পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নির্বাচনি সংলাপ ও গ্রহণযোগ্য নির্বাচন ভাবনা

Posted on August 11, 2017 | in নির্বাচন কমিশন | by

মঞ্জুরুল আহসান খান : আসন্ন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করা এবং সকল নিবন্ধিত রাজনৈতিক দল যেন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে চলামন সংলাপ যেন নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে নেয়, সে অনুযায়ী তাদের কর্মকা- পরিচালিত করে সেটা আমরা প্রত্যাশা করি। কেবল সংলাপে বসলেই হলো না, এখানে যেন আন্তরিকতা থাকে। সবাইকে আন্তরিকভাবে সংলাপ করা উচিত। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ যে সুপারিশগুলো করবেন সেগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ইতোমধ্যে বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপ হয়েছে, সেখানে তারা অনেক কথা বলেছেন। সুপারিশ করেছেন। তাদের সুপারিশগুলো বিবেচনা করলেই তো অনেক দূর এগিয়ে যাবে নির্বাচনি ব্যবস্থা। আরও সংলাপ এখনো বাকি আছে। সংলাপ শেষে নির্বাচন কমিশনকে এমন একটি উদ্যোগ নিতে হবে, যা সকলের কাছে গ্রহণযোগ্য হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud