পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অবশেষে জয় পেল বাংলাদেশ

bangladesh+zimbabweবুলাওয়ে: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি- টোয়েন্টিতে ৩৪ রানের জয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরালো বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে নয় উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশ: ১৬৮/৭ (২০ ওভার)
জিম্বাবুয়ে: ১৩৪/৯ (২০ ওভার)
ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সফরকারী বোলারদের রোষানলে পড়ে জিম্বাবুয়ে। ৫ রানে সাজঘরে ফেরেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা (২)। তাকে বোল্ড করেন আব্দুর রাজ্জাক। দলীয় ৪৫ রানে অধিনায়ক ব্রেন্ডন টেলরকে (১৫) শিকার করেন সাকিব আল হাসান। আট রান যোগ হতেই শফিউল ইসলামের বলে মাহমুদুল্লাহ’র তালুবন্দী হয়ে বিদায় নেন ভুসি সিবান্দা। ১৯ বলে তিনটি চার ও এক ছয়ে ৩২ করেন তিনি। ৭৮ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। প্রান্ত বদলের সময় রবিউল ইসলামের থ্রোতে উইকেট হারান সিয়ান উইলিয়ামস (১৬)।
জিম্বাবুয়ের পঞ্চম উইকেটের পতন হন ৯৯ রানে। আব্দুর রাজ্জাকের দ্বিতীয় শিকার হন ম্যালকম ওয়ালার (১০)। ১২০ রানের মাথায় বিদায় নেন সিকান্দার রাজা। সাকিব আল হাসানের বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলে করেছেন ৩২। পরবর্তী ব্যাটসম্যানরা উইকেটে আসা যাওয়ার মধ্যে থাকায় ১৩৪ রান পর্যন্ত যেতে সক্ষম হয় জিম্বাবুয়ে।
২২ রানে চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান। দুটি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলাম।
এর আগে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৪ রানে প্রথম উইকেট হারায় সফরকারী। প্রসপার উতসেয়ার বলে শামসুর রহমানকে (২) তালুবন্দী করেন ম্যালকম ওয়ালার। তামিমকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন সাকিব। সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন সাকিব । মুসাঙ্গবির বলে রাজার হাতে ধরা পড়ার আগে ২৮ বলে ছয়টি চার ও এক ছয়ে ৪০ করেন তিনি।
দলীয় ১০১ রানে তৃতীয় উইকেটের পতন হয়। উতসেয়ার দ্বিতীয় শিকার হন তামিম ইকবাল। ৩০ বলে ছয় বাউন্ডারি ও এক ছয়ে ৪৩ আসে তামিমের ব্যাটে। অপর ব্যাটসম্যানদের মধ্যে মুশফিক ১২ বলে দুই চারের সাহায্যে ১৭ ও নাসির হোসেন ২৩ বলে তিন বাউন্ডারিতে করেন ২৭।
উতসেয়া ১৫ রানে দুটি উইকেট নেন। এছাড়া ভিতরি, হ্যামিল্টন মাসাকাদজা, পানিয়াঙ্গারা ও মুসাঙ্গবি একটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ছয় রানে পরাজিত হয় সফরকারীরা।
বাংলাদেশ: তামিম ইকবাল, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, মাহমুদুল্লাহ, মমিনুল হক, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, শফিউল ইসলাম ও রবিউল ইসলাম।
জিম্বাবুয়ে: হ্যামিলটন মাসাকাদজা, ভুসি সিবান্দা, সিয়ান উইলিয়ামস, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার,নাতসাই মুসাঙ্গবি, তিনাশে পানিয়াঙ্গারা, প্রসপার উতসেয়া, ব্রিয়ান ভিতরি ও সিঙ্গি মাসাকাদজা।

Posted in খেলাধুলা | Leave a comment

সমাবেশের অনুমতি পায়নি ১৮ দল, অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন

18 party`ঢাকা: কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশ হচ্ছে না। এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সরকারকে দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখ্যান এবং শাপলা চত্বরে যৌথ বাহিনীর অভিযানে হতাহতের ঘটনায় সোমবার নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

Posted in রাজনীতি | Leave a comment

জুনেই আসছে আইফোন ৬!

iphone 6নতুন আইফোন বাজারে আসবে আর গুজব ছড়াবে না এমনটা হয়নি। এবারও আইফোনপ্রেমীরা গুনছেন অপেক্ষার প্রহর। আর তাতে কিছু তথ্য বেরিয়েও আসতে শুরু করেছে। পরের আইফোনের মডেল হচ্ছে ৬। তবে বাজারে খবর আছে ৫এস আসার। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।তরে চতুর্থ প্রজন্মের ফোরজি আইফোন ৬ নিয়ে অনেক তথ্যই পরিস্কার হয়ে যাচ্ছে। আসছে ২০ জুনেই নতুন আইফোন ৬ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা আর আইওএস-৭ অপারেটিং সিস্টেম। এ ছাড়াও আইফোন তৈরির দেশ চীনের অনলাইন সূত্র থেকেও বেশ কিছু সুনির্দিষ্ট তথ্য প্রকাশ পেয়েছে।প্রসঙ্গত, ২০১০ সালে আইফোন ৪ আত্মপ্রকাশের সময়ও এ ধরনের নানামুখী গুজবে মুখর ছিল অ্যাপল ভক্তরা। কেজিআই সিকিউরিটির গবেষক মিঙ্গ চি কুয়ো বলেন, অ্যাপল এ বছরের তৃতীয় ত্রৈমাসিকেই আইফোন ৬ মডেল আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

আইপ্যাড মিনির নতুন সংস্করণ আসছে!

ipad-miniযুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন চলতি বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর নাগাদ আইপ্যাড মিনির নতুন সংস্করণ আনতে পারে অ্যাপল।

নতুন সংস্করণে রেটিনা ডিসপ্লে যুক্ত করতে পারে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এনপিডি ডিসপ্লেসার্চের গবেষকেরা ধারণা করছেন, চলতি বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাড মিনি বাজারে আনতে পারে অ্যাপল কর্তৃপক্ষ। বর্তমানে বাজারে থাকা আইপ্যাড মিনির ডিসপ্লেতে ৭৬৮ বাই ১০২৪ পিক্সল রেজুলেশন রয়েছে এবং প্রতি ইঞ্চিতে পিক্সলের ঘনত্ব ১৬৩।
গবেষকেরা ধারণা করছেন, নতুন সংস্করণের আইপ্যাড মিনিতে ১৫৩৬ বাই ২০৪৮ পিক্সলের ডিসপ্লে থাকবে। এলজি, শার্প বা জাপান ডিসপ্লের কাছ থেকে আইপ্যাড মিনির ডিসপ্লে কিনতে পারে অ্যাপল।
অবশ্য আনুষ্ঠানিকভাবে এ প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।
এদিকে, প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে শিগগিরই আইফোনের সাশ্রয়ী সংস্করণসহ বেশ কয়েকটি নতুন অ্যাপল পণ্যের ঘোষণা দিতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।

 

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

পাঁচ মিনিটেই গতি বাড়ান অ্যান্ড্রয়েড স্মার্টফোনের

android-1অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের হোম বাটনে চাপ দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না বা অ্যাপ্লিকেশন চালু হতে সময় নিচ্ছে? হয়তো গতি কমে গেছে আপনার প্রিয় স্মার্টফোনটির। নানা কারণেই অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের গতি কমতে পারে। আপনি কিন্তু মাত্র পাঁচ মিনিটেই আপনার এই স্মার্টফোনটির গতি বাড়িয়ে নিতে পারেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ল্যাপটপম্যাগে প্রকাশিত হয়েছে এ পরামর্শ।

এক মিনিট থেকে ত্রিশ সেকেন্ডে দেখে আসুন আপনার অ্যাপ্লিকেশন ক্যাচে। সেটিংস মেনুতে গিয়ে অ্যাপ ক্যাচে পরিস্কার করে নিতে হবে। কারণ, অ্যাপ ক্যাচে মূল্যবান সিস্টেম রিসোর্স দখল করে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গতি কমিয়ে দেয়। অপ্রয়োজনীয় অ্যাপস নিষ্ক্রিয় করে রাখুন। আপনার অজান্তে অব্যবহূত অনেক অ্যাপ্লিকেশন স্মার্টফোনের গতি কমানোর জন্য দায়ী হতে পারে।
এক মিনিট থেকে ত্রিশ সেকেন্ড সময় নিয়ে স্মার্টফোনের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আন-ইনস্টল করে ফেলুন। বেছে নিতে পারেন থার্ড পার্টির তৈরি দ্রুত গতির অ্যাপ চালু করার কোনো সফটওয়্যার। তবে প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই নিজস্ব অ্যাপ লঞ্চার রয়েছে। ত্রিশ সেকেন্ডে অপ্রয়োজনীয় শর্টকাট বা বিজ্ঞাপন সার্ভিসগুলো নিষ্ক্রিয় করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড ডাটা নিষ্ক্রিয় করুন বা সীমিত করে দিন। অ্যান্ডয়েড স্মার্টফোনের গতি বাড়াতে করণীয়গুলোর জন্য পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না।

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

থ্রিডি স্মার্টফোন আনছে আমাজন

amazonথ্রিডি প্রযুক্তির দুইটি মডেলের স্মার্টফোন তৈরি করছে যুক্তরাষ্ট্রের অনলাইন রিটেইলার আমাজন। ৯ মে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াল স্ট্রিটের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আমাজনের তৈরি একটি স্মার্টফোনে থাকবে হলোগ্রাম প্রযুক্তি, অর্থাৎ হলোগ্রামের মতো ছবি দেখা যাবে; আর একটিতে থাকবে আই ট্র্যাকিং প্রযুক্তি অর্থাৎ চোখের ইশারায় স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।
আমাজের তৈরি থ্রিডি স্মার্টফোনে থ্রিডি মুভি বা ছবি দেখতে আলাদা করে থ্রিডি চশমা প্রয়োজন হবে না। স্মার্টফোনে রেটিনা ট্র্যাকিং প্রযুক্তি থাকায় তা স্মার্টফোনের ছবি চোখে হলোগ্রামের মতো তুলে ধরবে। এ ছাড়াও এ স্মার্টফোনগুলোতে ব্যবহূত হবে উন্নত হার্ডওয়্যার।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অবস্থিত আমাজন ‘ল্যাব ১২৬’-এ তৈরি হচ্ছে নতুন প্রযুক্তির এ স্মার্টফোন। শিগগিরই এ স্মার্টফোন বাজারে আনবে আমাজন প্রযুক্তি বিশ্লেষকেরা এ আশা করলেও আমাজন কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করেনি।

 

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

বড় ডিসপ্লের লুমিয়া আনছে নকিয়া

nokiaশিগগিরই উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর একটি বড় মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আনতে পারে নকিয়া। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ৪.৭ ইঞ্চি মাপের ডব্লিউভিজিএ স্ক্রিনের একটি স্মার্টফোন ‘লুমিয়া’ সিরিজে যুক্ত করতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

চীনের ওয়েবসাইট জিএসএম ইনসাইডারে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, লুমিয়া ৬২৫ মডেলের মিড রেঞ্জ বা মাঝারি দামের এ স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ও ডুয়াল কোরের প্রসেসর ব্যবহূত হবে।
অবশ্য লুমিয়া মডেলের নতুন এ স্মার্টফোনটি নিয়ে নকিয়া আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে লুমিয়া সিরিজে ৯২৮ মডেলের একটি হাই এন্ড স্মার্টফোন আনার কথা জানিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, লুমিয়া ৯২৮ মডেলটির আন্তর্জাতিক সংস্করণ হতে পারে লুমিয়া ৯২৫।
এদিকে, প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, চলতি বছরে নকিয়া বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন আনতে পারে। এর মধ্যে রয়েছে বড় আকারের স্মার্টফোন বা ফ্যাবলেট। এ ছাড়াও নকিয়া পিওরভিউ বা ৪১ মেগাপিক্সেল সেন্সরযুক্ত একটি স্মার্টফোনও বাজারে আসতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন বাজার এখন অ্যাপল, স্যামসাং, এলজির দখলে। স্মার্টফোনের প্রতিযোগিতার বাজারে অবস্থান হারিয়েছে নকিয়া। স্মার্টফোন বাজারে অবস্থান ফিরে পেতে উইন্ডোজনির্ভর নানা মডেলের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে নকিয়া কর্তৃপক্ষ।

 

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

একটানা ৪৮ দিন চলবে আশা ৫০১!

ashaমধ্যম ঘরানার নকিয়া স্মার্টফোনের আশা সিরেজের নতুন অতিথি ‘৫০১’ মডেল। এ মডেল এ ঘোষাণাতেই বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। একটানা ৪৮ দিনের স্ট্যানবাই ব্যাটারি লাইফ এ ফোনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

বিশেষ সুবিধার মধ্যে আছে টুজি নেটওয়ার্ক। পাল্ম (খুদে চৌকা) আকৃতির এ ফোনে আছে ১৭ ঘণ্টার টকটাইম এবং ৫৬ ঘণ্টার মিউজিক প্লেব্যাক সুবিধা।
উইন্ডোজ ঘরানার এ ফোনে আছে ৬টি ভিন্ন রঙয়ের বৈচিত্র্য। এ রঙগুলো হচ্ছে লাল, নীল, কালো, হলুদ, সাদা এবং সবুজ। আছে মাল্টিটাচ স্ক্রিন, ওয়াইফাই এবং ব্লুটুথ সংযোগ। ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা এবং মাইক্রোএসডি মেমোরি অপশন। এটি ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
তবে নকিয়ার আশা ৫০১ থ্রিজি বা ফোরজি সমর্থন করে না। আছে নকিয়া এক্সপ্রেস ব্রাউজার এবং ইন্টারনেট থেকে লাইভ ডাটা ব্রাউজিং সুবিধা। এটি দ্রুত ইন্টারনেট ডাটা অ্যাকসেস করার সামর্থ্য রাখে।
নকিয়ার এ নব্য ঘরানার আশা স্মার্টফোন এ বছরের জুনেই বিশ্ববাজারে বাণিজ্যিকভাবে বাজারে আসবে। তবে শুরুতেই দক্ষিণ এশিয়া, ভারত, মধ্যপ্রাচ্যে, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের বাজারে এ ফোন পাওয়া যাবে।

 

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

BSFptistoryসুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে রোববার চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এলাকাবাসী জানায়, রোববার সকালে চার বাংলাদেশী লাকড়ি সংগ্রহ করতে লাউরের গড় সীমান্তবর্তী মেইন পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তে চলে যায়। এ সময় বিএসএফ জওয়ানরা তাদের ধরে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
সুনামগঞ্জ-৮ এর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একেএম মাকসুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আটক চারজনকে ফিরিয়ে আনতে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করা হবে বলেও জানান তিনি।

Posted in সারা দেশ | Leave a comment

সংলাপের দরজা খোলা: কাদের

kader.ঢাকা: বিরোধী দলের সঙ্গে সরকারের সংলাপ বিষয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “সরকারের পক্ষ থেকে সংলাপের দরজা খোলা রয়েছে। সংলাপের পরিবেশ নেই বলা হচ্ছে।এটা তাদের মনের দূরভিসন্ধি। পরিবেশ নেই, এটা নতুন শুনছি। আসলে পরিবেশ নেই তাদের মনে।”

রোববার রাজধানীর সড়ক ও জনপথ ভবনের সভাকক্ষে মন্ত্রণালয়ের সার্বিক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “সরকারের পক্ষ থেকে সংলাপের দরজা সর্বদা খোলা। তারা বলে সংসদে যাওয়ার পরিবেশ নেই। এখন বলছে সংলাপের পরিবেশ নেই। এসব বলা দূরভিসন্ধি ছাড়া কিছুই নয়। আসলে পরিবেশ নেই তাদের মনে।”
কাদের বলেন, “আমাদের একটা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দরকার। সরকারের গত সাড়ে চার বছর কেটেছে হরতাল ও অবরোধে। তারা সহিংস আচরণ দিয়ে গত সাড়ে চার বছরে যাতে কিছু করতে পারেনি। আগামী চার মাসে সহিংস হয়ে আর কী হবে?”
যোগাযোগমন্ত্রী বলেন, “আমাদের দেশের রাজনীতিতে যা চলছে বিশ্বের কোথাও তা নেই। তারা হরতাল ডেকে ঘুমাচ্ছেন। আর হরতালে পিকেটিং করার জন্য শিশুদের ব্যবহার করছেন। শিশুদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যারা এটা করছেন। তাদের কাছে আমার প্রশ্ন আপনাদের শিশুদের কী আপনারা এভাবে ব্যবহার করবেন? রাজনীতি করাবেন।”

Posted in রাজনীতি | Leave a comment

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud