পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীতে আদা-রসুনের দাম কমেছে

Posted on December 5, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

স্টাফ রিপাের্টার : রাজধানীর খুচরা বাজারগুলোতে আদা ও রসুনের দাম কমেছে। পাশাপাশি কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম কমেছে। এছাড়া চালের দাম আগের সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে। তবে অন্যান্য মুদি পণ্যের দামের তেমন কোনো পরিবর্তন নেই। শুক্রবার রাজধানীর শান্তিনগর, কমলাপুর কালোনি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি রসুন ৯০ টাকায় বিক্রি হচ্ছে; যা আগের সপ্তাহে ১০০ টাকায় বিক্রি হয়। এছাড়া একদানা রসুন ১৫০-১৫৫ টাকা, চায়না রসুন ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।
05-12-14-Kaptan Bazar-7
দেশি আদা ১৪০-১৫০ টাকা থেকে কমে ১২০-১২৫ টাকা এবং চায়না আদা ২০০-২২০ টাকা থেকে ১৭০-১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে নতুন উঠা পাতা পেঁয়াজ প্রতিকেজি ৩০-৩২ টাকা, দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহ ব্যবধানে বেগুন কাঁচামরিচ, সিম, ফুলকপি, বাঁধকপি, মুলাসহ বেশির ভাগ সবজির দাম কমেছে। বাজারে প্রতিকেজি বেগুন ৩০-৪০ টাকা, তাল বেগুন ৫০-৬০ টাকা, সিম ৩০ টাকা, কাঁচা টমেটো ৫০-৫৫ টাকা, পাকা টমেটো ৮০-৯০ টাকা, গাজর ৪০-৫০ টাকা, পটল ৪০ টাকা, মুলা ১৫-২০ টাকা, শসা ৩০-৪০ টাকা, ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৪০-৪০ টাকা, কচুর লতি ৪০ টাকা, কচুর মুখি ৪০ টাকা, পেঁপে ১৫ টাকা, আলু ২০-২২ টাকা, নতুন আলু ৪০-৫০ টাকা ও ধুন্দল ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শান্তিনগর বাজারের ক্রেতা নজরুল ইসলাম বলেন, বাজারে প্রচুর শীতকালীন সবাজি উঠেছে। গত সপ্তাহের তুলায় সবজির দাম কিছুটা কমেছে। দাম কমে যাওয়ায় ক্রেতার মাঝে স্বস্তি এসেছে। বিক্রেতারা লাউ প্রতিটি আকার ভেদে ৩০-৪০ টাকা, সবুজ শাক আটি ৫ টাকা, লাউ শাক ২০-২৫ টাকা, লাল শাক ৫ টাকা, মুলা শাক ৫ টাকা, পুঁইশাক ১৫-২০ টাকা, কলমি শাক ৫ টাকা ও ধনে পাতা (১০০ গ্রাম) ১০ টাকা, প্রতি হালি লেবু ২০-২৫ টাকা ও কাঁচাকলা হালি ২০-২৫ টাকায় বিক্রি করছেন। প্রতিকেজি খোলা চিনি ৪৬-৪৭ টাকা, প্যাকেট চিনি ৫০ টাকা, আটা ৩২ টাকা এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৯০-১০০ দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফার্মের মুরগির লাল ডিম ৩০ টাকা, হাঁসের ডিম ৪০ টাকা, দেশি মুরগির ডিম ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে।

এদিকে মাংসের বাজারে ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি ৫ টাকা কমে ১২০-১২৫ টাকা, লেয়ার মুরগি ১৫০-১৫৫ টাকা, গরুর মাংস ৩০০ টাকা এবং খাসির মাংস ৪৮০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি রুই ২২০-২৬০ টাকা, কাতল ২৩০-৪০০ টাকা, তেলাপিয়া ১২০-২০০, চাষের কৈ ২২০-২৮০ টাকা, পোয়া ৫০০-৫৫০ টাকা, মলা ৪০০-৪৫০ টাকা, চিংড়ি ৫৫০-৮০০ টাকা, শিং মাছ ৫৫০-৭০০ টাকা, দেশি মাগুর ৬০০-৮০০ টাকা ও আকারভেদে ইলিশ প্রতিজোড়া ৮০০-১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া চালের দাম আগের সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি মোটা চাল ৩৭-৩৮ টাকা, স্বর্ণা ৩৭-৩৮, বিআর-আটাশ ৪২-৪৪ টাকা, বিআর-ঊনত্রিশ ৪০-৪২ টাকা, পারিজা চাল ৪০-৪১ টাকা, মিনিকেট ৪৮-৫০ এবং নাজিরশাইল ৫২-৫৬ টাকায় বিক্রি হচ্ছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud