পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সংকট উত্তরণে দু’নেত্রীর সংলাপের বিকল্প নেই : এরশাদ

Posted on May 25, 2013 | in Uncategorized | by

Earshad-72

আল-আমিন আনাম: দেশে চলমান ভয়াবহ সংকট থেকে উত্তরণে দুই নেত্রীর মধ্যে সংলাপের বিকল্প নেই বলে উল্লেখ কলেছেন সা‡বক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনের মাধ্যমেই করতে হবেও জানান তিনি।
শনিবার দুপুরে জাতীয় পার্টির রাজধানীর বনানীস্থ কার্যালয়ে ইয়ুথ বুদ্ধিস্ট ইউথ ফেস্টিভাল গ্র“প বাংলাদেশ এর সঙ্গে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

দেশে সংঘাতপূর্ণ রাজনৈতিক অবস্থা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে চিঠি লিখেছিলাম। কিন্তু তাদের কোন সাড়া দেখতে পাচ্ছি না।’

বাংলাদেশের মানুষ শান্তিতে নেই। একটি ফলপ্রসূ সংলাপ ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়।

এরশাদ বলেন, আমি নিজে দুই নেত্রীকে চিঠি দিয়ে সংলাপের আমন্ত্রণ জানিয়েছি। তাদের আহ্বান করেছি সংলাপে বসার জন্য। সংলাপ ছাড়া সংকট নিরসনের কোনো বিকল্প নাই।

তিনি বলেন, দেশের পরিস্থিতি খুবই খারাপ। ঢাকাসহ সব জায়গা চলাফেরার অনুপযোগী। এ ভাবে দেশ চলতে পারে না।

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রতি এরশাদ বলেন, আমি যখন ক্ষমতায় ছিলাম, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠন করেছিলাম। দেশের সব ধর্মের মানুষ সুখে-শান্তিতে ছিল। কিন্তু বর্তমানে রামুতে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুখজনক। আমি রামুতে যাইনি, কারণ এই চিত্র দেখার মত পরিবেশও ছিলো না।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মহাসবিচ রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, তাজুল ইসলাম চৌধুরী, এস এম ফয়সাল চিশতী, চেয়ারম্যানের উপদেষ্টা বাদল খন্দকার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud