পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘বাজেট উন্নয়নমূলক হলেও এর বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ’

Posted on June 19, 2017 | in জতীয় সংসদ, ব্যবসা-অর্থনীতি | by

চার লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উন্নয়নমূলক হলেও এর বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বরাদ্দ যা ই থাক বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতেরও তাগিদ দেন তারা। নতুন ভ্যাট আইনে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনও কঠিন হবে বলে মত তাদের।

বৃহস্পতিবার সংসদে ৪ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বাজেট ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকা বেশি। রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা ধরা হয়েছে। আর এনবিআর যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা আগের অর্থবছরের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। নতুন ভ্যাট আইন কার্যকর করে এই লক্ষ্যমাত্রা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।

প্রায় সব মন্ত্রণালয় বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে। বরাদ্দ রাখা হয়েছে বড় প্রকল্প বাস্তবায়নে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud