November 5, 2025
ঢাকা : উত্তর কোরিয়া তৃতীয় বারের মতো সফল পরমাণু পরীক্ষা চালিয়েছে। পরমাণু পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে পিয়ংইয়ং।
জাতিসংঘ এই পরমাণু পরীক্ষা চালানোর ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়ে এর নিন্দা করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ নিয়ে মঙ্গলবার নিউইয়র্কে জরুরি বৈঠক ডেকেছে। খবর আলজাজিরা, বিবিসি, রয়টার্স ও এএফপি।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, উত্তর কোরিয়ার এই পরমাণু পরীক্ষা চালানো জাতিসংঘ প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।
এর আগে দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়া তৃতীয় বারের মতো মঙ্গলবার পরমাণু পরীক্ষা চালিয়েছে। কোরীয় উপদ্বীপে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হওয়ার পর এমন ধারণা করে সিউল।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ার আশপাশের একাধিক দেশে যুক্তরাষ্ট্রের ভূ-তত্ত্ব জরিপ বিভাগ ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প রেকর্ড করার পর এমন ধারণা করে সিউল।
যুক্তরাষ্ট্রের ভূ-তত্ত্ব জরিপ বিভাগের মতে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনার এক কিলোমিটারের কাছে। পিয়ংইয়ংয়ের পরমাণু স্থাপনা ভূগর্ভে অবস্থিত।
সাংবাদিকদের দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সিওক জানান, এর আগে ২০০৬ ও ২০০৯ সালে উত্তর কোরিয়া যখন আরো দুটি পরমাণু পরীক্ষা চালায় তখনও অনুরূপ ভূমিকস্প হয়।
ভূমিকম্পের তথ্য-উপাত্তের বরাত দিয়ে কিম মিন জানান, ‘আমরা সন্দেহ করছি- উত্তর কোরিয়া তৃতীয় বারের মত পরমাণু পরীক্ষা চালিয়েছে।
তিনি আরো জানান, উত্তর কোরিয়ার এই পরমাণু পরীক্ষা চালানোর পরিকল্পনার বিষয়টি যুক্তরাষ্ট্র ও চীন জানতো।
দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, সোমবার উভয় কোরিয়ার রাজধানীতে সতর্ক অবস্থা জারি করা হয়।
কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়া তৃতীয় বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর ব্যাপারে হুঁশিয়ার করেছিল।