পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইউনেস্কো কিছু শর্ত দিয়েছে, সরকার সেগুলো পূরণ করবে: ওবায়দুল কাদের

Posted on July 9, 2017 | in জাতীয়, রাজনীতি | by

ডেস্ক রিপোর্ট :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রামপাল বিষয়ে সরকার কোনও মিথ্যাচার করছে না। ইউনেস্কো কিছু ছোট ছোট শর্ত দিয়েছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে সরকার সেগুলো পূরণ করবে। একেবারে নিষেধাজ্ঞা দিয়েছে- এটি সত্য নয়। বিএনপির অভ্যাসই হলো মিথ্যাচার ও কান্নাকাটি করা। তারা পুরনো সেই রেকর্ড বাজিয়েই চলেছে। আওয়ামী লীগ মিথ্যাচারের রাজনীতি করে না। যা প্রকাশ্য দিবালোকের মতো সত্য, সেই কথাটিই আমরা বলছি।’

রবিবার (৯ জুলাই) সকালে দলের খুলনা বিভাগীয় সমাবেশে যাওয়ার আগে যশোরের রাজারহাট মোড়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

সড়ক নির্মাণে দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, ‘করাপশান ইজ অ্যা ওয়ে অব লাইফ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড! দুর্নীতি ছিল, কিন্তু অনেক কমিয়েছি।’

তিনি নিজ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এখন টেন্ডার হয় ইলেক্ট্রনিক টেন্ডারের মাধ্যমে; সেকারণে এখানে টেম্পারিংয়ের কোনও সুযোগ নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমাদের প্রধানমন্ত্রী সৎ; তার সততার কারণে অনেক সেক্টরে দুর্নীতি কমানো হয়েছে। সেক্ষেত্রে এ ধরনের অভিযোগ অনেকটা অমূলক।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব পার্সেন্টেজ, কমিশন এবং প্রমোশনে কোনও অর্থ নেয় না। যদি কোনও মন্ত্রণালয়ের সচিব দুর্নীতিমুক্ত থাকেন, সেক্ষেত্রে ওই মন্ত্রণালয়ে দুর্নীতি অটোমেটিক্যালি ৫০ পার্সেন্ট কমে যায়।’

তিনি প্রশ্ন করেন, ‘দেশে পদ্মাসেতুর মতো মেগা প্রজেক্ট কিংবা মেট্রো রেলের প্রকল্প নিয়ে কই বিদেশিরা তো প্রশ্ন তুলছে না!’

বাংলাদেশের সড়কে বেশি অর্থ ব্যয় হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগের যে রাস্তা ছিল চার লেনের, এখন আলটিমেটলি তা হচ্ছে আট লেনের। এর সঙ্গে যুক্ত হয়েছে সার্ভিস লেন। বিদেশিরা আগের সেই চার লেনের রাস্তার হিসেব দিচ্ছে। আমরা তাদের এ বিষয়ে বুঝিয়েছি। তাছাড়া আমাদের দেশের মাটির অবস্থাটিও বিবেচনায় রাখতে হবে। অনেক নিচু জমি উঁচু করা লাগে।’

বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করে, তাদের কর্মীদের জন্যে কষ্ট হয় বলে। কিন্তু তারা তো আমাদের হাজার হাজার কর্মীকে হত্যা করে রক্ত স্রোত বইয়ে দিয়েছে। আমাদের কাঁদতে কাঁদতে এখন চোখের পানি শুকিয়ে গেছে।’

সূত্র : বাংরাট্রিবিউন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud