November 6, 2025
ঢাকা: এশীয় প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলন উপলক্ষে থাইল্যান্ডে দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি মঙ্গলবার বেলা পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রিসভার সদস্যরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
রোববার থাইল্যান্ডের চিয়াং মাই শহরের ইন্টারন্যাশনাল কনভেশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে পানি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এই সফরে থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি।
এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জাং হং ওন, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল শাকাসভেলি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভুক জেরেমিকের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
তিনি চিয়াং মাইয়ের ঐতিহাসিক স্থান উইয়াং কুম কাম ঘুরে দেখেন এবং থাই প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজেও যোগ দেন।
পানি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে পানি সরবরাহ ও পয়নিষ্কাশনকে ২০১৫ সাল পরবর্তী জাতিসংঘ উন্নয়ন লক্ষ্যমাত্রার ‘মূল এজেন্ডায়’ পরিণত করার আহ্বান জানান। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমার সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান এবং থাই-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জুক জেরেমিকের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে তাকে আশ্বস্ত করেন।