পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বন্যার্তরা কেউ না খেয়ে থাকবে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : বন্যার্তদের ক্ষতি কাটিয়ে উঠার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বন্যার্তদের মনোবল না ভাঙারও আহ্বান জানান।

আজ শনিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বন্যা পরিস্থিতি দেখতে এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে সকালে গোবিন্দগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল ১০টায় দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার গোবিন্দগঞ্জের বোয়ালিয়ায় অবতরণ করে। সেখানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য সকাল থেকেই হাজার হাজার মানুষ গোবিগঞ্জে জড়ো হয়।

সেখান থেকে প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে যান। সেখানে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যা দুর্গত এলাকায় প্রতিটি মানুষের খাদ্যের নিশ্চয়তা দেয়া হবে। বন্যা দুর্গত এলাকায় রাস্তাঘাট শিগগির মেরামত করে দেওয়া হবে। সরকারের কৃষি ঋণ অব্যাহত থাকবে। বন্যার পানি নেমে গেলে সাধারণত রোগ, অসুখ-বিসুখ দেখা দেয়। পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। নিরাপদ খাবার পানির ব্যবস্থা আমরা করে দেব।’

‘আপনাদের জন্য সরকারের যা যা করার দরকার আমরা করব। আপনারা মনোবল ভাঙবেন না। আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। এই সাহস দেওয়ার জন্য আমি আজকে আপনাদের এখানে এসেছি।’

প্রধানমন্ত্রী এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগ মানুষের জীবনমান উন্নয়নের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। আমরা শুধু মানুষের ভাতের অধিকার নিশ্চিত করতে চাই না। আমরা তাদের পুষ্টির নিশ্চয়তাও নিশ্চিত করতে চাই।’

আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, ‘আমরা রাষ্ট্র পরিচালনা করতে এসে নিজেদের বিত্তবৈভব গড়ে তুলতে চাই না। মানুষের মৌলিক অধিকার পূরণ করাই আওয়ামী লীগের প্রধান কাজ। আর যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে তাঁরা মানুষের কল্যাণ চায় না। তাঁরা মানুষকে ধ্বংস করতে চায়। তাদের প্রতিরোধ করতে হবে।’

প্রধানমন্ত্রী এ সময় সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকাসক্ত থেকে মানুষকে দূরে থাকার আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রাজনৈতিক নেতা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বিকেলে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যাবেন এবং সেখানে সারিয়াকান্দি হাই স্কুলমাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ বিতরণ করবেন।

প্রধানমন্ত্রী পরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হলরুমে রাজনৈতিক নেতা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি বিকেলে ঢাকায় ফিরে আসবেন।

এর আগে শেখ হাসিনা গত ২০ আগস্ট দেশের উত্তরাঞ্চলীয় বন্যাদুর্গত দুটি জেলার বন্যার্তদের অবস্থা দেখতে দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করেন।

Posted in জাতীয়, রাজনীতি, সারা দেশ | Comments Off on বন্যার্তরা কেউ না খেয়ে থাকবে না : প্রধানমন্ত্রী

ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকাল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।

ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) সঙ্গে সংলাপ শুরু করেছে কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে অংশগ্রহণ করেছেন মুক্তিজোটের প্রধান আবু লায়েস মুন্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এ সংলাপের মাধ্যমে দেশের ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের সংলাপ শুরু হলো। তবে এদিন সকালে বিএনএফ’র সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও বন্যার্তদের ত্রাণ দেয়ার কারণ দেখিয়ে সংলাপে অংশ নেয়নি দলটি।

Posted in রাজনীতি | Comments Off on ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু

ভণ্ডুল বিএনপি ফায়দা লুটতে পাগলের প্রলোপ বকছে : ওবায়দুল

নিজস্ব প্রতিবেদক : প্ষোড়শ সংশোধনী নিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা ভণ্ডুল হওয়ায় এখন এলোমেলো বক্তব্য দিচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ফুল দেয়া শেষে আইভী রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার বিচার এ সরকারের মেয়াদেই শেষ করা হবে।

Posted in রাজনীতি | Comments Off on ভণ্ডুল বিএনপি ফায়দা লুটতে পাগলের প্রলোপ বকছে : ওবায়দুল

বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে উদ্যোগ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যার্ত এলাকায় জানমালের ক্ষতি যাতে কম হয় সেদিকে লক্ষ রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে উদ্যোগ নিচ্ছে সরকার। বন্যার্তদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেটের আতিয়া ভিলায় জঙ্গিবিরোধী অভিযানে নিহতদের স্বজনদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজি উপস্থিত ছিলেন। চেক প্রদান অনুষ্ঠানে বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধি ত্রাণ তহবিলের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আবার যাতে কৃষকরা চাষাবাস শুরু করতে পারে সে বিষয়েও উদ্যোগ নেয়া হচ্ছে। সময়টিভিঅনলাইন

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে উদ্যোগ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

ষোড়শ সংশোধনীর রায় অগ্রহণযোগ্য: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনীর রায় যুক্তিনির্ভর নয়, তাই এটি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, রায় নিয়ে যেহেতু প্রধান বিচারপতি বিতর্কের সূচনা করেছেন, পদত্যাগের মধ্য দিয়ে তিনি এই বিতর্কের অবসান ঘটাতে পারেন।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের বিফ্রিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরো বলেন, রায় নিয়ে প্রধান বিচারপতির উদ্দেশ্য বিচারবিভাগের স্বাধীনতা নয়, এটি মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বকে বিতর্কিত করার পাশাপাশি একটি বিদ্বেষমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়।

Posted in জাতীয়, রাজনীতি, সারা দেশ | Comments Off on ষোড়শ সংশোধনীর রায় অগ্রহণযোগ্য: তথ্যমন্ত্রী

অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার জন্যে গভীর ষড়যন্ত্র চলছে : কামরুল

নিজস্ব প্রতিবেদক : বিচার বিভাগের সঙ্গে রাজনৈতিক নেতাদের টানাপড়েনের জন্য বিএনপি দায়ী বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের আলোচনায় তিনি বক্তব্য দেন। এ সময় ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যা পরিকল্পনার সঙ্গে বেগম খালেদা জিয়া সরাসরি জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, আজকে বিচার বিভাগের সঙ্গে ভাল টানাপোড়েন চলছে। একটা রায় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে কারা। প্রধান বিচারপতির ঘাড়ে পাড়া দিয়ে আরেকটি অসাংবিধানিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা গভীর ষড়যন্ত্র করছে বিএনপি।

Posted in আইন-আদালত, রাজনীতি | Comments Off on অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার জন্যে গভীর ষড়যন্ত্র চলছে : কামরুল

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বিএনপি-জামায়াতের নৈরাজ্যের শিকার পরিবারগুলো

নিজস্ব প্রতিবেদক : রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ২০১৪-১৫ সালে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের নৃশংসতায় নিহত পরিবার ও আহতদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ঐ ঘটনায় হতাহতদের পরিবারের ২৪ জন সদস্যের মাঝে প্রধানমন্ত্রী এই আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। খবর বাসস’র।

প্রধানমন্ত্রী এ সময় সেদিনের বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের কথা স্মরণ করে বলেন, ২০১৩, ১৪ ও ১৫ এই তিনটি বছর বিএনপি’র আন্দোলনের নামে সাধারণ জনগণ অত্যাচার নির্যাতনের শিকার হয়। যাদের অনেকেই কষ্ট সহ্য করে মারাই গেছে। আবার অনেকে চিরদিনের মতো পঙ্গুত্ববরণ করে নিতে বাধ্য হয়েছে।

পরে প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর পক্ষ থেকে দেয়া অনুদানের চেক গ্রহণ করেন। প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সংস্থাটির পক্ষ থেকে ৮৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী এ সময় ব্যাংকারদের দেশের সব রকম দুর্যোগের মুহূর্তে সহযোগিতার হাতকে প্রসারিত করে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। জনগণের কল্যাণেই এই অর্থ ব্যয় করা হবে বলেও প্রধানমন্ত্রী জানান। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বন্যার পানি কমে যাবার পর থেকেই নতুন ফসল উৎপাদনে পদক্ষেপ নেবে, কেননা পাহাড়ী ঢল এবং অতিবৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বন্যাপরবর্তীতে কোন ধরনের রোগ যেন ব্যাপক আকার ধারণ করতে না পারে সেজন্যও তাঁর সরকার পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সামরিক এবং বেসামরিক প্রশাসন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা বানভাসী জনগণের দুর্ভোগ লাঘবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, সরকার বন্যাদুর্গত এলাকার জনগণের মধ্যে পাঠ্য বই পুনরায় বিতরণ করবে এবং পানি কমার সঙ্গে সঙ্গেই সড়ক মহাসড়কগুলোর সংস্কার কাজ শুরু হবে। শেখ হাসিনা বলেন, তার সরকার জনগণের পাশে এসে দাঁড়াবার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং সকল শ্রেণী-পেশার মানুষ- কবি, শিল্পী, সাহিত্যিক সকলে সরকারের এই প্রচেষ্টায় শামিল রয়েছেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতির বেসরকারী খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং চেয়ারম্যান অব বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বিএনপি-জামায়াতের নৈরাজ্যের শিকার পরিবারগুলো

খায়রুল হক বিচারিক অপরাধ করেছেন: মওদুদ

ডেস্ক রিপোর্ট : উচ্চ আদালতের বিচারক অপসারণে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের অবস্থানকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ আখ্যায়িত করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, এটা এক ধরনের ‘জুডিশিয়াল ক্রাইম’।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিতর্কের মধ্যে শুক্রবার রাজধানীর এক আলোচনা সভায় পঞ্চম সংশোধনী বাতিলের রায় দেওয়া সাবেক এই প্রধান বিচারপতি সম্পর্কে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ।

তিনি বলেন, “যিনি পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রক্ষা করে আসলেন, আজকে তিনি কোন মুখে বলছেন, এই রায় (ষোড়শ সংশোধনী বাতিল) ভুল হয়েছে… আর্টিক্যাল ৯৬ মার্শাল ল এর অধীনে করা হয়েছিল। সুতরাং এটাকে রাখাটা ঠিক হয়নি।

“তাহলে আপনি কেন মার্জনা করেছিলেন। আপনি পঞ্চম সংশোধনীর রায়ে সেটা কেন বাতিল করে দিলেন না? এই যে ডাবল স্ট্যান্ডার্ড, ট্রিপল স্ট্যান্ডার্ড, এটা হলো একটা জুডিশিয়াল ক্রাইম। এবিএম খায়রুল হক হ্যাজ কমিটেড এ জুডিশিয়াল ক্রাইম। এটা বিচারিক একটা অপরাধ তিনি করেছেন।”

২০১০ সালের ২৭ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে জিয়াউর রহমানের সময়ে করা পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করে এবং সংবিধানকে পঞ্চম সংশোধনীর আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

বিচারপতি খায়রুল হক আপিল বিভাগের ওই বেঞ্চে ছিলেন। সেই রায়ে সামরিক বাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় আসা জিয়াউর রহমানের সব সামরিক ফরমান ও দায়মুক্তি তা অবৈধ ঘোষণা করা হয়।

আদালতের ওই রায়ের আলোকে সংবিধান সংশোধনের জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠন করেছিল সরকার। ওই কমিটির সুপারিশ অনুযায়ী ‘অসাংবিধানিক পন্থায়’ ক্ষমতা দখলকে শাস্তিযোগ্য অপরাধ গণ্য ও বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি ফিরিয়ে পঞ্চদশ সংশোধনী আনা হয় ২০১১ সালে।

বিচারপতিদের অপসারণে সুপ্রিম সুডিশিয়াল কাউন্সিল গঠনের যে ব্যবস্থা পঞ্চম সংশোধনীতে আনা হয়েছিল- তা বাতিল করে ২০১৪ সালে ষোড়শ সংশোধনী আনে সরকার।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতি এস কে সিনহার পর্যবেক্ষণে জাতীয় সংসদ সম্পর্কে ‘কটূক্তি’ এবং মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘নেতৃত্বতে অস্বীকার করা চেষ্টা হয়েছে’ বলে অভিযোগ আওয়ামী লীগের নেতাদের।

অন্যদিকে জিয়াউর রহমানের আমলে চালু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনার এই রায়কে ‘ঐতিহাসিক’ বলছে বিএনপি।

গত ১ অগাস্ট রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর ৯ অগাস্ট এক সংবাদ সম্মেলনে এসে রায়ের পর্যবেক্ষণের সমালোচনা করেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচাপতি খায়রুল হক।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকলে গণতান্ত্রিক দেশের জনগণের কাছে বিচারপতিদের দায়বদ্ধতা থাকে না বলে ওইদিন মত দেন তিনি।

খায়রুল হকের এ অবস্থানের সমালোচনা করে মওদুদ তার পদত্যাগ দাবি করেছেন।

বিএনপি সরকারের সাবেক এই আইনমন্ত্রী বলেন, “সারা জাতির কাছে তার (খায়রুল হকের) মার্জনা চাওয়া উচিৎ, ক্ষমা চাওয়া উচিৎ। বর্তমান সরকারের একজন বেতনভুক কর্মকর্তা হিসেবে তিনি আজকে সরকারের দালালিতে নেমেছেন, যেটা আমাদের সরকারি আচরণবিধির পরিপন্থি। তার উচিৎ হবে অবিলম্বে পদত্যাগ করা।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

লেবার পার্টির সিনিয়র সহসভাপতি প্রকৌশলী ফরিদউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী জয়নুল আবেদীন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান, শ্রমিক নেতা আবদুল মান্নান, লেবার পার্টির ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, শামসুদ্দিন পারভেজ, মাহমুদ খান, শামীমা চৌধুরী, আহসান হাবিব ইমরোজ বক্তব্য রাখেন।

Posted in রাজনীতি | Comments Off on খায়রুল হক বিচারিক অপরাধ করেছেন: মওদুদ

ভুল ধারণায় সিটি করপোরেশনকে দায়ী করা হয়: নাছির

নিজস্ব প্রতিবেদক : নগরবাসী ‘ভুল ধারণা থেকে’ সব ভোগান্তির জন্য সিটি করপোরেশনকে দায়ী করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

আইনে নির্ধারিত তিনটি সেবার বাইরে সিটি করপোরেশনের আর কোনো দায়িত্ব নেই বলেও তিনি দাবি করেছেন।

শুক্রবার চট্টগ্রামে এক মতবিনিময় সভায় মেয়র বলেন, দেশের সব সিটি করপোরেশন নির্দিষ্ট আইন দিয়ে পরিচালিত হয়। সেই আইন অনুযায়ী সিটি করপোরেশনের কাজ মূলত তিনটি- রাস্তা ও নালা সংস্কার, আলোকায়ন এবং নগর পরিচ্ছন্ন রাখা।

“কিন্তু সিংহভাগ নগরবাসী ভুল ধারণা পোষণ করেন। তারা ভাবেন, সিটি এলাকার সামগ্রিক দিক দেখাশোনার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের। বিদ্যুৎ, গ্যাস, পানি, পরিবহন ও জলাবদ্ধতাসহ সবকিছুর জন্যই সরাসরি সিটি করপোরেশনকে দায়ী করেন তারা। কিন্তু সবগুলো বিষয় তত্ত্বাবধানের জন্য আলাদা আলাদা সংস্থা কাজ করে।”

চট্টগ্রাম নগরীতে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কারণে নগরবাসীর দুর্ভোগের বিষয়টি তুলে ধরে নাছির বলেন, “এসব কাজের জন্য অনুমতি চাইলে দিতে হয়। বিশেষ প্রকল্পের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই রাস্তা তাদের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সব দোষ পড়ে সিটি করপোরেশনের ওপর।”

উদাহরণ হিসেবে মেয়র বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার কাজের কথা বলেন। ২০১০ সাল থেকে এ প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও তা শুরু হয়েছে কয়েক মাস আগে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতির পেছনে নগরীর সড়কগুলো আলাদা আলাদা প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের অধীনে থাকার বিষয়টি তুলে ধরেন নাছির।

“প্রকল্প গ্রহণ, অনুমোদন বা বাস্তবায়ন সময়সাপেক্ষ ব্যাপার। বর্তমানে ওয়াসার তিনটি প্রকল্পের কাজ চলছে। এই তিনটি কাজ আলাদা ঠিকাদারের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এতে তাদের সময়, সুযোগ কিংবা টার্ম অ্যান্ড কন্ডিশন ভিন্ন।”

চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ‘নান্দনিক চট্টগ্রামের নন্দিত নাগরিক’ শীর্ষক এই মতবিনিময় সভায় মেয়র নাছির ছিলেন প্রধান অতিথি।

বক্তৃতা দিতে এসে গত দুই বছরে নগরী থেকে বিলবোর্ড উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ‘ডোর টু ডোর’ সার্ভিস চালুসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, “পর্যায়ক্রমে নগরীর সব কাঁচা-পাকা সড়কে কার্পেটিং হবে। ফুটপাতে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার জন্য হকারদের একটা শৃংখলার মধ্যে নিয়ে আসা হবে।”

এলইডি বাতির মাধ্যমে পুরো নগরীতে আলোকায়নের কাজ চলছে জানিয়ে মেয়র বলেন, “আমরা প্রতিনিয়ত নগরবাসীর জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে।”

নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী কাজ না হওয়ায় দুঃখও প্রকাশ করেন মেয়র।

“সেবামূলক কাজ হচ্ছে একটা টিমওয়ার্ক। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন। সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও একটি বড় দায়িত্ব রয়েছে সিটি করপোরেশনের উন্নয়নের ক্ষেত্রে।

“এ ব্যাপারে প্রতিনিয়ত মাইকিংসহ লিফলেট বিতরণের মাধ্যমে নাগরিকদের সহায়তা কামনা করা হয়। কিন্তু সিটি করপোরেশন প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা পাচ্ছে না।”

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী আবুল মনসুর ও যুগ্ম-সম্পাদক চৌধুরী ফরিদ বক্তব্য দেন ।

এছাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, স্থায়ী সদস্য সমীর কান্তি বড়ুয়া, নুরুল আলম, নাজিমুদ্দিন শ্যামল, একরামুল হক বুলবুল, সৈয়দ আবদুল ওয়াজেদ ও মুস্তফা নঈমও আলোচনায় অংশ নেন।

Posted in রাজনীতি | Comments Off on ভুল ধারণায় সিটি করপোরেশনকে দায়ী করা হয়: নাছির

ট্রেন বাতিল হলে টাকা ফেরত: রেলমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বন্যার কারণে যদি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ট্রেনের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ শনিবার দুপুরে মুঠোফোনে এ তথ্য জানান তিনি।

সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট—এসব রেলপথের টিকিট কাউন্টারগুলোতে দীর্ঘ সারি। বন্যার কারণে সড়কপথে যাতায়াতে অনেক সময় লাগতে পারে ভেবে অনেকে ট্রেনের টিকিটের সন্ধানে এসেছেন।

যাত্রীদের চারটি করে ট্রেনের টিকিট দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন কয়েকজন। অনেকে বলছেন, প্রথম শ্রেণির টিকিট পাচ্ছেন না। এসব অভিযোগ সম্পর্কে রেলমন্ত্রী মুজিবুল হক মুঠোফোন প্রথম আলোকে বলেন, যাত্রীদের টিকিট কম দেওয়ার অভিযোগ সঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখবেন। তবে লালমণি এক্সপ্রেসের প্রথম শ্রেণির টিকিট আগে শেষ হয়ে গেছে। এখন শোভনের টিকিট পাওয়া যাচ্ছে। যাঁরা লাইনে দাঁড়াবেন, তাঁরা পাবেন।

অনেক যাত্রী অভিযোগ করছেন, এসি কামরার টিকিট পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, সব কাউন্টারে এসির টিকিট বুকিং দেওয়ার সুযোগ নেই। যে কটা আছে, প্রথমে যিনি দাঁড়ান, তিনিই পেয়ে যান।

কাল রোববার থেকে তিনটি রেলপথের বিশেষ ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে।

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on ট্রেন বাতিল হলে টাকা ফেরত: রেলমন্ত্রী

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud