পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামায়াত নেতা ইউসুফ জেলহাজতে

yousuf arrest

 

 

 

 

 

 

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফকে জেলহাজতে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তার জামিনের আবেদনের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে বলে আদেশ দিয়েছেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির। বিচারক প্যানেলের সদস্য বিচারপতি আনোয়ারুল হক এ সময় উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনাল বসার সময় পার হয়ে যাওয়ায় চেম্বারে বসে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

রোববার বিকেল ৪টা ৫ মিনিটে ট্রাইব্যুনালে আনা হয় ইউসুফকে। ৪টা ১৭ মিনিটে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। তবে তাকে চেম্বার কক্ষে নেওয়া হয়নি। আদেশের পর পৌনে ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় একেএম ইউসুফকে।

ইউসুফের জামিনের আবেদন জানিয়েছেন তার আইনজীবী সাঈদুর রহমান। তিনি পরে সাংবাদিকদের বলেন, “তাকে (ইউসুফ) গ্রেফতার করা দুঃখজনক। আমরা সকালে ট্রাইব্যুনালকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সোমবার তাকে আমরা ট্রাইব্যুনালে হাজির করবো। কিন্তু ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ২৬ মের মধ্যে গ্রেফতারের আদেশ দেন। এ গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার আগেই আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে। এতে আইনের ব্যত্যয় ঘটেছে।”

“চেম্বারে বসে এ ধরনের আদেশ দানের ঘটনা এর আগে কখনো দেখিনি” বলেও অভিযোগ করেন সাঈদুর রহমান।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, ““মহান মুক্তিযুদ্ধকালে ইউসুফের ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আমরা এনেছিলাম, ট্রাইব্যুনাল সেগুলো আমলে নিয়েছেন। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলাম। আদালত তা মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি  করেন। তাকে গ্রেফতারের পর ট্রাইব্যুনালে আনা হলে জামিনের আবেদন জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
সোমবার এ আবেদনের শুনানির দিন ধার্য করে ট্রাইব্যুনাল তাকে জেলহাজতে পাঠিয়েছেন।”

এর আগে রোববার দুপুরে রাজধানীর নিজ বাড়ি থেকে ইউসুফকে গ্রেফতার করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে ধানমণ্ডির ১০/এ রোডের ৩৭/এ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ইউসুফ ওই বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতেন।

র্যাব-২-এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান বাংলানিউজকে জানান, একেএম ইউসুফকে গ্রেফতার করে শেরেবাংলা নগরে র্যাব-২-এর কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করেছে। দুপুর ২টার দিকে র্যাব-২ কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়।

সকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের এই নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২৬ মের মধ্যে তাকে গ্রেফতার করার পর ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজিরেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এ আদেশ পাওয়ার পর পরই ৠাবের একটি দল ধানমণ্ডিতে ইউসুফের বাড়ি ঘিরে ফেলে।

মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা, ডা. মালেক মন্ত্রিসভার সদস্য ইউসুফের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্মান্তরকরণ, বাড়ি-ঘর ও দোকানে লুটপাট, অগ্নিসংযোগের ১৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগে।

এসব অভিযোগে আনুমানিক আট শতাধিক মানুষকে গণহত্যা, আটজনকে হত্যা, হিন্দু সম্প্রদায়ের আনুমানিক ২০০ জনকে ধর্মান্তরকরণ, আনুমানিক ৩০০ বাড়ি-ঘর লুণ্ঠন ও অগ্নিসংযোগে ধ্বংস করা এবং প্রায় ৪০০ দোকান লুণ্ঠন ও অগ্নিসংযোগে ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া পাকিস্তানি বাহিনীর সকল সহযোগী বাহিনীকে নেতৃত্ব দানের কারণে তিনি অভিযুক্ত হয়েছেন সুপিরিয়র রেসপনসিবিলিটির (উর্ধ্বতন নেতৃত্ব) দায়েও।

উল্লেখ্য, এর আগে জামায়াতের সাবেক-বর্তমান ৯ শীর্ষ নেতাকে গ্রেফতারের পর তাদের চারজনের বিচারিক কার্যক্রম শেষ হয়েছে, বিচার চলছে দুইজনের ও তদন্ত চলছে আরো তিনজনের বিরুদ্ধে। জামায়াতের ১০ম শীর্ষ নেতা হিসেবে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত ও গ্রেফতার হয়েছেন ইউসুফ।

এছাড়া বিচার শেষ হয়েছে সাবেক এক জামায়াত নেতার, বিচার চলছে বিএনপির সাবেক-বর্তমান দুই নেতার আর তদন্তাধীন রয়েছে আরও ছয়জনের মামলা। শেষোক্ত নয়জনের মধ্যে পলাতক একজন আর চারজনকে গ্রেফতার করা হয়েছে।

 

Posted in জাতীয় | Leave a comment

সরিষার তেলের বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে কেয়া

সরিষার তেলের বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে কেয়া চিত্রনায়িকা শব্দটি যে কোনো দেশের চলচ্চিত্র অঙ্গনে সন্মানের। কিন্তু আমাদের দেশে আলোচনার চেয়ে বারবার সমালোচনার শিকার এ সময়ের নায়ক-নায়িকারা। সেটার অবশ্য কারণও রয়েছে।

সম্প্রতি চিত্রনায়িকা কেয়া এমনই একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে বিতর্কের শিকার হয়েছেন।

সুরেশ খাঁটি সরিষার তেলের এ বিজ্ঞাপনচিত্র দেখার পর যে কারও মনে প্রশ্ন জাগবে- এটি কি কোনো বিজ্ঞাপনচিত্র না আইটেম গান। চ্যানেল সিক্সটিনে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।

আর সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বিজ্ঞাপনচিত্রটির শেয়ার হয়েছে ২৭৭১ এবং লাইক পড়েছে ১১৭৩।

কিন্তু সেটা মূলকথা নয়, একজন চিত্রনায়িকা অশালীন পোশাকে, অশ্লীল অঙ্গভঙ্গিতে সরিষার তেলের বিজ্ঞাপনচিত্রে নিজেকে উপস্থাপন করছেন-এমন মন্তব্য অনেকেরই।

সম্প্রতি এফডিসিতে শুটিং হওয়া বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা বাপ্পী সাহা।

নিজেকে প্রচারের উদ্দেশ্যে কি তাহলে এমন বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন চিত্রনায়িকা কেয়া? এর আগেও বেশ কিছু ঘটনা নিয়ে দারুণ সমালোচনার শিকার হয়েছিলেন।

চিত্রজগতে তার উত্থান-পতনের পাশাপাশি পুলিশের হাতে আটক হওয়া, মাদক বহনসহ নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

তবে সবকিছুর পরও দর্শকের কাছে তিনি একজন চিত্রনায়িকা। এতকিছুর পর বিজ্ঞাপনচিত্রে এমন ভঙ্গিমায় উপস্থিত হয়ে আবারও সমালোচনার শিকার হলেন চিত্রনায়িকা কেয়া।

তবে কি আমরা ধরেই নিবো নিত্যনতুন বিতর্ক সৃষ্টি করেই মূলত তার‍া মিডিয়ায় টিকে থাকতে চায়!

পাঠকের জন্য বিজ্ঞাপনচিত্রটির লিংক নিচে দেওয়া হলো:

https://www.facebook.com/photo.php?v=601555496522421&set=vb.110565578986758&type=2&theater

Posted in বিনোদন | Leave a comment

৪ সিটিতে শনিবার ব্যাংক খোলা

download (3)ঢাকা: খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এলাকায় সব বাণিজ্যিক ব্যাংকের শাখা শনিবার খোলা থাকবে। সিটি করপোরেশনে প্রার্থীদের জামানতের টাকা জমা দেয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন সাধারণ নির্বাচন উপলক্ষে ১১ মে এসব মেট্রোপলিটন এলাকার সব তফসিলি ব্যাংক খোলা রাখা হবে।

Posted in ব্যবসা-অর্থনীতি | Leave a comment

আজ টি-টোয়েন্টির লড়াই

ban-zimবুলাওয়ে: টেস্ট সিরিজ ড্র আর ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশ। ২০০৬ সালের পর শনিবারই প্রথম ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

পরিসংখ্যানের বিচারে এগিয়ে বাংলাদেশই। এখন পর্যন্ত দুই দলের একমাত্র মোলাকাতে বিজয়ী দলের নাম বাংলাদেশ। কিন্তু আরেকটি ক্রিকেট যুদ্ধের আগে পিছিয়ে পড়েছে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। প্রথমত, ওয়ানডে সিরিজে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হার। দ্বিতীয়ত, অধিনায়ক মুশফিকুর রহিমের পদত্যাগের ঘোষণা। যা বাংলাদেশ শিবিরকে টালমাটাল করে তোলে।
তবে এই সব বিষয়কে পেছনে ফেলে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। আর তা করে দেখানোর প্রত্যয় দেখিয়েছেন নাসির হোসেন-রবিউল ইসলামরা। এখন টাইগারদের নতুন বিগ্রেড যদি ওয়ানডের পারফরম্যান্স টি-টোয়েন্টিতে টেনে নিয়ে আসতে পারেন, আর একই সাথে যদি জ্বলে ওঠেন তামিম-সাকিবরা তবে ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে বাংলাদেশ।

Posted in খেলাধুলা | Leave a comment

নিষিদ্ধ হচ্ছে ব্রাজিলের বুভুজেলা!

bubujelaদক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সবার কান ঝালাপালা করে দিয়েছিল বুভুজেলা। এর গগণবিদারী শব্দে অনেকেই হয়েছিলেন বিরক্ত। তাই ব্রাজিল বিশ্বকাপের আগেই বুভুজেলার ব্রাজিল সংস্করণ ক্যাক্সিরোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে সেখানকার পুলিশ! অনেকের জন্য এটা খুশির সংবাদ হলেও ব্রাজিল বিশ্বকাপের সময় থাকছে না এ নিষেধাজ্ঞা।

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের পুলিশ খানিকটা বাধ্য হয়েই সাময়িক এ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। কিছুদিন আগে ব্রাজিলের অ্যারেনা ফন্ট নোভা স্টেডিয়ামে স্থানীয় প্রতিযোগিতার একটি ম্যাচে দলের হারের কারণে হলুদ-সবুজ রঙের ক্যাক্সিরোলা মাঠে ছুড়ে মারে। আর এ কারণেই স্থানীয় ওই প্রতিযোগিতাটির ফাইনালে ক্যাক্সিরোলার ‍ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেখানকার পুলিশ।
সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ব্রাজিল বিশ্বকাপে (২০১৪) এর ব্যহারে থাকছে না কোনো বিধিনিষেধ। কারণ বিশ্বকাপে খোদ ফিফাই ক্যাক্সিরোলাকে আনুষ্ঠানিক সঙ্গীত যন্ত্রের মর্যাদা দিয়েছে। এমনকি বিশ্বকাপের আগে কনফেরডারেশন কাপেও ধ্বনিত হতে পারে ক্যাক্সিরোলা।
বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বুভুজেলার শব্দ মাত্রাতিরিক্ত বিরক্তিকর হলেও ক্যাক্সিরোলায় উৎপন্ন শব্দ হবে তুলনামূলক শ্র“তিমধুর।

 

Posted in খেলাধুলা | Leave a comment

সন্ধ্যায় খালেদা-তারানকো বৈঠক

khaleda-tarankoঢাকা: জাতিসংঘের সহকারী মহাসচিব ওসকার ফার্নান্দেজ তারানকোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

শনিবার সন্ধ্যা ৬টায় তারা গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ সময় তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাভারে ভবন ধস ইত্যাদি সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
তারানকোর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি শুক্রবার বাংলাদেশে আসে। এদিনই তার সঙ্গে বৈঠক হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী।

Posted in রাজনীতি | Leave a comment

কেসিসি নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা করতে ১৮ দলের সিদ্ধান্ত

kccখুলনা: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারে ১৮ দল অংশ নেয়ার ব্যাপারে একমত পোষণ করেছে। কেন্দ্র সিদ্ধান্ত না নিলেও কর্মীদের আন্তরিকতার মনোভাব দেখেই ১৮ দল এমন সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে মেয়র পদে একক প্রার্থী দেয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

এদিকে মুসলিম লীগ ও জামায়াত ইসলামী মেয়র পদে নির্বাচন করার উদ্যোগ থেকে সরে এসেছে। রোববার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আর আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।
এ ব্যাপারে গত শুক্রবার নগর বিএনপি কার্যালয়ে ১৮ দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জোটের স্থানীয় সমন্বয়ক ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নগর সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের আইনজীবী গোলাম মোহাম্মদ, মাওলানা নাসির উদ্দিন, বিজেপির লতিফুর রহমান লাবু, সিরাজ উদ্দিন সেন্টু, মুসলিম লীগের আক্তার জাহান রুকু, জাগপার সালাহ উদ্দিন মিঠু ও পিপলস লীগের ড. আফতাব হোসেন।
বৈঠকে নেতারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নিতেও ঐক্যমত পোষণ করেন।
বৈঠকে যুক্তি দেখানো হয়, ২০০৮ সালের মেয়র নির্বাচনে তৎকালীন ৪ দলীয় জোটের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না থাকায় এ পদটি হারাতে হয়। এতে বিএনপিসহ সমমনারা রাজনৈতিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
বৈঠকে আরও উল্লেখ করা হয়, কর্মীদের আন্তরিকতার পরিপ্রেক্ষিতে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। সংসদের খুলনা-২ ও ৩ আসনে ১৮ দলের জনসমর্থন বেশি থাকায় তারা মেয়র পদটি হাতছাড়া করতে রাজি নন বলে অভিমত ব্যক্ত করেন।
১৮দলের একটি নির্ভরযাগ্য সূত্র জানিয়েছেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি নাগরিক কমিটির মেয়র প্রার্থী হিসেবে শনি অথবা রোববার মনোনয়নপত্র জমা দেবেন।
তারপক্ষ থেকে ইতোমধ্যেই জামানতের টাকা জমা দেয়া হয়েছে। তিনি ২০০৮ সালের ৪ আগষ্ট নির্বাচনে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। ১৯৯৪ ও ২০০২ সালে সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে নগর বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত হন। তিনি একজন মুক্তিযোদ্ধা ।

Posted in আইন-আদালত | Leave a comment

সৌদিতে পুনরায় চালু হচ্ছে ইকামা ট্রান্সফার

Saudi-রিয়াদ: বহু প্রতীক্ষার পর অবশেষে শনিবার থেকে চালু হতে যাচ্ছে সৌদি আরবে বাংলাদেশিদের ইকামা ট্রান্সফার (ভিসা ঠিক রেখে নিয়োগকর্তা পরিবর্তন)। সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির এবারের সৌদি সফরের পর এই উদ্যোগ নেয় দেশটির সরকার।
বিশ্বস্ত সূত্র জানায়, শনিবার থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিরা তাদের ইকামা ট্রান্সফার এবং পেশা পরিবর্তন করতে পারবেন। এবং যারা দীর্ঘদিন থেকে অবৈধভাবে সেখানে বাস করছেন, তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষনা করা হয়েছে। আগামী দুই মাস পর্যন্ত এসব সুবিধা বহাল থাকবে।
সূত্র আরও জানায়, যেসব শ্রমিক হুরুপে (নিয়োগকর্তার মামলা) আছেন, তাদের হুরুপ কাটানোর বিষয়টিও সৌদি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
সৌদি সরকারের এ সিদ্ধান্তে দেশটির লাখ লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

Posted in প্রবাসী জীবন | Leave a comment

জন কেরি-দীপু মনি বৈঠক ১৭ মে

Dipu-+-kerryনিউইয়র্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষা‍ৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।আগামী ১৭ মে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ওয়াশিংটনে জন কেরির সঙ্গে সাক্ষা‍ৎ করবেন।

এছাড়া ১৩ মে জাতিসংঘে “গ্লোবাল ট্রাফিকিং অব চিলড্রেন অ্যান্ড ওমেন” শীর্ষক এক সেমিনারেও বক্তব্য রাখবেন তিনি।
আগামী সোমবার পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র পৌঁছাবেন পররাষ্ট্রমন্ত্রী। নিউইয়র্র্কে একদিন কাটিয়ে ১৪ মে যাবেন ওয়াশিংটন। সফরের শেষ দিনে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে পররাষ্ট্র দফতরের সূত্রটি জানিয়েছে। তবে এর আগেও গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকে যোগ দেবেন তিনি। জন কেরি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটাই হচ্ছে প্রথম বৈঠক।
দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানায় সূত্রটি।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এ কে মোমেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ১৩ মে সকাল ১০টায় জাতিসংঘে “গ্লোবাল ট্রাফিকিং অব চিলড্রেন অ্যান্ড ওমেন” শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখবেন। এরপর প্রথমে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এবং পরে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। পররাষ্টমন্ত্রী এদিন সন্ধ্যায় নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার রাতেই অথবা মঙ্গলবার সকালে পররাষ্টমন্ত্রী ওয়াশিংটনে পৌঁছাবেন। আগামী ১৭ মে তিনি নিউইয়র্কে একঘণ্টার যাত্রা বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন দীপু মনি।
ওয়াশিংটনে নিযুক্ত প্রেস মিনিস্টার স্বপন সাহা জন কেরির সঙ্গে দীপু মনির সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ৫ দিনের সফরে ওয়াশিংটনে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির অন্যান্য বৈঠক সম্পর্কে জানাতে পারেননি।

Posted in প্রবাসী জীবন | Leave a comment

সংকট নিরসনে আলোচনার আহ্বান জাতিসংঘের

hasina unঢাকা: রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো।

শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
তারানকো বলেন, “বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। সব দলের মধ্যে নির্বাচনকালীন সরকার বিষয়ে সমঝোতার মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই চায় জাতিসংঘ।”
বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার সব ধরনের চেষ্টা করছে বলে জাতিসংঘের দূতকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
এরআগে শুক্রবার তিন দিনের সফরে তারানকো ঢাকা পৌঁছান। সফরকালে বিরোধীদলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন জাতিসংঘের এই দূত। সন্ধ্যায় তার বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচন প্রক্রিয়া কোন পদ্ধতিতে হবে বা প্রক্রিয়া নির্ধারণে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে উভয় দলের অবস্থান জানতে চাইবেন এই জাতিসংঘ দূত। অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে একটি কার্যকর সংলাপের ক্ষেত্রে জাতিসংঘ কোনো সহায়তা দিতে পারে কি না সে বিষয়েও প্রস্তাব দেবেন তিনি।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে খতিয়ে দেখতে গত ডিসেম্বরে তিনি ঢাকা সফর করেন।

Posted in জাতীয় | Leave a comment

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud