পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তাজরীনের ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যদের ডিএনএ টেস্টের নির্দেশ

Posted on June 9, 2013 | in জাতীয় | by

high-couঢাকা: সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টসে অগ্নিকা-ের ঘটনায় ‘নিখোঁজ ৩৭’ জনের পরিবার সদস্যদের ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ১৯ জুনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন আদালত।
রোববার তাজরীনের মালিক দেলোয়ার হোসেন আদালতে হাজির হওয়ার পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়া তাজরীন অগ্নিকা-ের ব্যাপারে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ওই দিন আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি তাজরীনের মালিক দেলোয়ারকেও ওই দিন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
নিখোঁজ ৩৭ জনের বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার জোর্তিময় বড়ুয়া। তবে আদালতে তাজরীনের মালিক দেলোয়ার হোসেন বলেছেন, ১১২ জনের মধ্যে দুই দফায় ৯৮ জন শ্রমিককে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। বাকিদের ডিএনএ সনাক্ত হয়নি। তাই ক্ষতিপূরণ দেয়া সম্ভব হয়নি।
আদালতে রিটের পক্ষে ছিলেন, ব্যারিস্টার জোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম। দেলোয়ার হোসেনের পক্ষে ছিলেন, ব্যারিস্টার ফিদা এম কামাল।
এর আগে ২৮ এপ্রিল এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ মে তাজরীনের মালিক দেলোয়ারের দেশত্যাগের বিরুদ্ধে নির্দেশনা জারি করেন হাইকোর্ট। পাশাপাশি ৩০ মে তাকে আদালতে হাজির করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দেয়। ৩০ মে মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্ট আদালতে দাখিল না করায় ৯ জুন রোববার পর্যন্ত সময় বেধে দেন হাইকোর্ট। কিন্তু রোববার এ প্রতিবেদন দিতে সময় চান রাষ্ট্রপক্ষ। ওই দিন আদালতের আদেশে দেলোয়ার হোসেন হাইকোর্টে হাজির ছিলেন। রোববার ৯ জুনও তাকে ফের হাজিরের নির্দেশ দেন আদালত।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud