পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চিকিৎসাধীন হাজিদের ভিসার মেয়াদ বাড়ানোর ব্যবস্থা নেবে সরকার

Posted on September 30, 2015 | in ইসলাম | by

নিউজ ডেস্ক: সৌদি আরবে পদদলনে নিহত হাজিদের লাশ দেশে ফিরিয়ে আনা ও স্বজনদের কাছে হস্তান্তর, হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া ইত্যাদি কার্যক্রম আগামী ১২ নভেম্বরের মধ্যে সমাপ্ত হবে। 12063627_10153731490072125_5298667651495012626_nআজ বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. বোরহান উদ্দিন এ কথা জানিয়েছেন। ড. বোরহান বলেন, চিকিৎসাধীন হাজিদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ব্যবস্থা নেবে সরকার। এ জন্য প্রয়োজনীয় খরচও বহন করা হবে। সৌদি আরবের স্থানীয় সময় গত সোমবার দিবাগত রাতে জরুরি সংবাদ সম্মেলনে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশি হাজি নিহত হন। তাঁদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। এ ছাড়া ৫২ বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা এক হাজার ১০০-তে পৌঁছেছে। সৌদি আরব সরকার বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে নিহত হাজিদের ছবি দিয়েছে। এর আগে দেশটির পক্ষ থেকে নিহতের সংখ্যা জানানো হয়েছিল ৭৬৯ জন। আর আহতের সংখ্যা বলা হয়েছিল ৯৩৪ জন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud