পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অনার্স ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ

Posted on June 9, 2013 | in শিক্ষা ও সংস্কৃতি | by

national-university[2]ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল পরীক্ষার ২২টি বিষয়ের ফল রোববার সকালে প্রকাশিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল পরীক্ষার ২২টি বিষয়ের ফল রোববার সকালে প্রকাশিত হয়েছে।
গত বছরের ডিসেম্বরে শেষ হওয়া ২০১০ সালের পরীক্ষার ২৮টি বিষয়ের মধ্যে ২২টি বিষয়ের ফল প্রকাশ হল। নিজ নিজ কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট   www.nubd.info |www.nuadmission.info থেকে ফল জানা যাবে।
এ ২২টি বিষয় হল বাংলা, আরবি, ইসলামের ইতিহাস, দর্শন, ইসলামী শিক্ষা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, ভূগোল, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, লাইব্রেরি সায়েন্স, নৃ-বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি।
বাকি ছয়টি বিষয়ের ফল এ সপ্তাহেই প্রকাশ করা হবে। ১৮৪টি কলেজের এক লাখ তিন হাজার ৬১৮ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud