পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দেশে পৌঁছল ‘সমুদ্রজয়’

Posted on December 13, 2013 | in দুর্নীতি দমন কমিশন | by

DESHঢাকা: যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে বাংলাদেশ  নৌবাহিনীর সর্ববৃহৎযুদ্ধজাহাজ ‘সমুদ্রজয়’ শুক্রবার জাহাজটি ফরিদ হাবিব জাহাজটির কর্মকর্তাদের অভ্যর্থনা জানানএ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যানডব্লিউ মজীনাসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  সমুদ্রসীমা আইন-বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (ইটলস) রায়ে বাংলাদেশের বর্ধিত সমুদ্র এলাকায় অধিকার প্রতিষ্ঠার বিষয়টিকে স্মরণীয় করে রাখতে জাহাজটির নামকরণ করা হয়েছে ‘সমুদ্রজয়’।  ৩ হাজার ৩১৩ টন ওজনের জাহাজটি নৌবাহিনীর নবম ব্রিগেড স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হবে।  ২৯ নটিক্যাল মাইল গতির জাহাজটিতে ডলফিন, ব্ল্যাক হক ও সি হক হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করতে পারবে। চলতি বছরের ২৩ মে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে কোস্টগার্ডের হাই এনডুরেন্স কাটার জার্ভিস জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তিন ধাপে বালাদেশ নৌবাহিনীর ১৯ জন কর্মকর্তা ও ১১৪ জন নাবিকের প্রশিক্ষণ শেষে ২৬ অক্টোবর সানফ্রান্সিসকো থেকে জাহাজটি সানডিয়াগো হয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।  যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসার পথে ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘হাইয়ান’-এ ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের নির্দেশনায় কোটি টাকা মূল্যের ত্রাণসামগ্রী ম্যানিলায় পৌঁছে দেয় ‘সমুদ্রজয়’।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud