পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এ বছরই দেখা যাবে আরও একটি সুপার মুন

Posted on June 22, 2017 | in আন্তর্জাতিক | by

ডেস্ক রিপোর্ট : আপনি যদি ২০১৬ সালের সুপার মুন দেখা মিস করে থাকেন, তাহলে আফসোস করা বাদ দিন। এবার ২০১৭ সালে তৈরি হয়ে যান সেই সুপার মুন দেখতে।

১৪ নভেম্বর, ২০১৬। চাঁদপ্রেমীসহ সবার মনেই টান টান উত্তেজনা বিরাজ করছিল। দেখা যাবে সুপার মুন। অর্থাৎ ওই রাতেই পৃথিবীর সবচেয়ে বেশি কাছে আসবে চাঁদ। সাধারণ চাঁদের থেকে আরো বেশি উপভোগ্য হবে সেটি।

আরো বেশি উত্তেজনার কারণ ছিল শেষবারের মতো এটি ২৬ জানুয়ারি ১৯৪৮ সালে দেখা গিয়েছিল এবং আগামী কয়েক দশকে আর দেখা যাবে না।

তবে এবার এল ভিন্ন তথ্য। আবারো দেখা যাবে সুপার মুন। চাঁদ আবারো কাছে আসবে পৃথিবীর। ৩ ডিসেম্বর, ২০১৭ তে দেখা যাবে সুযপার মুন। তবে এবারের সুপার মুন আগেরবারের চেয়ে একটু ছোট হবে।

পরেরবার সুপার মুন দেখা যাবে ২৫ নভেম্বর, ২০৩৪ সালে। তাই সবার উচিৎ এই তারিখটি ডায়েরিতে লিখে রেখে ২০১৭ সালের সুপার মুন দেখার জন্য প্রস্তুতি নেওয়া।

১৯৭৯ সালেই প্রথমবারের মত রিচার্ড নোল এই সুপার মুনকে সংজ্ঞায়িত করেন, বর্তমানে যেটি বহুল ব্যবহৃত একটি শব্দ।

জ্যোতির্বিদদের মতে, চাঁদ পৃথিবীর সবচেয়ে নিকটতম কক্ষপথে থাকলে তাকে সুপার মুন বলা হয়।

নোলের সংজ্ঞা অনুসারে, চাঁদ যদি পৃথিবী থেকে ২ লাখ ২৬ হাজার মাইল দূরের কক্ষপথে থাকে তখন এটিকে সুপার মুন বলে বিবেচিত করা হয়।

১৪ নভেম্বর ২০১৬ তে চাঁদ সাধারণের তুলনায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল হয়েছিল। আর এটিই ছিল সবথেকে কাছের সুপার মুন। ওই সময় চাঁদ পৃথিবীর ২ লাখ ২১ হাজার ৫’শ মাইল নিকটতম কক্ষপথে ছিল। দ্য সান,

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud