পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হলিউডের ওয়েব ছবিতে শিনা চৌহান

Posted on July 9, 2017 | in বিনোদন | by

বিনোদন ডেস্ক : ‘বিপিএল’খ্যাত ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান সাংবাদিকতায় এসেছেন! বাংলা ট্রিবিউনকে বিশেষভাবে নতুন খবরটা দিলেন তিনি। তবে বাস্তবে নয়, শিক্ষা বিষয়ক হলিউডের একটি কমেডি-ওয়েব ছবিতে তাকে দেখা যাচ্ছে সাংবাদিক চরিত্রে। এতে তার সহশিল্পী হলিউডের জনপ্রিয় কমেডিয়ান জিম মেসকিমেন।

শুক্রবার (৭ জুলাই) এই প্রতিবেদকের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করেছেন শিনা। তিনি জানান, ‘অভিধানের কিছু শব্দ অনেকেরই বোধগম্য নয়, মূলত সেগুলোর ওপরই গুরুত্বারোপ করা হয়েছে এ ছবিতে। ভালোভাবে শিক্ষিত হতে হলে এসব শব্দ জানা সবার ক্ষেত্রেই জরুরি। কিন্তু স্কুলে এগুলো পড়ানো হয় না বললেই চলে।’

৫ জুলাই অন্তর্জালে মুক্তি পাওয়া এই কমেডি-ওয়েব ছবিটি প্রসঙ্গে শিনার বিশ্বাস, ‘এটি একই সঙ্গে মজার ও শিক্ষামূলক মনে হবে দর্শকদের। আমার আশা, শিক্ষা বিষয়ক ছবিটি দেখলেবাংলাদেশের সব দর্শক শিক্ষাক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসতে উদ্বুদ্ধ হবেন।’
‘ওয়ার্ডস’ ছবিতে কাজ করে কেমন লেগেছে জানতে চাইলে শিনা বলেন, ‘আমি খুব খুশি। কারণ শিক্ষা বিষয়টি আমার খুব পছন্দের। শেখানোর মাধ্যমে সবকিছুই সম্ভব। আর এ ছবিতে শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। ছবিটি দেখলে সবাই এর সঙ্গে সহজে সম্পৃক্ত হতে পারবেন। শিক্ষার মানবাধিকার নিয়ে কাজ করে আমার জীবন বদলে গেছে।  সেজন্যই এ ছবিতে কাজ করতে পেরে আমি দারুণ আনন্দিত। কারণ শিক্ষা অন্যদের অধিকার সম্পর্কে সচেতন করে।’

সহশিল্পী জিম মেসকিমেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে শিনা বলেন, ‘জিম হলিউডের শীর্ষ কমেডিয়ানদের একজন। তার সঙ্গে অভিনয় করাটা ছিল দারুণ ব্যাপার। জিমের কাছ থেকে কমেডি সম্পর্কে অনেক কিছু শিখেছি।’

‘ওয়ার্ডস’-এ কাজ করতে উদ্বুদ্ধ হওয়া প্রসঙ্গে বলেন, ‘শিক্ষা যে সবার জীবনে গুরুত্বপূর্ণ, এ ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা সেটাই। চমৎকার বিষয় হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে অনেক পদক্ষেপ নিয়েছেন। এর ফলে তারা মেধা অনুযায়ী লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। সারাবিশ্বেই শিক্ষা ছাড়া অন্য কোনোকিছু কাজে লাগে না। পড়াশোনার ক্ষেত্রে তিন ধরনের বাধার মুখে পড়তে হয় মানুষকে। সেগুলোর একটিকে উপজীব্য করে সাজানো হয়েছে এ ছবি। এটাই ছবিটিতে কাজ করার মূল অনুপ্রেরণা।’
সম্প্রতি হলিউড থেকে মুম্বাইয়ে ফিরেছেন শিনা। তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছেন। শিক্ষা, সমতাসহ মানবাধিকার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন প্রচারণায় অংশ নেন ২৯ বছর বয়সী এই সুন্দরী।

এদিকে বিপিএল-এর আগামী আসরও উপস্থাপনা করবেন কিনা জানতে চাইলে শিনা চৌহান বলেন, ‘বিপিএল হলো ক্রিকেট নিয়ে বিশ্বের অন্যতম চমৎকার আয়োজন। এমন ভক্ত আর কোথায় আছে? খেলাধুলার জন্য এমন আবেগই বা দেখা যায় আর কোথায়? আর বাংলাদেশি মানুষের আতিথেয়তার তুলনা হয় না। তাই প্রতিবারই ঢাকায় গেলে মনে হয় নিজের বাড়িতে এসেছি! জানি না আগামী আসর উপস্থাপনার সুযোগ পাবো কিনা। কারণ এখনও প্রস্তাব পাইনি। তবে আমাকে আবার এ দায়িত্ব দেওয়া হলে দারুণ লাগবে।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud