পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধ

Posted on April 11, 2016 | in সারা দেশ | by

খুলনা থেকে: ৩ দিন বিরতির পর ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধ করেছে খুলনার পাটকল শ্রমিকরা। আজ সকাল ৬টা থেকে তারা অবরোধ শুরু করে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শ্রমিক ধর্মঘটে খুলনা অঞ্চলের রাশষ্ট্রায়ত্ত ৭টি পাটকলের শ্রমিকরা অংশ নিয়েছে। অবরোধের ফলে ঢাকাগামী চিত্রা ট্রেনসহ ৫টি ট্রেন এবং অসংখ্য যানবাহন আটকা পড়ে ভয়াবহ দুর্ভোগ পোহাচ্ছেন বিভিন্ন রুটে চলাচলরত যাত্রীরা। রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ গত ৪ এপ্রিল সোমবার ভোর ৬টা থেকে 9482_leadঅনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট পালন করে বিক্ষোভ মিছিল, রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে আসছিল। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, মজুরি বৃদ্ধি, বকেয়া মজুরি প্রদান, ২০ভাগ মহার্ঘভাতাসহ ৫ দফা দাবিতে ৪র্থ ধাপের ২১ দিনের কর্মসূচি অনুযায়ী ৩ এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা ছিল। কিন্তু তাদের আহ্বানে সাড়া না দেয়ায় তারা ৪ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। পরে জেলা প্রশাসক মো. নাজমুল আহসান ২ সপ্তাহ মজুরির নিশ্চয়তা এবং দাবির বিষয় অলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। সে আশ্বাসের প্রেক্ষিতে তারা গত ৭ এপ্রিল বৃহস্পতিবার থেকে তিন দিন রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। কিন্তু এই সময় পাট মন্ত্রণালয় কোন আলোচনার উদ্যোগ এবং মজুরি না দেয়ায় তারা সোমবার থেকে লাগাতার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফের অবরোধ কর্মসূচি শুরু করে শ্রমিকরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud