পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৩৮ বিসিএসের সার্কুলার প্রকাশ

Posted on June 21, 2017 | in শিক্ষা ও সংস্কৃতি | by

সরকারি কর্মকমিশন (পিএসসি) গত কাল কমিশনের বৈঠক শেষে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১০ জুলাই থেকে শুরু হবে ৩৮তম বিসিএসের আবেদন। পিএসসি থেকে বলা হয়েছে  যে ,এবারের ৩৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রায় দুই হাজার ২৪ জন নিয়োগ পাবেন।

আটত্রিশতম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ ও পুলিশ ক্যাডারে ১০০ জন, স্বাস্থ্য ক্যাডারে ২২৫, কৃষি ক্যাডারে ১৯১, শিক্ষা ক্যাডারের অধীনে সরকারি সাধারণ কলেজগুলোতে ৮৩৯ জনসহ বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

তবে এই পদ সংখ্যা পরবর্তীতে আরো বাড়তে পারে।
প্রার্থীরা ১০ জুলাই থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ আগস্ট। আবেদনের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে।

পিএসসির পিআরও জানান, এ বছর ইংরেজি ও বাংলা-উভয় মাধ্যমে পরীক্ষা দেওয়া যাবে। আগামী এই বিসিএস পরীক্ষায় ২০০ নম্বরের বাংলাদেশের ইতিহাস থেকে ৫০ নম্বর কমিয়ে আনা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত করে ৫০ নম্বর নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud