পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রধানমন্ত্রীর ঈদ আপ্যায়নের তালিকায় সেমাই, মিষ্টি, পিঠা, আম

Posted on June 26, 2017 | in জাতীয়, রাজনীতি, সারা দেশ | by

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের মতো এবারও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল সাড়ে ৯টার পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ অনুষ্ঠান শুরু হয়। সেখানে অতিথিদের আপ্যায়নের তালিকায় ছিল সেমাই, মিষ্টি, ফিরনি, আমসহ আরও নানা মুখরোচক খাবার।

জানা গেছে, সারা বছর গণভবনের দরজা সাধারণের জন্য বন্ধ থাকলেও ঈদের দিনে সেখানে থাকে না কোনো বিধিনিষেধ। আমন্ত্রণ না জানালেও গণভবনে সবাই থাকেন আমন্ত্রিত। এদিন সকাল থেকেই গণভবনে ফটকের সামনে তৈরি হয় ভেতরে যাওয়ার লাইন। এক পর্যায়ে ফটক খুলে দেওয়ার পর ভেতরে ঢুকে মানুষ।

ভেতরে সামিয়ানার মধ্যে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাতে থাকেন। আর তার সামনে দিয়ে সারি বেঁধে হেঁটে শুভেচ্ছা জানাতে থাকে জনতা। এই কাতারে ধনী, গরিব, দলের নেতা-কর্মী সবাই এক। প্রধানমন্ত্রীও হাসিমুখে ও হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছার জানান দেন। মাইকেও তিনি মাঝেমধ্যে কথা বলেন।

ঈদে প্রধানমন্ত্রী এবার পরেছেন সাদার ওপর সুতার কাজ করা দৃষ্টিনন্দন একটি তাঁতের শাড়ি। সাধারণের ভালবাসায় সিক্ত হতে প্রধানমন্ত্রীর এই আয়োজন থাকে দেড় ঘণ্টারও বেশি। এ সময় মঞ্চে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং দুই নাতিও উপস্থিত ছিল। পাশে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও।

গণভবনে আগত অতিথিদের আপ্যায়নে নানা ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা ছিল। যার যত খুশি খেয়ে রসনা বিলাস করেছেন। এসব খাবারের মধ্যে ঈদের সকালের প্রচলিত সেমাই, মিষ্টি, ফিরনির পাশাপাশি ছিল ভেজিটেবল রোল, চিকেন পেটিসও। জ্যৈষ্ঠ মাসের জনপ্রিয় ফল আমও বাদ পড়েনি প্রধানমন্ত্রীর আপ্যায়নে।

সাধারণের ঈদ আপ্যায়নে আসেন রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তারাও অংশ নেন। এই পর্ব শেষে বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনৈতিক এবং বিচারপতিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের নেতাদের মধ্যে দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, সাহারা খাতুন, আব্দুর রাজ্জাক, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ এই আয়োজনে অংশ নেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud