পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছাত্রীর মাথায় খুলে পড়ল ফ্যান

Posted on May 23, 2015 | in শিক্ষা ও সংস্কৃতি | by

iu news-23.5._67020ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রেণী কক্ষের সিলিং ফ্যান খুলে এক ছাত্রীর মাথায় পড়েছে। এতে শামীমা সুলতানা নামে ওই ছাত্রী আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ওই বিভাগের শিক্ষার্থীরা জানান- শনিবার সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা ক্লাসে বসেছিলেন। এ সময় মাথার উপর ঘুরতে থাকা একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে গিয়ে শামীমা সুলতানার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি বগুড়ায় পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে গিয়ে আহত ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক হোসেনে আরা আক্তার বলেন, ‘আঘাতটি মাথায় লাগায় একটু ফুলে গেছে। তবে সেটি গুরুতর নয়। যেহেতু আঘাতটি মাথায় হয়েছে তাই তাকে কিছু দিন বিশ্রামে থাকতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মাথায় সিটিস্ক্যান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক জানান, ‘ঘটনার পরপরই মেয়েটিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud