পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফখরুলের গাড়িবহরে হামলা ঠিক হয়নি: কাদের

Posted on June 19, 2017 | in রাজনীতি | by

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে জড়িতদের চিহ্নিত করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাঙামাটি যাওয়ার পথে রোববার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফখরুলসহ বিএনপির প্রতিনিধি দলের গাড়িবহরে হামলা হয়। পরে সেখান থেকে চট্টগ্রামে ফিরে আসেন বিএনপি নেতারা।

দুপুরে ঢাকায় এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “বিষয়টি ঠিক হয়নি। যারাই করুক এটা অন্যায় হয়েছে। আমি আইজিপির সঙ্গে কথা বলেছি, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে বলেছি।”

বিমানবন্দর সড়কে র্যা ডিসন হোটেলের সামনের রাস্তায় যানবাহনের অতিরিক্ত ভাড়া, ফিটনেসবিহীন যানবাহন, হেলমেটবিহীন মটরসাইকেল আরোহী এবং মিটারবিহীন অটোরিকশার বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী কাদের।

‘নৌকা ডুবে গেছে’ বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “নৌকা স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক। নৌকা ডুবলে বাংলাদেশ ডুবে যাবে।

“নৌকা ডুববে না, বরং ধানের শীষ হচ্ছে বিষ, জনগণের বিষ।”

শনিবার এক ইফতার মাহফিলে বক্তব্য দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, সরকারের ব্যর্থতায় তাদের নির্বাচনী প্রতীক নৌকা ‘ডুবে গেছে’।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud