পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশীসহ বিদেশী কর্মী নেয়া স্থগিত করল মালয়েশিয়া

Posted on February 19, 2016 | in জাতীয় | by

নিউজ ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের অন্যন্য দেশ থেকে কর্মী নেয়া স্থগিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নিতে সমঝোতা স্মারকে সই করার পরদিনই দেশটি এ সিদ্ধান্ত নিলো। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, শুক্রবার সেনাবাহিনীর একটি ক্যাম্পে এক বৈঠকের পর দেশটির উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি সব ‘সোর্স কান্ট্রি’ থেকে কর্মী নেয়া স্থগিত রাখার এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, বিদেশী কর্মীর চাহিদা নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, কতো শ্রমিক আমাদের প্রয়োজন সে বিষয়ে সরকার সন্তোষজনক তথ্য না পাওয়া পর্যন্ত বিদেশি কর্মী নেয়া স্থগিত থাকবে।

1455870161+Zahid
মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। দেশটিতে অন্তত ছয় লাখ বাংলাদেশী কর্মী বিভিন্ন পেশায় কাজ করছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে জি টু জি পদ্ধতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে চুক্তি করে মালয়েশিয়া। তবে চুক্তি অনুযায়ি খুব বেশি কর্মী পাঠানো যায়নি। পওে মালয়েশিয়া সরকার তাদের পাঁচটি থাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জিটুজি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নিতে রাজি হওয়ায় বুধবার ঢাকায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সমঝোতার খসড়া মন্ত্রীসভায় অনুমোদন হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud