পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজও যানজট

Posted on September 20, 2015 | in জাতীয় | by

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ রোববারও যানজট লেগেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে এ যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন শত শত গাড়ির যাত্রীরা। পুলিশ বলছে, পশুবোঝাই ট্রাকের চাপ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে যানজট বাড়ছে। এ ছাড়া কোরবানি ঈদকে সামনে রেখে সড়কে রয়েছে ঘরমুখো মানুষের চাপও।traffic-jam

ঘটনাস্থল থেকে প্রতিনিধি জানান, এ ২০ কিলোমিটার এলাকায় রাস্তার পাশে প্রায় ৮/৯টি ফিলিং স্টেশন আছে। হোটেলের সংখ্যাও অনেক। যানবাহনগুলো এসব জায়গায় ঢোকা ও বের হওয়ার সময়ও যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাগামী গাড়িগুলো যানজটে থেমে আছে। আর ঢাকা থেকে চন্দ্রার দিকে থেমে থেমে গাড়ি যাচ্ছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেনের জানান, পুলিশ যানজট নিরসনে কাজ করছে। গতকাল শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এবং এর আশপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এর রেশ চলে প্রায় সারা দিন। আজও ভোর থেকেই শুরু হয়েছে যানজট।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud