পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শামসুল ভাইয়ের বাস্কেটবল খেলা

ইউরোপ ফেরত অর্ধশিক্ষিত বেকার তরুণ শামসুল। একই গ্রামের শিক্ষিত চা-দোকানদার শফিক। দুইজনের মধ্যে আজীবনের দ্বন্দ্ব। বছরের প্রায় ১২ মাসই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে। আর তাদের দ্বন্দ্বে ঘি ঢালে গ্রামের বাকশক্তিহীন যুবক জবা। শুরু হয় নতুন যুদ্ধ। যুদ্ধের বিষয়- বাস্কেটবল খেলা। এ নিয়ে সারা গ্রামে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

খেলায় জিততে শফিকের পক্ষে তার প্রেমিকা ঝুমকা শহর থেকে নিয়ে আসে তার মামাতো ভাইকে। এদিকে শামসুলও তৈরি করেন নতুন নতুন কৌশল। এই নিয়ে এগিয়ে গেছে ‘শামসুল ভাইয়ের বাস্কেটবল খেলা’ নাটকের কাহিনি। রাইজিংবিডিকে এমনটাই জানান নাটকটির রচয়িতা ও চিত্রনাট্যকার আল নাহিয়ান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত কমেডি ঘরানার নাটকটি পরিচালনা করেছেন সোহেল রানা ইমন।

এতে শামসুল চরিত্র রূপায়ন করেছেন ফারুক আহমেদ। শফিক চরিত্রে ইন্তেখাব দিনার, জবা চরিত্রে প্রাণ রায় এবং ঝুমকা চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। এছাড়াও অনান্য চরিত্রে রয়েছেন রিফাত জাহান, পরেশ আচার্য এবং আল নাহিয়ান। নাটকটির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ফয়সাল আহমেদ। আবহ সংগীত শাহাদাত হোসেন সজীব।

সম্প্রতি ঢাকার অদূরে উজানপুর গ্রামে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদের এই বিশেষ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা ইমন।

সূত্র : রাইজিংবিডি।

Posted in খেলাধুলা, বিনোদন | Comments Off on শামসুল ভাইয়ের বাস্কেটবল খেলা

হলিউডের নতুন ছবিতে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া এবার বোধ হয় হলিউডেই থিতু হতে যাচ্ছে। কিছুদিন আগে মাত্র ‘বেওয়াচ’ মুক্তি পেল। যদিও ছবিটি ব্যবসা সফল হয়নি তবে এরই মধ্যে তাকে আবারও দেখা যাবে হলিউডের পর্দায়। সম্প্রতি তার দ্বিতীয় হলিউড মুভি ‘এ কিড লাইক জ্যাক’ এর সেটে শ্যুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। ব্রুকলিনের এই সেটে এ সময় প্রিয়াঙ্কার পরনে ছিল কমলা রঙের পোশাক এবং আকাশি নীল রঙের হাই হিল।

ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে একটি ছেলের মায়ের ভূমিকায় অভিনয় করতে। যে কিনা মেয়েদের পোশাক পরতে পছন্দ করে। ডেইলি মেইলের মতে ছবিটি তৈরি হয়েছে একটি দম্পতিকে ঘিরে। যারা কিনা একটি প্রাইভেট স্কুলে বৃত্তি পাওয়ার জন্য তাদের ছেলেকে লিঙ্গের বৈকল্পিক ব্যবহার করে।

যদিও এখনও নিশ্চিত না প্রিয়াঙ্কা ছবিতে কি ভূমিকায় থাকছেন। প্রিয়াঙ্কার সাথে এই ছবিতে অভিনয় করছেন বিগ ব্যাং থিওরি ও হিডেন ফিগারের তারকা জিম পিয়ারসন। এছাড়াও আছেন হোমল্যান্ড তারকা ক্লায়রা ডেনিস।

সিলাস হাওয়ার্ড এর পরিচালিত “এ কিড লাইক জ্যাক’ ছবিটি ২০১৮ সালে মুক্তি পাবে।

Posted in বিনোদন | Comments Off on হলিউডের নতুন ছবিতে প্রিয়াঙ্কা

দুর্গম থানচিতে আয়নাবাজি সিরিজ

আয়নাবাজি অরিজিনাল সিরিজের অন্যতম পরিচালক সুমন আনোয়ারের নির্দেশনায় ‘রাতুল বনাম রাতুল’ নাটকটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। নাটকটির শ্রেষ্ঠাংশে দেখা যাবে আফরান নিশো, আজাদ আবুল কালাম এবং নবাগত মীমকে।

বান্দরবানের দুর্গম থানচিতে চিত্রায়িত নাটকটির প্রেক্ষাপট কেমন হবে জানতে চাইলে পরিচালক সুমন আনোয়ার বলেন, ‘নাটকের কাহিনি এগিয়েছে রাতুল আর নবনীর তোলপাড় করা প্রেম কাহিনি নিয়ে। আর্ট গ্যালারি, শাহবাগ, শিল্পকলা থেকে শুরু করে শ্রেয়া ঘোষালের কনসার্ট, কোনও কিছুই বাদ যায়নি তাদের প্রেমের মহাকব্যে। কিন্তু সমাজের চাপ, ক্যারিয়ারের চোখ রাঙানি, দুই পরিবারের স্ট্যাটাস বৈষম্য, সবমিলিয়ে ছন্দটা হঠাৎই কেটে যাওয়ায় বিষাদ সিন্ধুতে সাঁতরে বেড়াতে হয় রাতুল আর নবনীকে। এরকম কাঙ্ক্ষিত-আনাকাঙ্ক্ষিত মনোঃরসায়নকে বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করেছি পাহাড়ি সৌন্দর্যের লীলাভূমি থানচিতে।’

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে দেশের চলচ্চিত্র ইতিহাসে তুমুল জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্র আয়ানবাজি’র ধারাবাহিকতায় ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ নামে নতুন একটি টিভি সিরিজ; যা টানা সাত দিন তিনটি টিভি চ্যানেল- জিটিভি, আরটিভি এবং মাছরাঙা টিভিতে একইসঙ্গে রাত আটটায় প্রদর্শিত হবে। যেখানে গল্পের মূল আবহে থাকবে একজন মানুষের জীবনের বিভিন্ন বৈচিত্রময় রূপের সাবলীল উপস্থাপনা।
আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম প্রায়ই হতে দেখা গেলেও প্রথমবারের মতো বাংলাদেশী কোনও চলচ্চিত্র থেকে টিভি সিরিজ বানানো হচ্ছে। আর এই সিরিজেরই অন্যতম একটি পর্ব হচ্ছে ‘রাতুল বনাম রাতুল’।

আয়নাবাজি অরিজিনাল সিরিজের অন্যতম পরিচালক সুমন আনোয়ারের নির্দেশনায় ‘রাতুল বনাম রাতুল’ নাটকটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। নাটকটির শ্রেষ্ঠাংশে দেখা যাবে আফরান নিশো, আজাদ আবুল কালাম এবং নবাগত মীমকে।

বান্দরবানের দুর্গম থানচিতে চিত্রায়িত নাটকটির প্রেক্ষাপট কেমন হবে জানতে চাইলে পরিচালক সুমন আনোয়ার বলেন, ‘নাটকের কাহিনি এগিয়েছে রাতুল আর নবনীর তোলপাড় করা প্রেম কাহিনি নিয়ে। আর্ট গ্যালারি, শাহবাগ, শিল্পকলা থেকে শুরু করে শ্রেয়া ঘোষালের কনসার্ট, কোনও কিছুই বাদ যায়নি তাদের প্রেমের মহাকব্যে। কিন্তু সমাজের চাপ, ক্যারিয়ারের চোখ রাঙানি, দুই পরিবারের স্ট্যাটাস বৈষম্য, সবমিলিয়ে ছন্দটা হঠাৎই কেটে যাওয়ায় বিষাদ সিন্ধুতে সাঁতরে বেড়াতে হয় রাতুল আর নবনীকে। এরকম কাঙ্ক্ষিত-আনাকাঙ্ক্ষিত মনোঃরসায়নকে বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করেছি পাহাড়ি সৌন্দর্যের লীলাভূমি থানচিতে।’

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে দেশের চলচ্চিত্র ইতিহাসে তুমুল জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্র আয়ানবাজি’র ধারাবাহিকতায় ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ নামে নতুন একটি টিভি সিরিজ; যা টানা সাত দিন তিনটি টিভি চ্যানেল- জিটিভি, আরটিভি এবং মাছরাঙা টিভিতে একইসঙ্গে রাত আটটায় প্রদর্শিত হবে। যেখানে গল্পের মূল আবহে থাকবে একজন মানুষের জীবনের বিভিন্ন বৈচিত্রময় রূপের সাবলীল উপস্থাপনা।
আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম প্রায়ই হতে দেখা গেলেও প্রথমবারের মতো বাংলাদেশী কোনও চলচ্চিত্র থেকে টিভি সিরিজ বানানো হচ্ছে। আর এই সিরিজেরই অন্যতম একটি পর্ব হচ্ছে ‘রাতুল বনাম রাতুল’।

Posted in বিনোদন | Comments Off on দুর্গম থানচিতে আয়নাবাজি সিরিজ

জাহিদ হাসানের ‘হিরোগিরি’

আন্ডারওয়ার্ল্ড ডন কান কাটা লাল্টু ভাই আর আবগারী পাঠানের সাথে বিরাট এক দ্বন্দ্ব। লাল্টু আফগারীর পায়ে গুলি করলে সে আহত পা নিয়ে পালিয়ে যায় দেশের বাইরে। ধীরে ধীরে কেটে যায় সময়। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কিছুর নিয়ন্ত্রণে এখন লাল্টুর হাতে।

এক সময় সে প্রতিপক্ষের লোকজনকে ধরে শাস্তি স্বরুপ কান কেটে দিতো, তাই তার নাম কান কাটা লাল্টু। কিডন্যাপিং থেকে শুরু করে মাদক সব তার নিয়ন্ত্রণে। সেই কান কাটা লাল্টু কিডন্যাপ করেছে বাংলা সিনেমার টপ হিরো হিমালয় খানকে। লাল্টুকে দিয়ে এ কাজ করিয়েছে প্রডিউসার জব্বার টায়ারওয়ালা। কারণ সে চায় এবারের ঈদে এই হিরোর কোনো যেন ছবি রিলিজ না হয়। তাইলে তার ছবি ‘চাকডুম চাকডুম’ সুপার হিট হবে।

এমনই টেলিফিল্মের গল্পে হিরোর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় টেলিফিল্মটি পরিচালনাও করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন নূসরাত ইমরোজ তিশা, আলীরাজ, সম্রাট, মাহমুদুল ইসলাম মিঠু, তারিক স্বপন প্রমুখ।

উল্লেখ্য, এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে এ টেফিলিল্ম ‘হিরোগিরি’।

আন্ডারওয়ার্ল্ড ডন কান কাটা লাল্টু ভাই আর আবগারী পাঠানের সাথে বিরাট এক দ্বন্দ্ব। লাল্টু আফগারীর পায়ে গুলি করলে সে আহত পা নিয়ে পালিয়ে যায় দেশের বাইরে। ধীরে ধীরে কেটে যায় সময়। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কিছুর নিয়ন্ত্রণে এখন লাল্টুর হাতে।

এক সময় সে প্রতিপক্ষের লোকজনকে ধরে শাস্তি স্বরুপ কান কেটে দিতো, তাই তার নাম কান কাটা লাল্টু। কিডন্যাপিং থেকে শুরু করে মাদক সব তার নিয়ন্ত্রণে। সেই কান কাটা লাল্টু কিডন্যাপ করেছে বাংলা সিনেমার টপ হিরো হিমালয় খানকে। লাল্টুকে দিয়ে এ কাজ করিয়েছে প্রডিউসার জব্বার টায়ারওয়ালা। কারণ সে চায় এবারের ঈদে এই হিরোর কোনো যেন ছবি রিলিজ না হয়। তাইলে তার ছবি ‘চাকডুম চাকডুম’ সুপার হিট হবে।

এমনই টেলিফিল্মের গল্পে হিরোর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় টেলিফিল্মটি পরিচালনাও করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন নূসরাত ইমরোজ তিশা, আলীরাজ, সম্রাট, মাহমুদুল ইসলাম মিঠু, তারিক স্বপন প্রমুখ।

উল্লেখ্য, এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে এ টেফিলিল্ম ‘হিরোগিরি’।

Posted in বিনোদন | Comments Off on জাহিদ হাসানের ‘হিরোগিরি’

বাংলা-হিন্দি শব্দের মিশ্রণে আসিফের নতুন গান ‘সাজনা’

প্রথমবারের মত বাংলা ও হিন্দি কথার মিশ্রণের কোনো গানে কণ্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী আসিফ আকবর। তার কন্ঠে ‘সাজনা’ শিরোনামের গানটি ইতিমধ্যে শ্রোতাদের হৃদয়ে বেশ সাড়া ফেলেছে।

প্রথমবারের মত বাংলা ও হিন্দি কথার মিশ্রণের কোনো গানে কণ্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী আসিফ আকবর। তার কন্ঠে ‘সাজনা’ শিরোনামের গানটি ইতিমধ্যে শ্রোতাদের হৃদয়ে বেশ সাড়া ফেলেছে।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘সাজনা’ গানটির লিরিক্যাল মিউজিক ভিডিও। গানের কথা ও সুর করেছেন সংগীতশিল্পী তরুণ মুনসী।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “আমি গানটির কথা ও সুরে মুগ্ধ। তরুণ মুন্সী দারুণ মুন্সিয়ানার সাথে গানটির কথাতে বাংলা-হিন্দি শব্দের মিশ্রণ ঘটিয়েছেন। একইসাথে গানটির সুর ও সংগীতও হয়েছে অসম্ভব সুন্দর। গানটি গেয়ে আমার ভালো লেগেছে। আশা করি শ্রোতা-ভক্তদের কাছেও গানটি ভালো লাগবে।”

অন্যদিকে গানটি প্রসঙ্গে তরুণ মুনসী বলেন, “আসিফ ভাইয়ের গায়কী নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি চেষ্টা করেছি তার এই মাদকতাময় কণ্ঠে শ্রোতাদের জন্য নতুন কিছু উপহার দেয়ার জন্য। ‘সাজনা’ গানটি শ্রোতাদের পছন্দ হলে আমাদের চেষ্টা সফল হবে।”

Posted in বিনোদন | Comments Off on বাংলা-হিন্দি শব্দের মিশ্রণে আসিফের নতুন গান ‘সাজনা’

ঈদের জন্য প্রস্তুত ছবিয়াল রি-ইউনিয়নের সাতটি নাটক

ঈদে ছবিয়াল বাংলালিংক নিবেদিত ছবিয়াল রি-ইউনিয়ন সাতটি নাটক সাতদিনে দেখানো হবে। সাতজন নির্মাতা নির্মান করেছে সাতটি নাটক। চমক দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত।

ছবিয়ালের ওরা ৭ জন পরিচালক আসছে সাথে নিয়ে ৭টি নতুন ধাঁচের গল্প! নাটকগুলো হলো-  আদনান আল রাজীব বলবে এক অদ্ভুত মায়ার গল্প অন্যদিকে রেদোয়ান রনি বলবে উরাধুরা পাল্টা ধাওয়ার কথা। থাকবে হুমায়ুন সাধু’র চিকন পিনের চার্জার সামলানোর ইতিহাস থেকে ইফতেখার আহমেদ ফাহমি’র গৃহে মাল্টিপ্লাগ নিয়ে সমস্যা! সাহেব বানানোর কথা নিয়ে আসবে শরাফ আহমেদ জীবন ও আশফাক নিপুন দেখাবে একটা ছেলে কতটা ভালো ছিলো! আর আশুতোষ সুজনের কাছে আছে এক ভিন্ন রকমের প্রেমকথা। এইসব কিছু দেখতে চোখ রাখতেই হবে ঈদের দিন থেকে টানা ৭ দিন রাত ৯:৩০ থেকে শুধু একুশে টিভি’র পর্দায়!

 

Posted in বিনোদন | Comments Off on ঈদের জন্য প্রস্তুত ছবিয়াল রি-ইউনিয়নের সাতটি নাটক

পিউ’র একলা জীবন

পিউ। পুরো নাম রোদেলা চৌধুরী পিউ। বয়স মাত্র ১৭/১৮। বাবা-মায়ের একমাত্র সন্তান। তারা দুজনেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। বাবা চৌধুরী গ্রুপের মালিক। আর মা বিখ্যাত পরিবেশবিদ। তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। মাসের প্রায় দিনই দেশের বাইরে থাকেন। পিউকে দেওয়ার মতো সময় তাদের খুব কম।

পিউ এক ভীষণ রোগে আক্রান্ত। আসলে তার মাথার সমস্যা। খুব বেশি কিছু চিন্তা করতে পারে না। অসুস্থ হয়ে পড়ে। বিশাল বাড়িতে পিউ থাকে তার গভর্নেস মনিরার কাছে। পিউ সারাটা দিন নিজের মতো করেই কাটায়। মা-বাবার অনুপস্থিতিতে মনিরাই ওর একমাত্র অবলম্বন।

পিউ’র ভালো লাগে অবীরকে। সে আবীরের সঙ্গে যেতে চায়। কিন্তু কোথায় আবীর? পিউ ভেঙে পড়ে। বুঝতে পারে- আজও তার রাজকুমার তাকে না নিয়ে চলে গেছে।

পিউ’র এমন একলা জীবন নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘একটি রাত’। আর এই চরিত্রে অভিনয় করেছেন প্রভা। রাকেশ বসুর চিত্রনাট্য-পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সজল, রিমু রোজা, সানজিদা মিলা, শেখ আখতার হোসেন, অরূপ এবং শিশুশিল্পী শর্মী।

পরিচালক জানান এটি প্রচার হচ্ছে একুশে টেলিভিশনে ঈদের দিন বেলা ১১টায়।

Posted in বিনোদন | Comments Off on পিউ’র একলা জীবন

নতুনভাবে ফিরছে শাহরুখের ‘দেবদাস’

১২ জুলাই ১৫ বছর পূর্ণ হচ্ছে শাহরুখ খান অভিনীত ছবি ‘দেবদাস’-এর। আর বিশেষ এই দিনে পুনরায় ছবিটি মুক্তি দিতে যাচ্ছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তবে নতুনভাবে, ত্রিমাত্রিকভাবে আসছে ছবিটি।

সঞ্জয় বলেন, ‘‘আমি যখন সিদ্ধান্ত নিলাম যে এটা ত্রিমাত্রিকভাবে সবার সামনে নিয়ে আসবো তারপর থেকে প্রতিটি ফ্রেম ধরে কাজ শুরু করি আমরা। বুঝতে পারি, কতটা গভীরতা নিয়ে ‘দেবদাস’ শুট করা হয়েছিল। আর এজন্যই নতুনভাবে এটি আবার নিয়ে আসা।’’

এদিন সারাবিশ্বেই বড় আকারে মুক্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে ছবিটির।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত দেবদাসে নাম ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। এছাড়া পার্বতীর ভূমিকায় ছিলেন ঐশ্বরিয়া রায়। চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন মাধুরীর দীক্ষিত।
সূত্র: বলিউড লাইফ

Posted in বিনোদন | Comments Off on নতুনভাবে ফিরছে শাহরুখের ‘দেবদাস’

এবারই প্রথম, একটু অন্যরকম

তিনি বাস্তবে যেমন, অধিকাংশ সময় পর্দাতেও তেমনই। মানে নাটক এবং বাস্তবের মধ্যে খুব একটা ফারাক থাকে না উর্মিলার গেটআপ-মেকআপে। তবে এবার একটু অন্যরকম উর্মিলা শ্রাবন্তী করকে আবিষ্কার করবেন তার দর্শকরা।

সে প্রসঙ্গে এই নেত্রী-অভিনেত্রীর কাছ থেকে সরাসরি জানার আগে বলে নেওয়া প্রাসঙ্গিক- এবারই প্রথম প্রশংসিত নির্মাতা সোহেল আরমানের সঙ্গে কাজ করছেন উর্মিলা। নাটকের নাম ‘মন চুরি’। পরিচালক নিজেই এর চিত্রনাট্য তৈরি করেছেন। আর শুটিং শুরু হয়েছে শনিবার (১০ জুন) থেকে উত্তরার স্ক্রিপ্ট হাউজে।

এতে উর্মিলার সহশিল্পী হিসেবে আছেন শাহেদ শরীফ খান, সুমনা সোমা, রওনক হাসান প্রমুখ।

আর এই নাটকেই উর্মিলাকে পাওয়া যাবে একেবারে ভিন্ন ধারার একটি চরিত্রে।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমার জন্য অনেক সাহসী একটি চরিত্র। যেখানে আমাকে দেখানো হচ্ছে উচ্ছন্নে যাওয়া একটি মেয়ের চরিত্রে। যে নিয়মিত স্মোক করে, ওয়েস্টার্ন পোশাক পরে, সারাক্ষণ আড্ডাবাজি করে- এই ধরনের বিষয়। বাস্তবে যেটা আমার সঙ্গে সত্যি সত্যি বেমানান। এমন চরিত্রে এর আগে খুব একটা অভিনয় করা হয়নি আমার।’

তিনি আরও বলেন, ‘সোহেল আরমান ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। গল্পের শেষটাতে দারুণ মোড়। খবু ভালো লাগছে কাজটি করে।’

‘মন চুরি’ আসছে ঈদে প্রচারের কথা রয়েছে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

প্রসঙ্গত, টিভি নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি উর্মিলা দায়িত্ব পালন করছেন টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের প্রচার সম্পাদক হিসেবে।

Posted in বিনোদন | Comments Off on এবারই প্রথম, একটু অন্যরকম

ডি-রকস্টার শুভর সঙ্গে স্পর্শিয়া

দেশের ফিরেছেন সিডনি প্রবাসী ডি-রকস্টার তারকা শুভ। এসেই কাজ করলেন নতুন গানের। ‘অতঃপর’ শিরোনামের গান তৈরি করেছেন তিনি।
আর ঈদের আগে আসছে এর ভিডিও। এতে শুভর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী স্পর্শিয়াকে।

‘অতঃপর’ গানটি লিখেছেন মেহেদি আনসারি, সুর ও সংগীত পরিচালনা করেছেন শাকের রেজা। অল্টারনেটিভ মেলো রক ধাঁচের গানটির মিউজিক ভিডিওতে আরও থাকবেন হামজা, শান ও সৌরকে। ভিডিওটা নির্মাণ করেছেন ফ্লাইবট স্টুডিও।
শুভ বললেন, ‘গানের কাজ আগেই শেষ। এখন চলছে ভিডিও প্রকাশের প্রস্তুতি। আগামী ১৫ জুন এর টিজার প্রকাশ করা হবে। আর ভিডিওটি আসবে ২০ জুন। ‘

তিনি আরও জানালেন, গানটিসহ পুরো অ্যালবামটি প্রকাশিত হবে আগামী জুলাইতে। অনলাইনে শোনা যাবে জিপি মিউজিকে আর এটি জি সিরিজের ব্যানারে কোরবানির ঈদে প্রকাশিত হবে।

সূত্র : বাংলাট্রিবিউন।

Posted in বিনোদন | Comments Off on ডি-রকস্টার শুভর সঙ্গে স্পর্শিয়া

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud