পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘পেশাদারিত্বের কারণেই কুমিল্লার নতুন অধিনায়ক তামিম’

Posted on July 18, 2017 | in খেলাধুলা | by

আসছে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন প্লেয়ার ও অধিনায়ক হিসেবে খেলবেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

পেশাদারিত্বের কারণেই এবার মাশরাফিকে ছেড়ে তামিমকে আইকন ক্রিকেটার করা হয়েছে বলে জানালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যবস্থাপনা পরিচালক নাফিসা কামাল। সেই সাথে এবার কুমিল্লার কোচের দায়িত্বে থাকবেন লোকাল বয় মো: সালাউদ্দিন।

এদিকে, গেলো দুই বছর ধরে কুমিল্লায় খেলা আরেক ওপেনার ইমরুল কায়েসকে বিপিএল গভর্নিং কাউন্সিল আইকন ক্রিকেটার বানানোর চেষ্টা করলেও তাকে ছাড়তে নারাজ ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৫ মৌসুমে বিপিএলে নাম লিখিয়েই মাশরাফির নেতৃত্বে চমক দেখিয়ে ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গেলো মৌসুমে আশানুরূপ ফল পায়নি দলটি। তাই এবার হারানো মুকুট জয়ে বদ্ধ পরিকর কুমিল্লা।

আসছে মৌসুমে কুমিল্লার জার্সিতে মাশরাফির বদলে নতুন আইকন ও অধিনায়ক হিসেবে দেখা যাবে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে। পেশাদারিত্বের কারণে মাশরাফিকে ছেড়ে তামিমকে নিয়ে এবার দল গুছিয়েছে ভিক্টোরিয়ান্স। সেই সাথে কোচ হিসেবে এবার যোগ দিয়েছেন কুমিল্লার লোকাল বয় মো: সালাউদ্দিন।

গেলো দুই আসর ধরে নন আইকন কোটায় কুমিল্লার হয়ে খেলা ইমরুল কায়েসকে এবার আইকন ক্রিকেটার বানানোর পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজনের বেশি আইকন ক্রিকেটার রাখতে পারবে না দলে। কিন্তু দুই মৌসুম ধরে কুমিল্লায় খেলা ইমরুলকে ছাড়তে নারাজ দলটি।

বিপিএল চলাকালীন সময়ে সাউথ আফ্রিকায়ও চলবে তাদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। যার ফলে বিদেশী ক্রিকেটারদের দলে ভেড়াতে বেগ পেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তারপরও দেশী ক্রিকেটারদের সাথে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে একঝাঁক তরুণ ও অভিজ্ঞ বিদেশী ক্রিকেটার।

হারানো মুকুট ফিরে পেতে বেশ আট-ঘাট বেধেই মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নতুন মৌসুমে তারা কতটা সফল হয় তা অবশ্য বলে দিবে মাঠের খেলাই।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud