June 2, 2023
বিনোদন রিপোর্ট : গানটি শুধু মুঠোফোনে একবার শুনেছিলেন। তারপরই গাইতে রাজি হয়ে যান সংগীতশিল্পী ইমরান।
এ গায়কের ভাষ্য, ‘এ গান সংশ্লিষ্ট সব শিল্পীই কলকাতার। তবে কম্পোজার ইন্দ্রনীল থাকেন আমেরিকায়। তিনি ফোনে আমার সঙ্গে যোগাযোগ করেন। গানের কথাগুলো খুব সুন্দর। মূলত তা শুনেই গাইতে রাজি হই।’
শিরোনাম ‘মন আমার’। এতে ইমরানের সহশিল্পী হিসেবে আছেন সুমনা সামন্ত মুখার্জি। গানটির লিরিক্যাল ভিডিও গত সপ্তাহে ইউটিউবে প্রকাশিত হয়েছে।
সুমনা কলকাতার মেয়ে। সেখানেই দীর্ঘদিন ধরে গান গাইছেন। সম্প্রতি বাংলাদেশের একটি ছবিতেও গেয়েছেন তিনি। ইদ্রিস হায়দারের পরিচালিত এ ছবির নাম ‘নীল ফড়িং’।
এদিকে, নতুন গান ‘মন আমার’ লিখেছেন শতরূপা বন্দোপাধ্যায়। সংগীত করেছেন ইন্দ্রনীল মিত্র। জানা যায়, গানটির ভিডিও নিয়ে কাজ করছে ইন্দ্রনীল এম টিউনস। লিরিক্যাল ভিডিওটি প্রকাশিত হয়েছে এ প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলেই।
বিনোদন ডেস্ক : ভারতের যোধপুর আদালতে ২০ হাজার রুপির জামিননামায় স্বাক্ষর করলেন বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার (৪ আগস্ট) আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।
চার্টার্ড ফ্লাইটে চড়ে সালমান সেখানে পৌঁছান দুপুর পৌনে ১টায়। তবে ২০ হাজার রুপির জামিননামায় সই করে পাঁচ মিনিট পরই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।
সালমানের আইনজীবী হাস্তিমাল সরস্বত সাংবাদিকদের জানিয়েছেন, আদালত চেয়েছিলেন ‘সুলতান’ তারকা হাজির হয়ে জামিননামায় স্বাক্ষর করুন। আগামী শুনানি হবে এ বছরের ৫ অক্টোবর। তবে তখন তাকে হাজিরা দিতে হবে না।
১৯ বছর পর গত জানুয়ারিতে বেআইনি অস্ত্র মামলা থেকে বলিউড সুপারস্টার সালমান খানকে খালাস করে দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন দুটি চিঙ্কারা (কালো হরিণ) শিকারের জেরে তার বিরুদ্ধে এই মামলা হয়েছিল।
তবে সালমান বেকসুর খালাস হওয়ার পর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত মার্চে আপিল করে রাজস্থান সরকার। এ মামলায় গত ৬ জুলাই ২০ হাজার রুপির জামিননামায় স্বাক্ষর করার কথা ছিল সালমানের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আদালতে আসেননি তিনি।
এদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শেষ ধাপের শুটিং করতে আবুধাবি যাবেন সালমান খান। এর মাধ্যমে পাঁচ বছর পর তার বিপরীতে দেখা যাবে ক্যাটরিন কাইফকে। আলি আব্বাস জাফর পরিচালিত ছবিটি মুক্তি পাবে এ বছরের ২২ ডিসেম্বর।
বিনোদন ডেস্ক :ভক্তদের জন্য সুখবর। জেমস বন্ড সিরিজের ২৫তম ছবির নাম ঘোষণা করা হলো। সেই সঙ্গে প্রকাশ হয়েছে এর গল্পের প্লট।
যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘শ্যাটারহ্যান্ড’ নামেই ছবিটির শুটিং হবে। এ যাত্রায় দৃষ্টিহীন এক ভিলেনের মুখোমুখি হতে হবে বন্ডকে।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মিরর জানিয়েছে, ২৫তম বন্ড ছবির শুটিং হবে ক্রোয়েশিয়ায়। এছাড়া জাপান এবং দক্ষিণ ফ্রান্সেও যাবে ইউনিট। ‘শ্যাটারহ্যান্ড’ মুক্তি পাবে ২০১৯ সালের ৮ নভেম্বর।
জেমস বন্ড চরিত্রটি ব্রিটিশ কথাশিল্পী আয়ান ফ্লেমিংয়ের কালজয়ী সৃষ্টি। তার লেখা উপন্যাস অবলম্বনেই মূলত সিরিজটির ছবিগুলো তৈরি হয়েছে। তবে রেমন্ড বেনসনের লেখা ‘নেভার ড্রিম অব ডাইং’ গ্রন্থ অবলম্বনে সাজানো হয়েছে নতুন ছবির চিত্রনাট্য। বইটিতে গুরুত্ব পেয়েছে টাইলিন মিগনোন নামের এক চিত্রনায়িকার সঙ্গে বন্ডের সম্পর্ক। টাইলিনের স্বামী ‘দ্য ইউনিয়ন’ নামে অপরাধ সংগঠনের সঙ্গে জড়িত।
সিরিজের আগের দুই ছবি ‘স্কাইফল’ ও ‘স্পেক্টর’-এর পরিচালক স্যাম মেন্ডেসের স্থলাভিষিক্ত কে হবেন তা চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে এগিয়ে আছেন ইয়ান ডেমাঞ্জ (সেভেন্টি ওয়ান), ডেভিড ম্যাকেঞ্জি (হেল অর হাই ওয়াটার) এবং ডেনিস ভিলেন্যুভ (অ্যারাইভাল, ব্লেড রানার ২০৪৯ )।
তবে ‘স্পেক্টর’ ছবির দুই ভিলেন ক্রিস্টোফ ওয়াল্টজ ও ডেভ বাউটিস্টা এবারের পর্বেও থাকবেন। মিস মানিপেনির ভূমিকায় যথারীতি ফিরবেন নাওমি হ্যারিস। কিউ চরিত্রেও থাকবেন বেন হুইশো।
এদিকে জিরো জিরো সেভেন ভক্তরা জেমস বন্ড চরিত্রে পঞ্চমবারের মতো ড্যানিয়েল ক্রেগকে দেখতে মুখিয়ে আছেন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এটা মোটামুটি নিশ্চিত যে তার মুখেই শোনা যাবে সেই বিখ্যাত সংলাপ, ‘বন্ড, জেমস বন্ড!’
ড্যানিয়েল ক্রেগ অভিনীত বন্ড সিরিজের ছবিগুলো হলো ‘ক্যাসিনো রয়েল’, ‘কোয়ান্টাম অব সোলেস’, ‘স্কাইফল’ ও ‘স্পেক্টর’।
বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক কাজী হায়াৎ। বৃহস্পতিবার সমিতির সদস্যপদ বাতিলের আবেদন করেন তিনি।
চলচ্চিত্র সমিতির পক্ষ থেকে তার আবেদনপত্রটি গ্রহণ করেছেন প্রচার প্রকাশনা ও দফতর সম্পাদক সাহাবুদ্দিন।
পরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি আর সিনেমা নির্মাণ করবেন না বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, ‘হয়তো আর সিনেমা নির্মাণ করবো না।’ আবেদনপত্রে কাজী হায়াৎ উল্লেখ করেছেন, ‘একটি সিনেমা নির্মাণ করতে গিয়ে আপনাদের কাছে চলচ্চিত্রটির নাম নিবন্ধন করার আবেদন করেছিলাম। এই নাম নিবন্ধন নিয়ে আমার সঙ্গে আপনারা যে টালবাহানা শুরু করেছেন তাতে আমি ভীষণভাবে লজ্জিত। এমতাবস্থায় দয়া করে আমার সমিতির সদস্যপদ প্রত্যাহার করে আমাকে বাধিত করিবেন।’
প্রশ্ন উঠেছে যৌথ প্রযোজনা নিয়ে চলচ্চিত্র ঐক্যজোটের বিপক্ষে ও জাজ মাল্টিমিডিয়ার পক্ষে অবস্থান নেয়ার কারণেই তার সঙ্গে এমনটা ঘটছে কিনা?
এবিষয়ে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার গণমাধ্যমকে বলেন, ‘আবেদনপত্রটি আমরা পেয়েছি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে আলোচনা করছি।’
আমাদের সময়ডটকম
বিনোদন রিপোর্ট :সাম্প্রতিক বিচ্ছেদ ঝড়ের পর থমথমে জীবনকে স্বাভাবিক নিয়মে নিয়ে চলার চেষ্টা করছেন অভিনেত্রী মিথিলা। আগের মতো চাকরি করছেন, করছেন অভিনয়ও। সেইসঙ্গে একমাত্র মেয়ে আয়রা’কে সবসময় কাছে রাখছেন।
কয়েকদিন আগে বরিশালে গিয়েছিলেন ব্র্যাকের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি ক্যাম্পেইনে। এই ক্যাম্পেইনে মিথিলার সঙ্গে অংশগ্রহণ করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ।
মিথিলা জানান, শিগগিরই ‘শিশু বিকাশ’ বিষয়ক একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন। এর বিস্তারিত সময় হলেই সবাইকে জানান দেবেন তিনি। এরমধ্যে তিনি মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় ‘ব্যাচ টুয়েন্টি সেভেন :লাস্ট চ্যাপ্টার’ টেলিফিল্মের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন অপূর্ব।
এছাড়া আসছে ঈদ উপলক্ষে মিথিলা ইফতেখার আহমেদ ফাহমি, রেদওয়ান রনি ও শিহাব শাহীনের নির্দেশনাতেও ঈদের নাটকে কাজ করবেন।
এরমধ্যে বেশকিছু ভালো গানে মডেল হিসেবে কাজ করারও প্রস্তাব এসেছে। কিন্তু আপাতত আর নয়। এখন মিথিলার ব্যস্ততা শুধুই চাকরি আর আয়রাকে নিয়ে। ফাঁকে সময় মিললে দেখা মিলবে অভিনয়ে।সূত্র : ইত্তেফাক।
ডেস্ক রিপোর্ট : তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাংবাদিকদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা ও হয়রানি সম্পর্কে বিস্তারিত তথ্য নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৪ জুলাই) মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় অনির্ধারিত আলোচনায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে এ বিষয়ে জানতে চান তিনি।
এর আগে সভার আলোচ্যসূচি অনুযায়ী বংলাদেশ সংবাদ সংস্থা আইন-২০১৭’র খসড়া প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করেন তথ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বলতে গিয়ে এক পর্যায়ে সম্প্রতি আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় সাংবাদিকদের নামে মামলা, গ্রেফতার, হয়রানি ও আন্দোলন সম্পর্কে বক্তব্য তুলে ধরেন হাসানুল হক ইনু। মন্ত্রিপরিষদের বৈঠকে ছিলেন এমন একাধিক মন্ত্রী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীকে হাসানুল হক ইনু বলেছেন— ‘দেশের বিভিন্ন স্থানে এই আইনের ৫৭ ধারা ব্যবহার করে অনেকেই সাংবাদিকদের নামে মামলা করছে। সেই মামলায় অনেক সাংবাদিক গ্রেফতারও হচ্ছেন। এই মামলা ও গ্রেফতারকে কেন্দ্র করে সাংবাদিকরা আন্দোলন-সংগ্রাম করছেন, রাস্তায় নামছেন। এই মামলার বিরুদ্ধে তারা নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন ও তা পালন করছেন। সাংবাদিকরা এই আইনটি বাতিল চান বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তথ্যমন্ত্রী।
এ সময় তথ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চান, ‘এই ধারায় কতজন সাংবাদিকের নামে মামলা হয়েছে? এই মামলায় কতজন সাংবাদিক জেলে আছেন? সরকার কি কোনও সাংবাদিকের নামে এই ধারা ব্যবহার করে মামলা করেছে? যারা এই ধারা ব্যবহার করে সাংবাদিকদের নামে মামলা করেছে, তারা তো সরকারের কেউ নয়। এই মামলাগুলো যারা করেছেন, তারা তো ব্যক্তিগতভাবে করেছে।’
প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ‘সাংবাদিকদের হয়রানির উদ্দেশে তো সরকার এই আইন করেনি। কেউ যদি ইচ্ছা করে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য দিয়ে দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে কিছু লেখে তাহলে কি হবে? কেউ যদি দেশের ক্ষতি করতে চায় তাহলে কি হবে? কেউ যদি দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে যা খুশি তাই লিখে দেয় তাহলে কি হবে? এসব অপরাধ ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হবে? আইন তো সাংবাদিকদের হয়রানির জন্য করা হয়নি? সরকার তো কোনও সাংবাদিকের নামেও মামলা করেনি।’
এ সময় মন্ত্রিপরিষদের সব সদস্যই নিশ্চুপ ছিলেন বলে জানা গেছে। একপর্যায়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘একজন সংসদ সদস্য তার নির্বাচনি এলাকায় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য অনুমতি চেয়েছিলেন। আমরা সবকিছু বিবেচনা করে দেখেছি, সেখানে এ ধরনের কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেওয়া যায় না। তাই আমরা সেই কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেইনি। এ কারণে ওই সংসদ সদস্য তার মালিকানায় থাকা একটি দৈনিকে মিথ্যা তথ্য দিয়ে আমার নামে নানান কুরুচিপূর্ণ প্রতিবেদন প্রকাশ করছে।’
এরপর শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘মিথ্যা তথ্য দিয়ে কেউ যদি আপনার নামে রিপোর্ট প্রকাশ করে, তাহলে তার বিরুদ্ধে মামলা করার অধিকার আপনার রয়েছে। কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট প্রকাশ করে তাহলে তো আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন।’
সূত্র : বাংলাট্রিবিউন।
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার -২০১৫ প্রদান করবেন ।
চলচিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতি স্বরুপ আজ বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনা নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দিবেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লা সম্মানিত অতিথি হিসেবে এবং তথ্যসচিব মরতুজা আহমদ স্বাগত বক্তব্য দেবেন।
তথ্য মন্ত্রনালয় গত ১৯ মে ২০১৫ সালের চলচিত্র শিল্পে ২৫টি ক্যাটাগরিতেঅসামান্য অবদান রাখার জন্য ৩১ জনের নাম ঘোষনা করে।
নির্বাচিতরা হচ্ছেন চিত্রনায়িকা শাবানা ও সংগীতজ্ঞ ফেরদৌসি রহমান। ‘বাপজানের বায়োস্কাপ’ ও ‘অনিল বাগচীর একদিন’ যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, মো. রিয়াজুল মওলা রিজু এবং মোরশেদুল ইসলাম যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, প্রধান চরিত্রে শাকিব খান ও মাহফুজ আহমেদ যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতা ও জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করছেন।
এছাড়াও পুরস্কার পাচ্ছেন পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা গাজী রাকায়েত ও শ্রেষ্ঠ অভিনেত্রী তমা মির্জা, খল চরিত্রে শ্রেষ্ঠ ইরেশ যাকের, শ্রেষ্ঠ শিশুশিল্পী যারা যারিব । শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার প্রমিয়া রহমান, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সানী জুবায়ের, শ্রেষ্ঠ গায়ক যুগ্মভাবে সুবীর নন্দী ও এস আই টুটুল, শ্রেষ্ঠ গায়িকা প্রিয়াংকা গোপ, শ্রেষ্ঠ গীতিকার আমিরুল ইসলাম, শ্রেষ্ঠ সুরকার এস আই টুটুল, শ্রেষ্ঠ কাহিনিকার মাসুম রেজা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার যুগ্মভাবে মাসুম রেজা ও মোঃ রিয়াজুল মওলা রিজু, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হুমায়ুন আহমেদ, শ্রেষ্ঠ সম্পাদক মেহেদী রনি, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক সামুরাই মারুফ, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন কুমার পাল, শ্রেষ্ঠ পোষাক ও সাজ-সজ্জা মুসকান সুমাইয়া, শ্রেষ্ঠ মেক-আপম্যান হিসেবে শফিক।
পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে প্রখ্যাত শিল্পীরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন।
সূত্র : বাসস।
বিনোদন ডেস্ক : চলচ্চিত্র সাংবাদিকদের সবচেয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচনে সম্পন্ন হয়েছে গতকাল (২১ জুলাই)। এতে আবদুর রহমান–ইকবাল করিম নিশান প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।
দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুর রহমান আর সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান। আবদুর রহমান পেয়েছেন ২৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন এরশাদ পেয়েছেন ১৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ইকবাল করিম নিশান ২৮৪ ভোট। তার নিকটতম প্রার্থী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১১২ ভোট।
এদিন রাত ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার।
ঐতিহ্যবাহী এই সংগঠনে ২ বছরের জন্য আরও দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি বাদল আহমেদ (২৫৭), সীমান্ত খোকন (২৫৫), সহ-সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম (২৩৫), অর্থ সম্পাদক নবীন হোসেন (২৭২), সাংগঠনিক সম্পাদক সৈকত সালাহউদ্দিন (২৬১), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রিমন মাহফুজ (২৩৯), মহিলা বিষয়ক সম্পাদক আবিদা নাসরিন কলি (২৬৬), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান রিজভী (২৪২), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ জেয়াদ (২৮৩), দফতর সম্পাদক মইনুল হক রোজ (২৫১)।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন, মাহফুজ সিদ্দিকী (২১৮), রাজা সিরাজ (২৩০), মনিরুল ইসলাম মানিক (১৮৫), শফিকুল আলম মিলন (২৪৮), সিরাজুল ইসলাম সিরাজ (২০১), রেজাউল করিম রেজা (২৩২), মুজাহিদ সামিউল্লাহ (২৪৬), সুরাইয়া রহমান মনি (২১১) ও রাহাত সাইফুল (২৬২)।
ফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান বলেন, ‘সামনে ঐতিহ্যবাহী এ সংগঠনের ৫০ বছরপূর্তি হবে। সবাইকে নিয়ে এটি আমরা উদযাপন করব। আর বাচসাসকে শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য সবাইকে পাশে চাই।’
ভোটের দিন শুক্রবার প্রেসক্লাবে সকাল ১০টায় শুরু হয় বার্ষিক সাধারণ সভা। দুপুর ১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মাঝখানে নামাজ ও খাবারের বিরতি ছিলো।
নির্বাচনে ২১টি পদের বিপরীতে অংশ নিয়েছেন ৪২ প্রার্থী। মোট ভোটার ছিলেন ৪৬৮ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৪০৮ জন।
বিনোদন রিপোর্ট : অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় তারকা জুটি তাহসান-মিথিলা।
গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ ক’দিন ধরেই। হাওয়ায় উড়ে বেড়ানো কথাটাই অবশেষে সত্য বলে স্বীকার করে নিলেন তাহসান। ১৬ বছরের সম্পর্কের ইতি ঘোষণা করে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক যৌথ বার্তা প্রকাশ করেন তাহসান।
বার্তায় তাহসান ও মিথিলা বলেন, “বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।”
ভক্তদের উদ্দেশে তারা বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
“আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। বিচ্ছেদ হয়ে গেলেও বাবা-মা হিসেবে আমরা দায়িত্ব পালন করে যাব।”
ভক্তদের উদ্দেশে তারা বলেন, “আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।”
এর আগে ঘর ভাঙার গুজব নিয়ে মিথিলার কাছে এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে তিনি গ্লিটজকে বলেছিলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলার সময় হলে, আমি নিজেই সবাইকে জানাবো।”
দু’বছর প্রেম করে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান-মিথিলা। ২০১৩ সালে এ দম্পতির ঘরে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খান।
তাহসান ও মিথিলা দুজনেই শিক্ষকতার পাশাপাশি সংগীত, অভিনয় ও মডেলিংয়ে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন।
দেশের শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাত গুণীজনকে শিল্পকলা পদক প্রদান করা হবে আজ বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পদকপ্রাপ্তদের ১ লাখ টাকার চেক, স্বর্ণপদক ও সনদপত্র দেওয়া হবে। যন্ত্রসংগীত, নৃত্যকলা, ফটোগ্রাফি, চারুকলা, লোকসংস্কৃতি, নাট্যকলা ও সংগীতশিল্পে অবদানের জন্য সাতজন গুণী শিল্পীকে এ পদক দিয়ে সম্মানিত করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সচিব মো. ইব্রাহীম হোসেন খান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উপস্থিত থাকবেন।