পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৭৫ এর ষড়যন্ত্রে জিয়া যে জড়িত তাতে সন্দেহ নাই : শেখ হাসিনা

Posted on August 1, 2017 | in জাতীয়, রাজনীতি | by

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫’এর ষড়যন্ত্র মোশতাকের সঙ্গে জিয়া জড়িত ছিল এতে কোন সন্দেহ নেই। মঙ্গলবার বিকেলে শোকের মাস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের ক্ষমতায় বসিয়ে জিয়া শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘পাকিস্তানের শত্রুরা যেটা পারে নাই। আর ঘরের আপনজন হয়ে দিন রাত যারা ঘোরাঘুরি করতো তারাই বেঈমানি করলো আর এমন একটি হত্যাকাণ্ড একইসাথে তিনটি বাড়িতে ঘটালো। সংবিধান লঙ্ঘন করেই মোশতাক নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলো। আর প্রেসিডেন্ট হয়েই জিয়াউর রহমানকে সেনা প্রধান নিযুক্ত করলো। মোশতাকের এই ষড়যন্ত্রের জিয়া যে একইভাবে জড়িত এতে আর কোন সন্দেহ থাকে না।’

সেদিনের ঘটনা সম্পর্কে শেখ হাসিনা আরো বলেন, ‘কারফিউ দেয়া হয়েছিলো, বেশি লোক ঢুকতে দেয়নি। তারা জোর করেই তাকে গোসল দিয়েছিলেন সেই তিব্বত ৫৭০ সাবান দিয়ে। কাফনের কাপড় কেনারও সুযোগ ছিলো না। তিনি রিলিফের কাপড় দিয়ে, যে কাপড় গরীব দুঃখী মা-বোনকে দিতেন সেই কাপড়, ওখানে রেড ক্রিসেন্টের একটা হাসপাতাল ছিলো সেখান থেকে কাপড় এনে সেই কাপড়ের পাড় ছিড়ে তা দিয়েই কিন্তু বঙ্গবন্ধুকে দাফন করা হয়েছিলো। তার রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো তখনই যখন এই বাংলাদেশ থেকে দুঃখ দারিদ্র দূর করে প্রতিটি মানুষের জীবনকে আমরা অর্থবহ করতে পারবো।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud