পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাকিস্তানের জঙ্গি নেতা মালিক ইসহাক আটক

cvwK¯—v‡bi Rw½ †bZv gvwjK BmnvK AvUKপাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান মালিক ইসহাককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিজের বাড়ি থেকে ইসহাককে আটক করা হয়। বিবিসি অনলাইনের খবরে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়।

গত শনিবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় শিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় ৯০ জন নিহত হয়। লস্কর-ই-জাংভি এই হামলার দায় স্বীকার করেছে।
তবে মালিক ইসহাককে ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পাকিস্তানের আইন অনুযায়ী, সন্দেহজনকভাবে কাউকে আটক করা হলে কোনো অভিযোগ ছাড়াই তাঁকে তিন মাস কারাভোগ করানো যায়।
প্রায় ১০ বছর কারাভোগের পর কয়েক মাস আগে মালিক ইসহাক মুক্তি পান।

Posted in আন্তর্জাতিক | Leave a comment

জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ

wR¤^vey‡q‡K Dwo‡q w`†jv I‡q÷ BwÛRবিশাল পরাজয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছে জিম্বাবুয়ে। গ্রানাডার সেন্ট জর্জেসে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের কাছে তাদের হার ১৫৬ রানের। ওয়েস্ট ইন্ডিজের ৩৩৭ রানের জবাবে ১৮১ রান করেই থেমে যায় জিম্বাবুইয়ানরা।

টসে জিতে ফিল্ডিং নিয়েই সমস্যার শুরু জিম্বাবুয়ের। উদ্বোধনী জুটিতে ১৬৮ রান তুলে দুই ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস ও কাইরেন পাওয়েল প্রমাণ করেন টস জিতে জিম্বাবুয়ের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল। চার্লসের ব্যাট থেকে আসে ১৩০ রান; পাওয়েলের ৭৯। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ড্যারেন ব্রাভোর সংগ্রহ হার-না-মানা ১০০। উদ্বোধনী জুটিতে ১৬৮ রান আসার পর দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৮০। ব্রাভো সেঞ্চুরির পথে দ্বিতীয় উইকেটে চার্লসের সঙ্গে ৮০ রান তো যোগ করেনই, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটে যথাক্রমে আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো ও রামনরেশ সারোয়ানকে সঙ্গে নিয়ে যোগ করেন ১৮, ৩৬ ও ৩৫ রান। দুই ব্যাটসম্যানের শতরান ও আরেকজনের বড়সড় ফিফটিতে জিম্বাবুয়ের দুর্বল বোলিংকে ছত্রখান করে দিয়ে ক্যারিবীয়রা স্কোরবোর্ডে জমা করে ৩৩৭ রান।
জিম্বাবুয়ের পক্ষে ৮৩ রান দিয়ে ২ উইকেট নেন ক্রিস্টোফার এমপফু। এ ছাড়া কাইল জার্ভিস ও নাৎসাই মুশাংওয়ে একটি করে উইকেট তুলে নেন।
৩৩৭ রানের জবাব দিতে নেমে প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ক্রেইগ অরভিন ও ম্যালকম ওয়ালারের ব্যাট থেকে যথাক্রমে ৪১ ও ৫১ রান না এলে জিম্বাবুইয়ানদের হয়তো লজ্জায় মুখ লুকাতে হতো। শেষের দিকে প্রসপার উতসেয়া ও মুশাংওয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলে ওয়েস্ট ইন্ডিজের জয়কেই কেবল কিছুটা বিলম্বিত করেছেন। উতসেয়া ১৮ ও মুশাংওয়ে ১৪ রান করেন।
জিম্বাবুয়েকে লড়াই থেকে ছিটকে দেন লেগ স্পিনার সুনীল নারাইন। ১৮ রানে তাঁর সংগ্রহ ৩ উইকেট। কেমার রোচ ও টিনো বেস্ট নেন একটি করে উইকেট। ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল তুলে নেন দুটি করে।
রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একই মাঠে মুখোমুখি হবে এই দুই দল।

Posted in খেলাধুলা | Leave a comment

বিনিয়োগের প্রতিশ্র“তি রাখতে ব্যর্থ ৩ ব্যাংক

wewb‡qv‡Mi cÖwZkÖ“wZ ivL‡Z e¨_© 3 e¨vsKঢাকা: নির্ধারিত সময়ের মধ্যে পুঁজিবাজার স্থিতিশীলতার লক্ষ্যে পূর্বঘোষিত বিনিয়োগের সম্পূর্ণ অর্থ বিনিয়োগে ব্যর্থ হয়েছে ৩ ব্যাংক। শুধুমাত্র ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংকই (এনসিসিবি) পূর্বঘোষিত অর্থ নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগে সক্ষম হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিনিয়োগে ব্যর্থ ব্যাংকগুলো হল- স্ট্যান্ডার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং পূবালী ব্যাংক। এ তিন ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগের লক্ষমাত্রা ছিল ৯শ’ কোটি টাকা।
গত ৭ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পরিচালক মো. মনসুর রহমান স্বাক্ষরিত এক জারিকৃত আদেশে বলা হয়, ‘গত বছরের ২৪ জুলাই চার ব্যাংকের ১ হাজার কোটি টাকা পূর্বঘোষিত বিনিয়োগ সম্পন্ন করে সাত কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন কমিশনে দাখিল করার নির্দেশ দেয়া হয়। কিন্তু ৬ মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও ব্যাংকগুলোর বিনিয়োগ সংক্রান্ত কোন তথ্য কমিশন হাতে পায়নি। ফলে বিনিয়োগ সংক্রান্ত একটি কমপ্লায়েন্স রিপোর্ট ১৪ জানুয়ারির মধ্যে কমিশনে দাখিলে জন্য নির্দেশ দেয়া হলো।’
ওই আদেশের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যেই ব্যাংকগুলো নির্ধিারিত সময়ের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত তথ্য বিএসইসিতে জমা দিয়েছে। ওই দাখিলকৃত তথ্য সূত্রেই জানা গেছে পূর্বঘোষিত বিনিয়োগের সম্পূর্ণ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগে ব্যর্থ হয়েছে ওই ৩ ব্যাংক।
সূত্রে জানা গেছে, পুঁজিবাজার স্থিতিশীলতার লক্ষে ডিএসইর গঠিত সমন্বয়ক কমিটির আহ্বায়ক ও এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিনের স্ট্যান্ডার্ড ব্যাংক কি পরিমাণ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করেছে তা এখনও স্পষ্ট নয়। ব্যাংকটি এ সংক্রান্ত বিষয়ে বিএসইসিকে চিঠি পাঠালেও পোর্টফলিওর অবস্থা সম্পর্কে কিছুই জানায়নি।
বিএসইসির কাছে পাঠানো স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এসএ ফারুকী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারে দরপতন রোধ ও স্তিতিশীরতা আনয়নের লক্ষে গত বছরের জুলাই মাসে ১০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্র নির্ধারণ করে, যা পরবর্তী সময়ে সংবাদপত্রে প্রকাশিত হয়। বাজার পরিস্থিতি পর্যলোচনা করে ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড বিনিয়োগ করে যাচ্ছে।
ওই চিঠিতে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আমাদের লক্ষমাত্র ১০০ কোটি টাকার আবশিষ্ট অর্থ বিনিয়োগ করতে সক্ষম হবো না। তাই স্ট্যান্ডর্ড ব্যাংকের পূর্ব ঘোষিত অর্থ বিনিয়োগের জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়ানোর আবেদন জানাচ্ছি।
বিএসইসির কাছে পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিএফও সাইদ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ৯ জানুয়ারি পর্যন্ত পূবালী ব্যাংক ৪৩১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার ক্রয় করে। আশাকরি শিগগিরই ঘোষিত ৫০০ কোটি টাকার অবিশিষ্ট ৬৮ কোটি টাকা বিনিয়োগ শেষ করা যাবে।
এদিকে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক নেয়াজ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত বছরের ২৩ জুলাই ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সভায় পুঁজিবাজারে তারল্য সংকট মোকাবেলায় এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নতুন করে ৩শ’ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল ব্যাংক। ওই টাকা আগামী ৬ মাসের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে বলে জানানো হয় বিএসইসিকে।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত ওই ঘোষণার বিপরীতে ন্যাশনাল ব্যাংক ৬৩ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৫শ’ টাকা বিনিয়োগ করে। অবশিষ্ট ২৩৬ কোটি টাকা বিনিয়োগের প্রচেষ্টা চলছে।
আর ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংকের (এনসিসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, গত ৭ জানুয়ারি বিএসইসির প্রেরিত চিঠির প্রেক্ষিতে এনসিসি ব্যাংক ধারাবাহিকভাবে ক্রয় প্রক্রিয়ায় পূর্ব ঘোষিত ১০০ কোটি টাকা বিনিয়োগ গত বছরের ১৯ জুলাই থেকে ২৫ সেপ্টম্বরের মধ্যে সম্পন্ন করেছে।
প্রসঙ্গত, এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানির এ ধরনের বিনিয়োগের তথ্য মূল্য সংবেদনশীল তথ্যের আওতায় পড়ে। নিয়মানুযায়ী এসব সিদ্ধান্ত হওয়ার ৩০ মিনিটের মধ্যে অবশ্যই তা ডিএসই, সিএসই ও এসইসিকে জানানো এবং ডিএসইর ওয়েবসাইটেও এসব তথ্য প্রকাশেরও বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ওই ব্যাধ্যবাধকতা তোয়াক্কা না করে জাতীয় দৈনিকে বিনিয়োগের ঘোষণার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে ব্যাংকগুলো।
ওই চার ব্যাংকের মধ্যে এনসিসি ও স্ট্যান্ডার্ড ব্যাংক ১০০ কোটি করে মোট ২০০ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৩০০ কোটি টাকা ও পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয়।

Posted in ব্যবসা-অর্থনীতি | Leave a comment

হরতালেও আগামীকালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে হবে ; ঢাকা শিক্ষাবোর্ড

mehহরতালেও আগামীকালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ড।

রাজধানীসহ সারাদেশে ব্যাপক সংঘাত সহিংসতার পর ‘কর্মসূচিতে বাধা’ অভিযোগে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা ডেকেছে ইসলামী ও সমমনা ১২ দল। ওইদিন এসএসসিতে রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগের পরীক্ষা রয়েছে।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

শুক্রবারের সহিংসতার জন্য সরকারই দায়ী’

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, যারা নবী রাসূলকে অবমাননা করে কটাক্ষ করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে শুক্রবার
অপ্রীতিকর এসব ঘটনা ঘটতো না। ওইদিনের ঘটনার জন্য সরকারকেই দায় নিতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মাহমুদুর রহমান, আসিফ নজরুল, পিয়াস করিম হত্যার প্রতিবাদে প্রতীকি অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। জিয়া পরিষদ এ প্রতীকি অবস্থান কর্মসূচির আয়োজন করে।

গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে তিনি বলেন, যারা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করে না, যারা সংবাদ কর্মীদের হুমকি দেয় তারা জাতীয় শত্রু।

তিনি তরুণ প্রজন্মকে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

Posted in রাজনীতি | Leave a comment

রাজধানীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথে হামলা

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে অবস্থিত ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ ভাংচুর করেছে কতিপয় সন্ত্রাসী। তারা দুপুর ১টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের নিচতলায় অবস্থিত ইসলামী ব্যংকের বুথে ঢুকে ভাংচুর চালায়।

হামলকারীরা হামলার সময় টাকা পয়সা লুটপাট করেছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায় নি।

Posted in ইসলাম | Leave a comment

‘জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত হাইকোর্টে রিটের শুনানির পর’

ঢাকা: আইনমস্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, হাইকোর্টে দায়ের করা রিটের শুনানির পরই জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। শনিবার সকালে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন আয়োজিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যে সংগঠন সন্ত্রাস করতে পবিত্র মসজিদকে ব্যবহার করে, সাধারণ মানুষের ওপর হামলা চালায়, জাতীয় পতাকার অবমাননা করে, তাদের গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।

এ সময় জামায়াতের রাজনীতি বন্ধে আইনি প্রক্রিয়াগুলো সরকার খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

তিনি বলেন, মসজিদকে যারা রাজনৈতিক কাজে ব্যবহার করছে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি  বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম যারা ইসলামের নামে অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি করছে তারা জনগণের শত্রু। জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

তিনি বলেন, আমাদের সংবিধানে রাজনীতি করার অধিকার সবারই আছে। তবে অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি করার অধিকার কারো নেই। যারা ধর্মের নামে অরাজকতা করছে তারা সবার শত্রু।

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আছে তারা দেখবে। তারা যে রায় দেবে আমরা তাই মেনে নেবো।

তিনি রেজিস্ট্রারদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সরাফত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যারা ৭১’ এ স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই আজ দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, ভাষা আন্দোলনের এ মাসে এটাই হোক আমাদের অঙ্গীকার।

রেজিস্ট্রারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি জানি আপনারা যোগ্যতা দক্ষতা ও সততার সঙ্গে সঠিকভাবে কাজ করছেন। তবে আপনাদের মাঝে কিছু অসাধু কর্মকর্তার কারণে বদনাম প্রচার হচ্ছে। মুষ্টিমেয় কয়েকজন কর্মকর্তার কারণে বদনাম হতে দেয়া যাবে না।

Posted in রাজনীতি | Leave a comment

মাহমুদুর রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

gvngy`yi ingv‡bi wei“‡× kvnevM _vbvq gvgjvঢাকা: আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রমহানের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অপপ্রচার ও মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে থানা পুলিশ বাদি হয়ে তার বিরুদ্দে এই মামলা দায়ের করেছেন।

মহানবীর (স.) অবমাননার প্রতিবাদে শুক্রবার রাজধানীসহ সরাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী সমমনা ১২ দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর শুক্রবার সন্ধ্যায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে ২৪ ঘন্টার মধ্যে মাহমুদুর রহমানকে গ্রেফতার করার দাবি জানানো হয়।
এই দাবির পর ১২ ঘন্টা যেতে না যেতেই এই মামলা দায়ের করা হলো।

Posted in জাতীয় | Leave a comment

আপিলে লড়বেন ব্যারিস্টার আমীর

Avwc‡j jo‡eb e¨vwi÷vi Avgxiঢাকা: কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে চলতি সপ্তাহেই আপিল করতে যাচ্ছে সরকার। আর রাষ্ট্রপক্ষকে এ আপিলের শুনানিতে সহযোগিতা করবেন দেশের প্রবীণ আইনজ্ঞ ব্যারিস্টার আমীরুল ইসলাম।

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, ‘‘ব্যারিস্টার আমীরুলকে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। তিনি এতে রাজিও হয়েছেন। বলেছেন, তাকে আলাদাভাবে নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। তিনি আপিল শুনানি রাষ্ট্রপক্ষের হয়ে আইনি লড়াই করবেন।’’
চলতি সপ্তাহেই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও নিশ্চিত করেছেন রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা।
এ বিষয়ে তিনি বলেন, ‘‘কাদের মোল্লার বিরুদ্ধে আপিলের কাগজপত্র তৈরি কাজ করে যাচ্ছি আমরা। আশা করছি, চলতি সপ্তাহেই আপিল করতে পারব।’’
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে গত ৫ ফেব্র“য়ারি তাকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তবে ট্রাইব্যুনাল তাকে ৫টি অপরাধে দায়ী করলেও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দ-াদেশ না দেওয়ায় এবং একটি অপরাধের অভিযোগ থেকে খালাস দেওয়ায় সাজা বাড়ানোর লক্ষ্যে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন রাষ্ট্রপক্ষ।
গত ১৯ ফেব্র“য়ারি আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সমন্বয়কারী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানিয়েছিলেন, আগামী (চলতি) সপ্তাহে রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার।
কাদের মোল্লার বিরুদ্ধে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, ছাত্র ও আইনজীবীসহ আরো অনেককে হত্যার মোট ৬টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে ৫টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল এসব অপরাধের দুইটিতে তাকে যাবজ্জীবন কারদ- ও তিনটি অপরাধে ১৫ বছরের সাজা দেন। তবে ট্রাইব্যুনাল তার রায়ে বলেন, ঘটনা ঘটলেও ৪ নম্বর অভিযোগ কেরাণীগঞ্জের ঘাটারচর গণহত্যার অভিযোগের সঙ্গে কাদের মোল্লার সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেননি রাষ্ট্রপক্ষ। তাই তাকে এ অভিযোগ থেকে খালাস দেন ট্রাইব্যুনাল।
তবে ইতিপূর্বে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের বিধান ছিল না। শুধু যে কোনো খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতেন প্রসিকিউশন।
আইনের এ অসামঞ্জস্যতা দূর করতে গত ১৭ ফেব্র“য়ারি জাতীয় সংসদে পাস করা হয় ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩’। এর ফলে বাদী-বিবাদী ছাড়াও সরকারও রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। ১৮ ফেব্র“য়ারি রাষ্ট্রপতি এ বিলের অনুমোদন দেওয়ায় তা আইনে পরিণত হয়েছে।
কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে সরকারের এখন আপিল করতে বাধা নেই বলে উল্লেখ করে এম কে রহমান জানিয়েছেন, ‘‘আইন অনুসারে রায়ের পরে এক মাস অর্থাৎ আগামী ৫ মার্চের মধ্যে আপিল করতে হবে। তার অনেক আগেই চলতি সপ্তাহে আপিল করা হবে।’’

Posted in ইসলাম | Leave a comment

রাবিতে নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ-ভাংচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে বঞ্চিত এলাকাবাসী প্রশাসনিক ভবন থেকে কর্মচারীদের বের করে উপ-উপাচার্যের দপ্তরে তালা লাগিয়ে দিয়েছে। এর আগে তারা ওই দপ্তরে ভাংচুর চালায় বলে জানা গেছে।

শনিবার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতা আলাউদ্দিন এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শরীফের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগকৃত ২৫১ জনের মধ্যে স্থানীয় ও দলীয়কোটা পূরণের পরিবর্তে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পেয়েছে। ফলে বঞ্চিত এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠে।

শনিবার সকালে অফিস খোলার আগেই নিয়োগ বঞ্চিত ও বিক্ষুব্ধ এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের আশপাশে অবস্থান নেয়।

সকাল ৮টার দিকে প্রশাসন ভবন খোলার পরপরই তারা উপ-উপাচার্যের দপ্তরে হামলা চালিয়ে জানালার কাঁচ ও আসবাবপত্র ভাংচুর করে।

একপর্যায়ে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud