পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘ভিসা মুক্ত প্রবেশাধিকার পেলে লাভবান হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা’

Posted on July 15, 2017 | in জাতীয়, ব্যবসা-অর্থনীতি | by

ডেস্ক রিপোর্ট : মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভিসা মুক্ত প্রবেশাধিকার পেলে বর্তমান বিনিয়োগ বান্ধব পরিবেশ কাজে লাগিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে বলে মনে করেন দু’দেশের ব্যবসায়ীরা। সফরকারী শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সংলাপে দু’দেশের ব্যবসায়ীরা এমন মন্তব্য করেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এবং চুক্তির কাজ সেরেছেন সফরের দ্বিতীয় দিনেই। শেষ দিনের সকালে ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সংলাপে সিরিসেনার উপস্থিতিতেই, তাই উঠে আসে আগের দিনই দু’দেশের রাষ্ট্র প্রধানদের বৈঠকে সম্পন্ন হওয়া ১টি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারকের বিষয়টি। দু’দেশের বিপুল যে সম্ভাবনা, তাকে কাজে লাগিয়ে যৌথ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলেও মনে করেন আলোচকরা।

এক বক্তা বলেন, ‘‘আমরা দুই দেশ পরস্পরের মধ্যে যে পরিমাণ বাণিজ্য করি, তা আমাদের দু’পক্ষেরই সক্ষমতার তুলনায় খুবই কম। নতুন করে এখন সম্ভাবনা তৈরি হয়েছে।’’

অপর এক বক্তা বলেন, ‘‘এখন পর্যন্ত বাংলাদেশে ব্যবসা করতে এসে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছি। নতুন করে দুদেশের সরকার যে চুক্তিগুলো করতে যাচ্ছে, তা কার্যকর করা গেলে বিনিয়োগে গতি আসবে।’’

আরেক বক্তা বলেন,‘‘আমাদের এমন ভাবে বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে, যাতে দু’দেশের মধ্যে একটা উইন উইন পরিস্থিতি তৈরি হবে।’’

ব্যবসায়ীরা সমস্যা, সম্ভাবনার কথা যখন বলছেন, তখন সরকারি পর্যায়েও নিজেদের আন্তরিকতার কথা তুলে ধরেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা সময় আমাদের অর্থনীতি অন্ত:মুখী ছিলো। ২০১৫ সালের পর তা পাল্টেছে। এখন আমরা এটাকে প্রসারিত করতে চাই। কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা ফ্রি করা হলেও ব্যবসায়ী এবং পর্যটকদের জন্যও এ সুযোগ থাকা উচিত।’

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ বলেন, ‘‘সময় এখন এগিয়ে যাওয়ার। দুদেশের চেষ্টা এবং আন্তরিকতা থাকলে পারষ্পরিক অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব হবে। বাংলাদেশে বিনিয়োগে শ্রীলঙ্কার আগ্রহ প্রশংসনীয়।’’

প্রথমবারের মতো বাংলাদেশ কোন দেশের সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে, তা কার্যকর করা গেলে দ্বিপক্ষীয় অর্থনীতিই একটি ভারসাম্যপূর্ণ লাভের মুখ দেখবে বলে আলোচনায় উঠে আসে।

সূত্র : সময়টিভি অনলাইন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud