November 5, 2025
ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কর্মদিন সোমবার ঢাকা স্টক এঙচেঞ্জে (ডিএসই) সূচকের ওঠানামার মধ্যে লেনদেন শুরু হয়েছে।সকাল ১০-৪৫ মিনিটে ডিএসইএঙ সূচক ৪.৩৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৩৬৪৪। সাধারণ সূচক ৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৩৮২৩।
এ সময়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬২ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত আছে ৩০ টির দাম।
লেনদেন হয়েছে মোট ২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড। গত রবিবার মোট লেনদেন হয়েছিল মাত্র ২৬১ কোটি টাকার।

নয়াপল্টন: সোমবার সমাবেশের অনুমতি না পেয়ে বুধবার দুপুর ৩ টায় পূর্ব নির্ধারিত স্থান নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
সোমবার বেলা সোয়া ১১টার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিএনপির মুখপাত্র ও চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জোটের পক্ষে এ সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন।
ওয়ানডে সিরিজে হারের কারণে নিতান্ত আবেগপ্রবণ হয়েই অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। গতকয়দিন এমনটাই জানাচ্ছিলেন দলের সতীর্থরা। এবার সেই পালে হাওয়া দিয়েছেন খোদ মুশফিকুর রহিম! বলেছেন, ‘ এভাবে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয়া মোটেও ঠিক হয়নি।’ -বাংলামেইল
টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করার পর ওয়ানডে সিরিজে খুব বাজে পারফরম করেছে সফরকারী বাংলাদেশ। সিরিজ হেরেছে ১-২ ব্যবধানে। তবে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর নিজের কৃতকর্মের জন্য অনুশোচনাই করলেন তিনি। বললেন, ‘ঘোষণা দেয়ার পর আমি ভেবে দেখেছি, এর আগে বোর্ডের সঙ্গে আলাপ করাটা জরুরি ছিল। তবে এখন নিজের ভুল বুঝতে পারছি। তবে এখন সব কিছুই বোর্ডের ওপর নির্ভর করছে। তারা যাই সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।’
সিদ্ধান্তটা যে আবেগের বশেই নিয়েছিলেন তাও স্বীকার করেছেন মুশফিক। বলেছেন, ‘আসলে টিমওয়ার্কের কোনো ঘাটতি ছিল না। আমি সিদ্ধান্তটা আবেগের বশেই নিয়েছি। তবে এভাবে সিদ্ধান্তটা নেয়া উচিত হয়নি। ওই মুহূর্তে আসলে আমারই উচিত ছিল শক্তভাবে পরিস্থিতি মোকাবেলা করার। কিন্তু আমি উল্টোটা করেছি। তবে এখন নিজের ভুল বুঝতে পারছি।’
আসছে ৬৬তম কান চলচ্চিত্র উৎসবের সাতদিন ভারতের সাতটি রাজ্যকে পোশাকের মাধ্যমে উপস্থাপন করবেন বলিউড অভিনেত্রী শারলিন চোপড়া। পাশাপাশি নিজের প্রথম চলচ্চিত্র ‘কামসূত্র’ এর দ্বিতীয় ট্রেইলার ‘কামসূত্র ৩ডি’ এর প্রমোট করবেন তিনি।
এসময় তার সাথে থাকবেন সিনেমার পরিচালক রুপেশ পল এবং প্রযোজক মিতেশ কুমার পাটেল।
শারলিন বলেন, “আমার প্রথম সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, এর জন্য আমি অনেক খুশি। আমি এই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছি”।
তিনি আরও বলেন, ‘‘আমি আমার দেশকে বিশ্বের সামনে উপস্থাপন করবো দেশীয় পোশাকের মাধ্যমে। এটার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি আসলে অনেক উত্তেজিত”।
শারলিনকে কান উৎসবের প্রথম দিনে কেরেলার পোশাকে, দ্বিতীয় দিনে রাজাস্থানের এবং একে একে গুজরাট, তামিল নাডু, কাশ্মীর, আসাম এবং বাংলা’র পোশাকে দেখা যাবে।
কক্সবাজার: কাছে চলে আসছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’। সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল (১১.৮০ উত্তর অক্ষাংশ এবং ৮৬.৫০ পূর্ব দ্রাঘিমাংশ)।
এর আগে শনিবার রাত থেকে রোববার সকালে ১২ ঘণ্টার ব্যবধানে মহাসেন প্রায় ২শ কিলোমিটার কাছে চলে আসে। প্রথম দিকে কক্সবাজার থেকে ১৫শ কিলোমিটার দূরে অবস্থান করছিল। রোববার দুপুর ১২টায় ছিল ১ হাজার ৩৬০ কিলোমিটার দূরে। এরপর সন্ধ্যায় তা কমে ১ হাজার ৩৩০ কিলোমিটারে চলে আসে।
ঘূর্ণিঝড়টি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। একই সঙ্গে উত্তাল সাগরে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ‘মহাসেন’ ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে।
শনিবার কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৮১৫ দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করা নিম্নচাপ ১১০ কিলোমিটার এগিয়ে ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এ রূপ নেয়, যা উৎপত্তিস্থল থেকে বর্তমানে চারশ’ কিলোমিটার এগিয়ে এসেছে। মঙ্গলবার বিকেল নাগাদ ‘মহাসেন’ মিয়ানমারের রাখাইন প্রদেশ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে বা বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হযেছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘মহাসেন’ যে মাত্রায় অবস্থান করছে, সংঘটিত ৯১’র প্রলয়ংকরী ঘূর্ণিঝড়কে ছাড়িয়ে যাবে। এদিকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে মসজিদে মসজিদে দোয়া ও অন্যান্য উপসানলয়ে প্রাথর্নার আহ্বান জানানো হয়েছে। ঘূর্ণিঝড় ‘মহাসেন’ সংঘটিত হওয়ার আশঙ্কায় জেলার উপকূলীয় এলাকার মানুষের আতঙ্কে সৃষ্টি হয়েছে।
মহেশখালীর ধলঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহছান উল্লাহ বাচ্চু জানান, ‘মহাসেন’র খবর জানার পর থেকে এখানকার মানুষ অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। এরই মধ্যে অনেকে নিরাপদ স্থানে চলে যেতে শুরু করেছে। ধলঘাটা ছাড়াও উপজেলার মাতারবাড়ি, সোনাদিয়া, ঘটিভাঙ্গা, কুতুবদিয়া, টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং ও পেকুয়ার কিছু এলাকায়ও এ অস্থির অবস্থা বিরাজ করছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা কূলে ফিরতে শুরু করেছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘মহাসেন’র ঝুঁকি মোকাবেলায় জেলা প্রশাসন সর্বোত্তম প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। প্রস্তুতির আওতায় স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
তিনি জানান, জেলার উপকূলের বসবাসরত মানুষ, সাগরে মাছধরারত জেলেদের নিরাপদ স্থানে নিয়ে আসার নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে সব উপজেলায় মাইকিং, রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য জেলা প্রশাসন কার্যালয়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। দুর্যোগকালে সঙ্কটময় মুহূর্তসহ সব ধরনের জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের ৬৪২৫৪ নম্বরে যোগাযোগ করার জন্য তিনি সবার কাছে আহ্বান জানান। এছাড়া জেলার প্রতি উপজেলায়ও জরুরি সভা করার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে দায়িত্বশীল সব বিভাগের কর্মকর্তাদের যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।
ওই সভায় দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তীকালে করণীয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। তারমধ্যে যোগাযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। এর আওতায় রয়েছে মোবাইল, টেলিফোন ও রেডিও নেটওয়ার্ক। এছাড়া দুর্যোগকালে জেলার ৪৩৪টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বাংলামেইলকে জানান, দুর্যোগকালে প্রয়োজনীয় সেবা দিতে সব কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। ১১৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন সব লোকজনকে আহ্বান জানিয়ে বলেন, ‘দুর্যোগের বিষয়ে কোনোভাবে অবহেলা করা যাবে না। অবহেলা করলে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। আর সবাইকে সমন্বিত প্রস্তুতিই নিতে হবে। সমন্বিত প্রস্তুতি ঝুঁকি মোকাবেলায় অবদান রাখবে।’
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের আতাহার এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে ওই এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেল আরোহী এবং একজন ট্রাকের হেল্পার বলে জানা গেছে। তবে এদের নাম ঠিকানা জানা যায়নি।
সকাল সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
রোববার রাতে বেলুচিস্তানের পুলিশ প্রধানের গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৬০ জন আহত। নিহতের মধ্যে একজন শিশুও রয়েছে।
নাম প্রকাশে অনিইচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ডন.কমকে জানান আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশ জেনারেল মুসতাক সুখেরার গাড়ি বহরে ঢুকে যায়। তিনি আরও জানান, হামলায় আশেপাশের জানালার কাঁচ ভেঙ্গে যায় এবং পুলিশ জেনারেল অল্পের জন্য বেঁচে যান। বিস্ফোরণের শব্দ কোয়েটার অনেক দুর থেকেও শোনা যায়। এই সহিংসতা গত ১২ বছরের সহিংসতাকে ছাড়িয়ে গেছে।
পুলিশ জেনারেল মুসতাক সুখেরা জানান, বোমা হামলায় প্রায় ১০০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
অদৃশ্য বোতামযুক্ত আইফোন তৈরি করতে পারে অ্যাপল। প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, অদৃশ্য ধাতব বোতাম ও সøাইডারযুক্ত আইফোনের পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।
সম্প্রতি অ্যাপল পণ্যের সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁদের মতে, স্টিভ জবস মারা যাওয়ার পর উদ্ভাবনী ক্ষমতা হারিয়েছে অ্যাপল। ২০১১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস।
কিন্তু স্টিভ জবস মারা যাওয়ার পর অ্যাপলের উদ্ভাবনী ক্ষমতা কমে এসেছে এ সমালোচনা মানতে নারাজ অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক। সম্প্রতি ‘ডিসঅ্যাপিয়ারিং বাটন অ্যান্ড সøাইডার’ নামে একটি পেটেন্ট যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পেটেন্ট আবেদনে বলা হয়েছে, অদৃশ্য বাটনটি আইফোন ছাড়াও, আইপ্যাড, ল্যাপটপ, গেম কনসোলেও ব্যবহার করা যাবে। এ পেটেন্ট অনুযায়ী আইফোনের বাটনটি লুকানো থাকবে। প্রয়োজন পড়লে ব্যবহারকারী তাঁর আইফোনটির বাটনটি বের করে নিতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, পেটেন্ট আবেদন করলেও এ প্রযুক্তিনির্ভর আইফোন বাজারে আসতে আরও বেশ খানিকটা সময় লাগতে পারে। অ্যাপল বর্তমানে সাশ্রয়ী দামের প্লাস্টিক কেসিংয়ের আইফোন তৈরি করছে। শিগগিরই সাশ্রয়ী আইফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
১৬ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনটির নতুন সংস্করণ বাজারে আনতে পারে স্যামসাং।যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাং গ্যালাক্সি এস ফোরের চেয়ে ছোট আকারের একটি সংস্করণসহ একাধিক নতুন সংস্করণের গ্যালাক্সি এস ফোর স্মার্টফোন বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এ সংস্করণগুলো হবে গ্যালাক্সি এস ফোর মিনির সংস্করণ। এর মধ্যে একটিতে থাকবে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা, যা গ্যালাক্সি এস ফোর জুম নামে বাজারে পাওয়া যেতে পারে। স্যামসাংয়ের নতুন মুঠোফোনের তথ্য ফাঁসকারী ওয়েবসাইট হিসেবে খ্যাত স্যামমোবাইলে এ তথ্য প্রকাশিত হয়েছে।
স্যামমোবাইলে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৬ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার, ১০এক্স অপটিক্যাল জুম সুবিধার স্মার্টফোনটির নাম গ্যালাক্সি এস ফোর জুম রাখতে পারে স্যামসাং কর্তৃপক্ষ। ৪.৩ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে থাকবে ৮ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা। অ্যান্ড্রয়েড জেলি বিন নির্ভর স্মার্টফোনটিতে ব্লুটুথ, ওয়াই-ফাই সুবিধা থাকবে। বর্তমানে বাজারে থাকা গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
জুলাই মাস নাগাদ গ্যালাক্সি এস ফোর মিনির নতুন সংস্করণগুলো বাজারে আনতে পারে স্যামসাং। এ স্মার্টফোনগুলো হবে মিড রেঞ্জ বা মাঝারি দামের স্মার্টফোন।
ব্যাটে হাতে ২৮ বলে ৪০ রান। বল হাতে মাত্র ২২ রান খরচায় শিকার করেছেন চারটি উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির সেরা খেলোয়াড়ের পুরস্কারটা প্রাপ্যই ছিল সাকিব আল হাসানের। প্রত্যাশিতভাবে সেটা পেয়েছেনও বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার।
শুধু ম্যাচ সেরা নন, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড়ও ২৬ বছর বয়সী সাকিব। প্রথম ম্যাচে ৪০ বলে ৬৫ রানের পর আজ তিনি করলেন ৪০ রান। বল হাতে দুটির পরে উইকেটে নিলেন চারটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বললেন, ‘প্রথম ম্যাচে ভালো রান পেয়েছিলাম। এটা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল।’