পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৮৬ লাখ টাকা বকেয়া: বিসিবির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Posted on June 9, 2013 | in ব্যবসা-অর্থনীতি | by

image_579_95579

ঢাকা: ৮৬ লাখ টাকা বিল বকেয়া থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। রোববার দুপুর ১২টায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ ঘটনা নিশ্চিত করেছেন বিসিবির ভেন্যু অ্যাডমিনিস্ট্রেটর কর্নেল একেএম জাকি (অব,)। একেএম জাকি বলেন, ‘২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ৩ কোটি ২ হাজার ৭০০ টাকার বিদ্যুৎ বিল পরিষদ করা হয়েছে। এরপর বছরের শুরুর দিকে ২০ লাখ টাকা দিয়েছি। কিন্তু তারপরও এখন প্রায় আট/নয় মাসের বিদ্যুৎ বিল বাকি থাকায় রোববার দুপুরে ডেসকো সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধান করতে।’

মোট কত টাকার বিল বাকি পড়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ঠিক বলা যাবে না। ধরেন ৮০ বা ৮৬ লাখ টাকা তো হবেই।’

কী কারণে এতো টাকা বিল বাকি পড়ল এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ক্রীড়াপল্লী, স্টেডিয়ামে ৮৬টি দোকান এবং নতুন বিল্ডিং ও মসজিদ মিলে সবগেুলোর বিল হয় একটি মিটারে। কিন্তু নিয়ম অনুযায়ী শুধু বিসিবির বিল দেয়ার কথা আমাদের। বাকিগুলোর বিল দেয়ার কথা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। সবগুলোর  বিল এক জায়গায় হওয়াতে বিষয়টা জটিল হয়ে উঠেছে। কারণ বিসিবি চাইছে সবগুলোর বিল আলাদা আলাদা করার। এজন্য এনএসসিকে বেশ কয়েকবার চিঠিও দিয়েছি। কিন্তু তারা ‘হয়ে যাবে’ বলে এখনও সমস্যার সমাধান করেনি।’

এছাড়া গত ৯ মে এনএসসি চিঠি দিয়ে বিসিবিকে শুধু স্টেডিয়ামের বিল বিল পরিশোধ করতে বলেছে। এরপর বিসিবি ২০ লাখ টাকা দিয়েছে। কিন্তু এনএসসি মূল সমস্যার কোনো সমাধান করেনি বলে অভিযোগ করেন একেএম জাকি। একারণেই বর্তমান সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud