পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছাত্রলীগকে প্রতিহতের পাল্টা হুঁশিয়ারি ছাত্রদলের

Posted on December 21, 2014 | in রাজনীতি | by

Chhatro_Dol_Logo copyস্টাফ রিপোর্টার: ছাত্রলীগকে রাজপথে প্রতিহতের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন। বিবৃতিতে তারা বলেন, ছাত্রলীগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাজীপুরের জনসভা প্রতিহত ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তা রাজপথে থেকে প্রতিহত করবে ছাত্রদল। তারা বলেন, সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রলীগ ইতিমধ্যেই সমগ্র দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচারে ক্যাম্পাসগুলোতে সুশিক্ষা, সহ-অবস্থান এখন দূর অতীত। চাঁদাবাজি, খুন, হত্যা আর টেন্ডারবাজি তাদের নিত্যদিনের কর্ম। ছাত্রলীগ নেতা-কর্মীরা এমন কোন অপরাধ নেই, যার সঙ্গে তারা জড়িত নয়। আদর্শ ভাবাবেগ দূরে থাক সাধারণ চক্ষুলজ্জা যা যে কোন সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে থাকার কথা তাও নেই ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে। সেই সন্ত্রাসী সংগঠনখ্যাত ছাত্রলীগের আস্ফালন দেখে আমরা আশ্চর্য না হয়ে পারি না। আমরা ধিক্কার জানাই তাদের এমন আষ্ফালনকে এবং উদ্ধত্যপূর্ণ বক্তব্যকে। ছাত্রদল দৃঢ় কণ্ঠে জানিয়ে দিতে চায়, তারেক জিয়া ও খালেদা জিয়ার সমাবেশ নিয়ে ছাত্রলীগ যে মন্তব্য করেছে তা ছাত্রদল নেতারা যে কোন মূল্যে প্রতিহত করবে। ছাত্রলীগকে পাল্টা ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, ছাত্রলীগকে সাবধান হয়ে নিজেদের কুকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় ছাত্রদল পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ ধরনের সন্ত্রাসীদের  মোকাবেলা করবে। তারা বলেন, তারেক রহমান যা বলেন জেনে বুঝেই বলেন। তার বক্তব্য প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। বরং তিনি ভবিষ্যতে আরও তথ্যভিত্তিক বক্তব্য জাতির সামনে নিয়ে আসবেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud