পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সস্তায় ছোট্ট পিসি স্টিক আনছে আসুস

Posted on September 6, 2015 | in তথ্যপ্রযুক্তি | by

মাত্র ১২৯ ডলারে (বাংলাদেশী টাকায় ১০ হাজারের একটু বেশি) পিসি (পার্সোনাল কম্পিউটার) স্টিক আনছে আসুস, যা আকারেও হবে সবচেয়ে ছোট। ভিভোস্টিক নামের ওই স্টিকে থাকবে উইন্ডোজ-১০ ভার্সন চালানোরও সুবিধা।Breakfast-News--thereport24.com
পকেটে বহনযোগ্য এই এইচডিএমআই (হাই-ডেভিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস) পিসি স্টিকটি কোনো টিভি বা সামঞ্জস্যপূর্ণ মনিটরে সংযোগ দিলেই একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের কাজ করবে। ছোট্ট এ স্টিকে যেমন থাকছে ২ জিবি (গিগাবাইট) র‌্যাম (র‌্যানডম অ্যাক্সেস মেমোরি) তেমনি থাকছে ৩২ জিবি ডাটা সংরক্ষণের ক্ষমতা। পাশাপাশি থাকছে দুটি ইউএসবি (ইউনিভার্সাল সিরিয়াল বাস) পোর্ট এবং হেডফোন ব্যবহারের সুবিধা।
৭০ গ্রাম ওজনের এই স্টিকের দৈর্ঘ্য হবে মাত্র ১৩৮ মিলিমিটার, প্রস্থ হবে ৩৪ মিলিমিটার এবং উচ্চতা হবে ১৫ মিলিমিটার। ব্লুটুথ-৪ এর সুবিধাসম্পন্ন এই স্টিকে থাকছে ১১এন ওয়াই-ফাই সুবিধা। আসুস এসব তথ্য প্রকাশ করলেও স্টিকটি কবে নাগাদ বাজারে আসছে সে সম্পর্কে কিছু জানায়নি। সূত্র : দ্য ভার্জ ডটকম।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud