December 22, 2025
ঢাকা: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাতেই হাজার হাজার মানুষের ঢল নামে শহীদ মিনারে। শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা খালি পায়ে সারি বেধে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশ পথ ও আশপাশে অপেক্ষা করতে থাকে । সবার হাতেই ছিল ফুল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। শুধু ঢাকা নয়, সারা দেশের মানুষ শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। নিরাপত্তার ছক তৈরি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। ভাষা আন্দোলনের ৬২ বছর পূর্তি উদযাপনের এই দিনে মানুষের মধ্যে দেখা গেছে আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধার মিশেল। হাতে ফাগুনে ফোটা রঙিন ফুলের স্তবক। কণ্ঠে বিষাদমাখা চিরচেনা গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।
১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ঠিক এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি শহীদ মিনার প্রাঙ্গণ ছেড়ে গেলে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে সরকারের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পণ করেন। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার বেগম শিরীন শারমিন, বিরোধীদলীয় নেতা বেগম বেগম রওশন এরশাদ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিভিন্ন দেশের কূটনীতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও শিক্ষক সমিতি । শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো । এ সময় পলাশী থেকে শহীদ মিনার পর্যন্ত নেমে আসে সাধারণ মানুষের ঢল। শহীদ মিনার থেকে পালাশী মোড়,শাহবাগ থেকে টিএসসিও পরিণত হয় জনসমুদ্রে।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে আল কায়েদার অডিওবার্তা প্রকাশের পর জনমনে যে আশঙ্কা তৈরি হয়েছে, নিরাপত্তা ছকে এ সব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।’ কত স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে- জানতে চাইলে বেনজীর বলেন, ‘আমি নিরাপত্তা স্তরের কথা বলব না। তবে পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’ ডিএমপি কমিশনার বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই এ বিষয়ে দায়িত্ব পালন করবে তা নয়; প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা।’ এর আগে সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শনে আসেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।