পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বোর্ডের সাথে কোন সমঝোতা ছাড়া কোন ছাড় না

Posted on July 9, 2017 | in ইসলাম | by

স্পোর্টস রিপোর্ট :এতদিন বেতন-ভাতা নিয়ে চলমান অচলাবস্থায় সরাসরি কথা বলেননি অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। বেশ কিছুদিন মার্কিন দেশে পরিবার নিয়ে ছিলেন অবকাশে। যদিও এসিএর গুরুত্বপূর্ণ সভায় না থেকেও ভিডিও কনফারেন্সে তাদের প্রতি একাত্মতা ঘোষণা করেছিলেন। সেই স্মিথই এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়েছেন সরব। জানিয়েছেন, লভ্যাংশ ভাগের বিষয়ে কোনভাবেই ছাড় দেবেন না তারা!

১ জুলাই থেকে বেকার বনে যাওয়া অসি ক্রিকেটারদেরই একজন অধিনায়ক স্টিভেন স্মিথ। এখনও নতুন সমঝোতা চুক্তি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ধর্মঘটে যাওয়া অসি ক্রিকেটারদের একটি শক্ত দাবি ছিল, বোর্ডের কাছ থেকে ক্রিকেটারদের জন্য লভ্যাংশ ভাগাভাগি। যার পেছনে যুক্তি ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন। যা নিয়ে ইন্সটাগ্রামে স্মিথ লিখেছেন এভাবেই, ‘ছেলেরা অনেক দিন ধরেই যা বলে আসছিল সেটা হলো- আমরা লভ্যাশং ভাগাভাগির অংশটি কোনভাবেই ছেড়ে দেবো না।’

অসিদের পেশাদার ক্রিকেটারদের সংগঠন এসিএ অনেক দিন ধরেই কিছু পরিবর্তন আনার কথা বলছে। ক্রিকেটারদের নিয়ে আগের সমঝোতা চুক্তি চান না তারা। সেই পরিবর্তনের পক্ষে কথা বলেছেন স্মিথও, ‘এসিএ বেশ কিছু পরিবর্তনের কথা বলেছে। যেখানে বর্তমান মডেলকে আরও উন্নত করতে চান তারা। আমরা সেই পরিবর্তনের পক্ষেই আছি। যাতে করে তৃণমূল পর্যায়ের ক্রিকেট আরও উগিয়ে যায়।’

ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে আরও যুক্তি আছে স্মিথের। তার মতে, ‘আমার ক্যারিয়ার থেকেই আমি দেখেছি – ২০১১ সালে যখন আমি বাদ পড়ি, তখন যদি ঘরোয়া ক্রিকেটে শক্ত কিছু করে না দেখাতাম; তাহলে আজকের অবস্থানে আমি থাকতে পারতাম না। নেতা হিসেবে ওয়ার্নার, মেগ ল্যানিং অ্যালেক্স ব্ল্যাকওয়েল এবং আমি যে কারণে লড়াই করছি- সেটা হলো ক্রিকেটারদের ন্যায্য পাওনা, যারা এই ক্রিকেটের সঙ্গেই সম্পৃক্ত।’

সমঝোতা চুক্তি নিয়ে বেশ কয়েকবারই আলোচনায় বসেছে দুই পক্ষ। যদিও কোনও ফল আসেনি। বলা হচ্ছে কালকে ফের আলোচনায় বসবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও এসিএ। ক্রিকেটডটকম ডটএইউ।
সূত্র : বাংরাট্রিবিউন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud