November 5, 2025
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন, দুদকের চেয়ারম্যান পদে থাকার বৈধতার রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দুদকের কোনো কাজ করবেন না। রোববার বিকেলে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এ কথা জানান।
তিনি বলেন, “দুদকের চেয়ারম্যান হিসেবে ওই পদে থাকার বৈধতা নিয়ে হাইকোর্টে এক আইনজীবী রিট দায়ের করেছেন। ওই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুদকের কোনো কাজ করা ঠিক হবে না। যার ফলে এখন থেকেই দুদকের কোনো নথিতে সই করবো না। রোববার বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি করা হয়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে বিদেশে ফ্ল্যাট কেনা ও অর্থপাচার সংক্রান্ত এক অনুসন্ধানী প্রতিবেদন আমলে নিয়ে মামলা দায়েরের অনুমতি দেননি দুদক চেয়ারম্যান।
ওই প্রতিবেদনটি কমিশনারদের টেবিলে ফেরত পাঠানো হয়।কারণ দুদকের অনুসন্ধানের বিরুদ্ধে হাইকার্টে ব্যারিস্টার মওদুদ আহমদের একটি রিট মামলা বিচারাধীন। এ অবস্থায় এই বিষয়ে দুদকের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়ার কথা উল্লেখ করে দুদক চেয়ারম্যান নথিটি ফেরত দেন।