পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দেশ বাঁচাতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: শামীম ওসমান

Posted on July 24, 2017 | in রাজনীতি | by

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আাওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘দেশকে বাঁচাতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য  ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে সোমবার (২৪ জুলাই) বিকালে শহরের ইসদাইরস্থ বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভায় শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, ‘আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কেউ রাখে না। কারণ রাজপথে গড়ে ওঠা অনেক ত্যাগি নেতাকর্মী এই দলে রয়েছে।’

নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘যুদ্ধাপরাধীদের দোসর আর আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকারী কোনও দলকে নির্বাচনে দাওয়াত দেওয়ার কোনও যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না অথবা তাদের নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব আওয়ামী লীগের না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশে আবারও জঙ্গিবাদের উত্থান ঘটবে, দেশের প্রাকৃতিক সম্পদ লুটপাট হবে এবং দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যথার্থই বলেছেন, শুধু উন্নয়ন কর্মকাণ্ডই প্রধান নয়, এর সঙ্গে প্রয়োজন সঠিক প্রচারণা।’

বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, বিএনপি’র ভেতরে যে সবাই খারাপ তা নয়, বিএনপিতে দুইটি শ্রেণি আছে। একটি শ্রেণি আছে যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুই বলতে চায় কিন্তু ভয়ে বলে না। আরেক শ্রেণি আছে, যারা পুনরায় ২১ আগস্ট ঘটাতে চায়, ২০১৪ সালের মতো আগুনে পুড়িয়ে এদেশের সাধারণ মানুষকে মারতে চায়।’

তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলতে চায় তারা রাজনীতি করলে আমার কোনও আপত্তি নাই। তবে জনগণকে ঠিক করে দিতে হবে তারা কাদেরকে রাজনীতি করার সুযোগ দিবেন।’

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

সভায় আগামী ১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল, কাঙ্গালিভোজসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরমধ্যে আগামী ১ আগস্ট নগরীতে শোক র‌্যালি করা হবে। সভায় ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর সোনারগাঁ, শহরসহ আশপাশের বিভিন্ন থানা এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাট্রিবিউন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud