September 16, 2025
ঢাকা: ২০১৬ সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদার সঙ্গে উৎপাদনের কোনো পার্থক্য থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি হারুন-আর রশীদ হাওলাদার, সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা এ সময় উপস্থিত ছিলেন।
দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে উপজেলা পরিষদ স্থাপনায় সৌরবিদ্যুতায়ন করার প্রকল্পে বরাদ্দদানের বিষয়ে আগামী বাজেটে প্রস্তাবের সুপারিশের উপর বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বিদ্যুৎ ঘাটতি মেটাতে হাতে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ২০১৬ সালের মধ্যে প্রয়োজনের সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের কোনো পার্থক্য থাকবে না।