November 5, 2025
ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দ-ের বিরুদ্ধে আপিলের শুনানি হবে ২২ মে। আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ শুনানির এ তারিখ নির্ধারণ করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে আবদুর রাজ্জাক অংশ নেন।মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্র“য়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদ-াদেশ দেওয়া হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে দুটি অভিযোগে মৃত্যুদ-াদেশ দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে কোনো দ- দেওয়া হয়নি।
ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দ- ঘোষণা না হওয়ায় এ ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। সাঈদীর মৃত্যুদ-াদেশ বাতিল করে তাঁকে খালাসের আরজি জানিয়ে আপিল করেন সাঈদী। রায় ঘোষণার ২৯ দিনের মাথায় ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে।
এরপর ১৮ এপ্রিল আপিল বিভাগ ২ মে তারিখ ধার্য করে এই সময়ের আগে উভয় পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেন। সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ মে আপিল বিভাগ আসামিপক্ষকে ১৬ মের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়।
ঢাকা: জামায়াতের ডাকা হরতালের কারণে মঙ্গলবারের (১৪ মে) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ মে শনিবার।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাক দেয় জামায়াত। মঙ্গলবার সকাল ১০টা থেকে আটটি সাধারণ বোর্ডের অধীনে ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্র, বেলা দুইটা থেকে সংস্কৃত দ্বিতীয়পত্র ও পালি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তাসলিমা বেগম জানান, ১৮ মে সকালের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত। বিকেলের পরীক্ষা হবে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। বিএনপি, জামায়াত সহ অন্যান সংগঠনের ডাকা হরতালের কারণে এইচএসসি ও সমমানের মোট ৩৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল
ঢাকা: আদালতের রায় হাতে পেলেই ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
সোমবার দুপুরে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের একথা জানান।
শাহ নেওয়াজ বলেন, “ঢাকার দু’টি সিটি কর্পোরেশনের (ডিসিসি) নির্বাচনের প্রস্তুতি আমাদের নেওয়া ছিল। আমরা নির্বাচনের দিকে অনেকটা এগিয়েও গিয়েছিলাম। তফসিল ঘোষণার পরে আদালতের নিষেধাজ্ঞায় এ নির্বাচন বন্ধ হয়ে যায়। আমরা জানতে পেরেছি আদালত স্থগিতাদেশ তুলে নিয়েছে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে মেয়াদ উত্তীর্ণ এই সিটি কর্পোরেশনের নির্বাচন করতে চাই।”
এদিকে, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি উত্তর ও দক্ষিণ) ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা তৈরিসহ নির্বাচনী কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
খুব শীঘ্রই এ নির্বাচনের তফসীল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন। একইসঙ্গে নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়। ফলে ডিসিসি নির্বাচনে আর আইনগত কোনো বাধা থাকছে না।
প্রসঙ্গত, গত বছরের ১৫ এপ্রিল অ্যাডভোকেট মনজিল মোরসেদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পরদিন ডিসিসির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। পরে আরো কয়েক দফা স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। ১৬ এপ্রিলের আদেশে নির্বাচনের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশও দেন হাইকোর্ট।
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ৪১ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা দ্রুতবিচার আইনের মামলা বিচারের জন্য প্রস্তুত করা হয়েছে। মামলাগুলো শিগগিরই বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলায় পলাতক ৩৪ আসামীর বিরুদ্ধে পত্রিকায় দেওয়া বিজ্ঞপ্তির প্রতিবেদন সোমবার আদালতে দাখিল হওয়ায় মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়। ঢাকা মহানগর ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান প্রতিবেদন দেখে মামলাটি বিচারের জন্য বিচারিক আদালতে বদলি হবে মর্মে আদেশ দেন।
এদিকে মামলার আসামি মওদুদ আহমদ হাইকোর্টে ব্যস্ত, মির্জা আব্বাস অসুস্থ ও মোয়াজ্জেম হোসেন আলাল অন্য মামলায় কারাগারে থাকায় তাদের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এ সময় মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গয়েশ্বর চন্দ্র রায় ও রুহুল আমিন আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ আদালতে আসামিদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করে পুলিশ। ১৬ এপ্রিল একই আদালত চার্জশিট আমলে নেন এবং পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ৬ মার্চ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে আসামি করে এ মামলা করা হয়।
মামলায় বলা হয়, বিএনপি ও জামায়াতের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি চলাকালে এজাহারভুক্ত আসামিদের নির্দেশে বিকেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়।
হাতে লাঠি, মাথায় হ্যাট, গায়ে মেয়রের ব্যাজ লাগানো জ্যাকেট। গুরুগম্ভীর মুখে বড়দের সঙ্গে পায়ে পা মিলিয়ে যাচ্ছে মিনেসোতার ডরসেট শহরের ৪ বছরের মেয়র রবার্ট টাফ্টস।
ঢাকা: পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন করার বিধি রেখে মন্ত্রী সভায় চুড়ান্ত অনুমোদন পেয়েছে শ্রম আইন- ২০০৬। শিগগিরই এটি সংসদে তোলা হবে বলে জানা গেছে। সোমবার মন্ত্রী সভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. ইসফাকুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
জানা যায়, নব গঠিত ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে চলমান সহিংসতা এবং গুপ্ত হামলায় ছয় ছাত্রলীগ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সোমবার বিকাল ৬টার মধ্যে তিনটি আবাসিক ছাত্র হলের শিক্ষার্থীদের এবং বুধবার দুপুর ১২টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় প্রক্টরিয়াল বডি বিধি অনুযায়ী ব্যবস্থা নিবে।
বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে ১৪ মে থেকে ১ জুন পর্যন্ত করা হয়েছে। ২ জুন থেকে পুনরায় রুটিন মাফিক ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফের জামিন আবেদনের উপর শুনানি সোমবার সকালে ট্রাইব্যুনাল-১-এ অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে আদালত কাল মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন।
আসামি পক্ষে জামিন আবেদনের উপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও ব্যারিস্টার তাজুল ইসলাম। জামিন শুনানিতে গ্রেফতার ইউসুফের বার্ধক্যজনিত কারনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
এর আগে সকালে মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে আনার পরই শুনানি শুরু হয়।
রবিবার জামায়াত নেতা ইউসুফকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চেম্বার জজ (ট্রাইব্যুনালের বিচারক)। একই সঙ্গে তার জামিন আবেদনের শুনানির জন্য সোমবার ধার্য করা হয়।
ওই দিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বাধীন বেঞ্চ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী ২৬ মের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
এর পরপরই দুপুরে ধানমন্ডির বাসভবন থেকে জামায়াত নেতা ইউসুফকে গ্রেফতার করে র্যাব-২।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগে গত ২২ এপ্রিল ইউসুফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশনের তদন্ত দল।
এরপর ৫ মে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। এসব অভিযোগের মধ্যে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও রয়েছে।
গত বছরের ২২ জানুয়ারি মাওলানা ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করে তদন্ত সংস্থা।
উল্লেখ্য, ৮ মে জামায়াত নেতা এ কে এম ইউসুফের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। এর পাশাপাশি তাকে গ্রেফতারেরও আবেদন করা হয়।
ঢাকা: ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জটিলতা নিয়ে করা রুল নিষ্পত্তি হয়েছে। এতে করে ডিসিসি নির্বাচনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন হাইকোর্ট।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে হাইকোর্টের জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় আগেই।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। এদিকে গত বছরের ৯ এপ্রিল উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
পরে এই তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে এবং ডিসিসির নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করা হয়।
এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ ডিসিসির নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত করেন। একই সঙ্গে নির্বাচনের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করা এবং আইনানুযায়ী এ সময়ের মধ্যে কাউন্সিলরের সংখ্যা ও ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হয়।
এছাড়া আইনের কয়েকটি ধারার যথাযথ বিধান অনুসরণ করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও স্থানীয় সরকার সচিবসহ আটজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। হাইকোর্টের এই আদেশের পরে নির্বাচন কমিশনসহ রিটের বিবাদীরা জবাব না দেয়ায় কয়েক দফায় নির্বাচনের ওপর দেয়া স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয়। সর্বশেষ গত ৮ জানুয়ারি হাইকোর্ট ডিসিসির নির্বাচনের ওপর দেয়া স্থগিতাদেশের মেয়াদ তিন মাসের জন্য বৃদ্ধি করেন। এরপর গত মার্চ মাসে রিট আবেদনটির নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে সরকার পক্ষ।
কথায় বলে মনের দুঃখে বনে আগুন। কিন্তু বনে নয়, নিজের বাড়িতেই আতুন ধরিয়ে দিয়েছে পোলান্ডের বাসিন্দা চেসল কামিনস্কি।
৬৯ বছরের কামিনস্কির বরাবরই রাগ একটু বেশি। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার বৌ ছেলে পুলেদের নিয়ে পিকনিকে চলে গেছে। তার জন্য রেখে গেছে একখানা চিরকুট।
সঙ্গে করে নিয়ে যাওয়া তো দূর, যাওয়ার আগে তাকে বলেনি পর্যেন্ত। ঘুম ভেঙ্গে বৌয়ের চিরকুট থেকে সকলের দল বেধে পিকনিকে যাওয়ার খবর পড়ে কামিনস্কি তো রেগে কাই।
রেগে গিয়ে সঙ্গে সঙ্গে সে গ্যাস সিলিন্ডার ছুড়ে মেরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু সময়মতো বেরিয়ে আসতে না পারায় সে নিজেও গুরুতর আহত হয়। এখন সে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে অচেতন পড়ে আছে।
তার বউ গ্রাজিনা বলেন, ‘আমাকে সে মোবাইল করে বাড়ি ফিরে যেতে বলেছিলো। আমি রাজি হইনি। তখন সে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। আমি তার হুমকিকে পাত্তা দেইনি। পরে বাড়ি ফিরে দেখি এই অবস্থা।’
এদিকে তাদের প্রতিবেশীরা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিলো না এবং প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।