পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান

Posted on September 19, 2015 | in শিক্ষা ও সংস্কৃতি | by

ঢাকা: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়টিকে সরকার গুরুত্ব দিয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মিন্টো রোডের নিজ বাসায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে শিক্ষা প্রসঙ্গে ও বিশ্ববিদ্যালয়েগুলোর সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি। শিক্ষকরা যে প্রস্তাব দিয়েছেন সরকার তাতে গুরুত্ব দিয়েছে। সমস্য সমাধানে কমিটি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর পদমর্যাদা এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন করে আসছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে সরকার বেতন বৈষম্য নিরসন জাতীয় কমিটি পুনর্গঠন করে। অর্থমন্ত্রীকে কমিটির প্রধান করে এই কমিটি গঠন করা হলে শিক্ষকরা তার বিরোধিতা করেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ ব্যাপারে স্যার নিজেই বলবেন, এটা আলোচনার বিষয় নয়।02_Nurul+Islam+Nahid_Hello_190415_0003

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud