিক সম্প্রদায় বিষয়টিতে সচেতন অবস্থানে চলে এসেছে। আর বাংলাদেশ এ মুহূর্তে বিষয়টিতে বিভিন্ন দিক থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েছে। একদিকে নগণ্য মজুরি প্রদানের জন্য শ্রমিকদের ক্ষোভ আর অপরদিকে পোশাক কারখানায় নিরাপত্তার ইস্যুতে পোশাক কেনা বন্ধ করে দিতে পারি আর্ন্তজাতিক প্রতিষ্ঠানগুলো।
কারখানার মান উন্নয়নে শ্রীলংকার উদাহরণ টেনে রিপোর্টে বলা হয়, শ্রীলংকায় ‘ঝুঁকি মুক্ত কারখানা’ শ্লোগানে দেশটির মানুষদের মধ্যে প্রচার-প্রচারণা চালানো হয়। আর এটি দেশটির কারখানার উৎপাদনের মান ব্যবস্থা ও তার অবস্থানগত সুনামেরই পরিচয় বহন করে। এ ক্ষেত্রে বাংলাদেশ চাইলে শ্রীলংকার এ বিষয়টি অনুসরণ করতে পারে।
রিপোর্টে বলা হয়, পোশাক তৈরির ক্ষেত্রে শ্রীলংকা পৃথিবীর সবচাইতে সহজলভ্য জায়গা নাও হতে পারে। কিন্তু এর শিল্প নেতারা জানিয়েছেন, মজুরি নির্ধারনের ক্ষেত্রে তারা বিনিয়োগের মতই সমান গুরুত্ব দিয়ে যাচ্ছেন।
এতে বলা হয়, পোশাক বাণিজ্য বাংলাদেশের অর্থনীতিকে নতুনভাবে দাঁড় করিয়েছে। পোশাক খাতে দেশটির ৪ মিলিয়ন লোক কাজ করে যার অধিকাংশই মহিলা। আর এ পোশাক খাত থেকে প্রতি বছর ১৯ বিলিয়ন ডলার আয় হয়ে থাকে।
নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, বাংলাদেশের পোশাক শ্রমিকদের দাসের মতো ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আমরা এমন একটা দেশ চাই যেখানে নারীরা তাদের সৃজনশীল দক্ষতা দিয়ে দেশের সুনাম বাড়িয়ে দিবে। আমাদের তৈরী পোশাক সবাইকে খুশি করে তোলবে। আর একি সাথে তাদের যথাযথ মজুরির ব্যবস্থাও আমরা চাই।
রিপোর্টে বলা হয়, বাংলাদেশ কি পারবে পোশাক শিল্পের ক্ষেত্রে সঠিক একটি ব্যবস্থাপনা নিয়ে আসতে? আর তাদের এ ব্যবস্থাপনা বর্তমান শিল্পের অবস্থা থেকে কতটা পরিবর্তন নিয়ে আসতে পারবে। দরকষাকষির এ বিষয়টিতেই তাকিয়ে আছে সবাই।

Posted in ব্যবসা-অর্থনীতি | Leave a comment

নয়াপল্টনে সতর্ক অবস্থানে পুলিশ

12_BNP+office_060313[1]ঢাকা: বরাবরের মতো বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালে নিরুত্তাপ নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। সকাল থেকে এ এলাকায় হরতালের সমর্থনে বের হয়নি কোনো মিছিল। হয়নি কোনো পিকেটিং। অন্য হরতালের মতো আজকেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে রয়েছে পুলিশের কড়া প্রহরা।

রোববার সকাল ৬টা থেকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, এক মাসের জন্য রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ, আটক নেতাকর্মীদের মুক্তি দাবি এবং ‘দুর্নীতিবাজ’ সরকারের পতনের দাবিতে সারাদেশে হরতাল পালন করছে ১৮ দল। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
কার্যালয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামিম ছাড়া নেই তেমন কোনো কেন্দ্রীয় নেতা।
এদিকে হরতালে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি থাকলেও বরাবরের মতো নয়াপল্টনকে ঘিরে রয়েছে বাড়তি নিরাপত্তা। তবে এখন পর্যঘন্ত এ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় একরকম অলস সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনী।
হরতালের শুরুতে তালাবদ্ধ থাকলেও সকাল নয়টার দিকে খুলে দেয়া হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

Posted in ইসলাম | Leave a comment

হরতাল সমর্থনে সাংসদদের মিছিল-সমাবেশ

MP-s[1]ঢাকা: হরতাল সমর্থনে বিরোধী দলীয় ১৬ জন সংসদ সদস্য মিছিল ও সমাবেশ করেছেন সংসদ ভবন এলাকায়।

রোববার সকালে সংসদ ভবনের পূর্ব পাশে মিছিল শেষে সমাবেশ করে তারা।

সমাবেশে সাংসদ অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, “আ’লীগ তথাকথিত মহাজোট সরকার সংবিধান অবরুদ্ধ করে রেখেছে। সংবিধানের ৩৬, ৩৭ ও ৩৮ ধারা অবমাননা করে তারা সব ধরনের সামাবেশ বন্ধ করে বিরোধী দলের অন্দোলন দমানোর চেষ্টা করছে।”

সম্প্রতি তারেক রহমানকে জড়িয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের দেওয়া বক্তব্য প্রসঙ্গে পাপিয়া বলেন, “তারেক রহমান কোন মৃত্যুদ- প্রাপ্ত ফেরারি আসামি নন যে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে হবে।”

তিনি বলেন, “মিছিল-সমাবেশ দেশের ‍নাগরিকদের সাংবিধানিক অধিকার। সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করে এই অধিকার কেড়ে নেওয়ার কোন অধিকার স্বরাষ্ট্রমন্ত্রী রাখন না।”

সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী বলেন, “আগামী তিন জুন সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করার দাবি নিয়ে সংসদে যাবে বিএনপি। আ’লীগ সরকারের করা একদলীয় নির্বাচন বন্ধের কথাও বলা হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ১৮ ঐক্য জোট তথা বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না।”

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার কেবল ১৮ দলীয় ঐক্য জোট বা বিএনপির দাবি নয়। এ দাবি আপামর জনসাধারণের দাবি। বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে জেলে আটকে রেখেও এ দাবি থেকে সরানো যাবে ‍না।”

বিরোধী দলের উপর যত বেশি নির্যাতন চালানো হবে তত কঠিন থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, “এই বাকশালী সরকার সংবিধান নিয়ে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে। সভা-সমাবেশ বন্ধের ‍নামে বিরোধী দলকে আন্দোলনে বাধা দিচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের উপর আইন-শৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়ে সরকারী পেটোয়া বাহিনী তৈরি করেছে। অগণতান্ত্রিকভাবে নেতাকর্মীদের জেল গেট থেকে আটক করে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে।”

এসময় বিরোধী দলের উপর দমন-পীড়ন বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সাংসদ আবুল খায়ের ভুঁইয়া এমপির সভাপতিত্বে সমাবেশে লুৎফর রহমান, জয়নাল আবেদীন, হারুন-অর-রশিদ, ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, মোস্তফা আলী মুকুল, গোলাম মোস্তফা, নাজিম উদ্দিন আহমেদ, মোজাহার আলী প্রধান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাফিজ উদ্দিন, হাফিজুর রহমান, নিলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Posted in রাজনীতি | Leave a comment

রূপগঞ্জে শিশুর কপালে ‘আল্লাহু’

rupgonj[1]রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে শিশুর গায়ে আরবি লেখা ফুটে উঠছে। ওই শিশু ইয়ামিন মঙ্গলখালী গ্রামের সাদ্দাম হোসেন ও আমেনা দম্পত্তির সন্তান। গত ২৬ জানুয়ারি তার জন্ম। শিশুটিকে দেখার জন্য প্রতিদিন আশপাশের উৎসুক লোকজন ভিড় করছে।

অনেকে শিশুটিকে নগদ টাকা, পণ্য, খাবার দিতে চাইলেও শিশুর পরিবার তা গ্রহণ করছে না।আমেনা বেগম জানান, ১৪ এপ্রিল রাতে ইয়ামিনের কপালে প্রথমে ‘আল্লাহু’ লেখা ওঠে। পরে ২৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে ইয়ামিনের বুকে, পেটে ‘আল্লাহু, আররাহ্মানু, ইয়া রাসুলুল্লাহ ও আল্লাহু’ লেখাগুলো ওঠে। প্রথমে লালচে ও পরে সাদা রংয়ের লেখাগুলো দেখতে এখন স্পষ্ট।
ইয়ামিনের মা আমেনা বেগম জানান, শিশুটি শান্ত প্রকৃতির। আড়াই মাস বয়স থেকে, সে একা বসতে পারে। কোনো রকম কান্নাকাটি করে না। অনেকে টাকা পয়সা দিতে চাইলেও নেয়া হচ্ছে না। পার্শ্ববর্তী মঙ্গলখালী হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোবারক হোসেন জৈনপুরী বলেন, শিশুর শরীরের লেখাগুলো স্পষ্ট। অলৌকিকভাবে ওঠে আসা লেখাগুলো আরবী পাঠকরা পড়তে পারছে।

Posted in সারা দেশ | Leave a comment

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud