পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উন্নয়নের মূল লক্ষ্য তৃণমূল মানুষের উন্নয়ন: প্রধানমন্ত্রী

Posted on July 16, 2017 | in জাতীয়, রাজনীতি | by

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘শুধু শহরে বসবাসকারী লোকজনের জন্য আমাদের উন্নয়ন নয়। আমাদের উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে মাঠ পর্যায়ের,একেবারে তৃণমূলের মানুষের উন্নয়ন। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বাজেট প্রণয়ন করি। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।’

শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২১ ও ১৪২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সব উন্নয়নে সব থেকে বেশি অবদান রেখে যাচ্ছে আমাদের কৃষি। আমরা ছেলে-মেয়েদের লেখাপড়া করাচ্ছি। স্বাভাবিকভাবে লেখাপড়া করে কেউ কৃষি কাজ করতে চায় না। আমি মনে কারি লেখাপড়া করেও সে কাজ করা যায়। এতে অসম্মানের কিছু নেই। আওয়ামী লীগ সরকার গঠন করার পর আল্লাহর রহমতে মানুষ মঙ্গার কথা ভুলে গেছে।’

তিনি বলেন,‘আমাদের লোক সংখ্যা বাড়ছে ঠিক। খাদ্য নিরাপত্তা আমরা দিতে পারবো। কারণ আমরা নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছি। ‘৯৬ সালে ক্ষমতা আসার পর শুনি ওয়ার্ল্ড ব্যাংক বিএডিসিকে অলাভজনক প্রতিষ্ঠান বলে সেটাকে বন্ধ করে দিতে বললো। আমি বললাম এটা বন্ধ হবে না। শুধু বেসরকারি উৎসের ওপর নির্ভরশীল থাকলে হবে না। কারণ তারা ভালো বীজ দেবে কিনা।’   
প্রধানমন্ত্রী বলেন,‘আমাদের খাদ্যভাস পরিবর্তন করা দরকার। আমরা শস্যের বহুমুখীকরণ এবং বাণিজ্যিকরণের চেষ্টা করছি। কারণ শুধু ধান উৎপাদন নয়, পাশাপাশি অন্যান্য ফসল উৎপাদনে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। জলজ প্রাণীর দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে।’
তিনি বলেন,‘৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে আর ১৩ কোটি মোবাইল সিম ব্যবহার হয়। তাই আমরা ই-কৃষি সার্ভিস চালু করে দিয়েছি। কৃষি তথ্য সেবা আমরা চালু করেছি।’

কৃষিখাতে সরকারের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,‘দুধের উৎপাদন বেড়েছে। মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। শুধু দেশের চাহিদা মেটানো না, আমরা যেন বিদেশে রফতানি করতে পারি সেদিকে আমাদের নজর রাখতে হবে। আলু উৎপাদনে পৃথিবীর সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ। সবজি উৎপাদনে আমরা তৃতীয় অবস্থানে। তাছাড়া বিভিন্ন নতুন নতুন ধরনের ফল গবেষণা করে আমরা উৎপাদন করছি।’
সরকার গৃহীত ১০০টি শিল্পাঞ্চলের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যগুলো প্রক্রিয়াজাত করা,সংরক্ষণ করা এবং বাজারজাত করার ব্যবস্থা রেখেই কিন্তু আমরা এসব অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি।’

তিনি বলেন,‘আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সবাই চাকরি করছে। তাই কৃষিপণ্যের প্রক্রিয়াজাত করার ব্যবস্থা নিতে হবে। খাবার প্রক্রিয়াজাত করা থাকলে বিশেষ করে সুবিধা হবে গৃহিণীদের। কারণ আমাদের ছেলেরা তো একটু অলস হয়। এখন থেকে আমি সবাইকে আহ্বান জানাবো। আসুন সবাই মিলে কাজ করি। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে চাই।’

সূত্র : বাংলাট্রিবিউন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud