November 6, 2025
ঢাকা: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদ-াদেশ দিয়ে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ের বিরুদ্ধে করা রাষ্ট্র ও আসামি পক্ষের আপিল শুনানির আবেদন সুপ্রিম কোর্টের কার্যতালিকায়।
২ মে এর কার্যতালিকায় আবেদনটি ৩১ নম্বরে (আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বনাম দ্যা চিফ প্রসিকউটর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল) রয়েছে।
গত ১৮ এপ্রিল এ মামলায় আপিল শুনানির জন্য প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ ২ মে তারিখ নির্ধারণ করেন। এ বেঞ্চের অপর পাঁচ বিচারপতি হলেন- বিচারপতি এসকে সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্র“য়ারি সাঈদীকে মৃত্যুদ-াদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন। গত ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনের সার সংক্ষেপ জমা দেন সরকার পক্ষ। ১৭ এপ্রিল এম কে রহমান আপিলটির ওপর শুনানির জন্য দিন ধার্য করতে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি বৃহস্পতিবার শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরপর ১৮ এপ্রিল শুনানির জন্য ২ মে নির্ধারণ করেন।
গত ২৮ ফেব্র“য়ারি সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের রায় দেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণের মতো ৮টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে এর মধ্যে দু’টি অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদ- ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
এ পর্যন্ত ৫ অভিযুক্তের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে। এর মধ্যে জামায়াতের সাবেক সদস্য (রোকন) পলাতক আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকার, জামায়াতের বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এবং নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় দিয়েছেন দুই ট্রাইব্যুনাল। বাচ্চু রাজাকার ও সাঈদীকে ফাঁসি এবং কাদের মোল্লাকে মামলায় যাবজ্জীবন কারাদ-ের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। আর জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও অপর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মামলার রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছে।
ঢাকা: আগামী ২ মে এর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত করেছে ১৮ দলীয় জোট।
মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া হরতাল স্থগিতের ঘোষণা দেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, সাভারে উদ্ধার অভিযান এবং ত্রাণ ও চিকিৎসা কাজে অসুবিধা হবে। তাই তিনি হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে, মানবতার স্বার্থে, জাতীয় এই ট্রাজেডির সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দিতে আমরা আগামী ২ মে বৃহস্পতিবার সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত ঘোষণা করছি।”
ঢাকা: সপ্তাহের তৃতীয় কর্মদিন মঙ্গলবারে ঢাকা স্টক এঙচেঞ্জে (ডিএসই) সূচকের কিছুটা ওঠানামার মধ্যে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। সকাল ১০-৪৫ মিনিটে ডিএসইএঙ সূচক ১.৫ পয়েন্ট কমে ৩৪৪৩ পয়েন্টে অবস্থান করছিল। অবশ্য সাধারণ সূচক ০.৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৩৬১৭।
এ সময়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৬৮ টির, কমেছে ৪১ টির এবং অপরিবর্তিত আছে ১০ টির দাম।
লেনদেন হয়েছে মোট ৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড। গত সোমবার মোট লেনদেন হয়েছিল ১৩৪ কোটি টাকার।
ঢাকা: ১২০ দিনের মধ্যে (চার মাস) সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেছেন, “রানাকে গ্রেফতারের মাধ্যমে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। এখন কোন আইনে বিচার হবে সেটা ঠিক করবে সরকার। আমরা দ্রুত বিচার আইনে তার বিচার করার দাবি করছি। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি প্রজ্ঞাপণ জারি করতে পারে।”
দুপুরে পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
জেল হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “জেল হত্যা মামলার রায় হয়েছে। এজন্য জাতির সঙ্গে আমরাও স্বস্তি প্রকাশ করছি। এর মাধ্যমে গণতন্ত্রের পথ প্রশস্ত হয়েছে। আইনের শাসনের জয় হয়েছে। সার্বিকভাবে এ রায়ে আমাদের কলঙ্ক মোচন হয়েছে।”
স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “নারীকে স্পিকার হিসেবে মনোনয়ন দেওয়ায় নারী জাগরণ আরো এক ধাপ এগিয়েছে। যদিও এটি হেফাজতে ইসলামসহ মৌলবাদী নারী বিদ্বেষীদের জন্য চপেটাঘাত।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
ঢাকা: সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানাকে পালানো ও আশ্রয় দেওয়ার অভিযোগে মালিবাগ থেকে আবুল হোসাইন(৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি মোরশেদ বাংলানিউজকে জানান, ২৪ এপিল ভবন ধসের পর আবুল হোসেন ভবন মালিক সোহেল রানাকে সাভার থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।
ঘটনার পর আবুল হোসেনও পলাতক ছিলেন।
গোপণ সংবাদের ভিত্তিতে র্যাব-১ মালিবাগের একটি বাসা থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করে।
আটকের পর তাকে র্যাব-১ এর হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে রানা প্লাজা ধসের ঘটনায় ওই ভবনের মালিক সোহেল রানা ও ভবনে অবস্থিত ৫টি গার্মেন্টস মালিকের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তারা যেন কোনো সম্পত্তি হস্তান্তর না করতে পারেন সে নির্দেশও দেওয়া হয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রাজস্ব বিভাগের মহাপরিদর্শক ও নিবন্ধককে এ আদেশ দেন। আর ভবন ও গার্মেন্টস মালিকরা যেন তাদের কোনো সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করতে না পারেন, সে ব্যবস্থা নিতে দেশের সব রেজিস্ট্রি কার্যালয়কে নির্দেশ দেন আদালত।
ঢাকা: সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার অবৈধ সম্পদ ও তার ভবন নির্মাণের বিষয়ে অনিয়ম অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম সাভারে গেছে।
মঙ্গলবার দুপুর ১টায় দুদকের উইং কমান্ডার তাহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের টিম রানার ব্যাংক অ্যাকাউন্ট, ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করতে সাভার যান। টিমে থাকা দুদকের উইং কমান্ডার এ তথ্য জানান।
উইং কমান্ডার ছাড়াও সাভারে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. মফিদুল ইসলাম এবং সহকারী পরিচালক মাহবুবুল আলম।
দুদক সূত্র জানায়, সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় রানার বিরুদ্ধে সম্পদ অর্জন ও ভবন নির্মাণে বিভিন্ন অনিয়মের বিষয় খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল ফোন বেজেই চলেছে অথচ আপনি টের পাচ্ছেন না বা কল এসেছে কী-না তা বুঝতে পারছেন না? গবেষকেরা সম্প্রতি এমন একটি নমনীয় স্মার্টফোন স্ক্রিন উদ্ভাবন করেছেন যা মোবাইল ফোনে কল বা বার্তা এলে ভিন্নরকমের সংকেত দিতে পারে। গবেষকেরা জানিয়েছেন, কল বা বার্তা এলে স্মার্টফোনের স্ক্রিনটি কুঁকড়ে ভাঁজ হয়ে থাকবে বা লাফালাফি করতে থাকবে।
বর্তমানে মোবাইল ফোনে কল বা বার্তা এলে ভাইব্রেশন বা রিং টোনের মাধ্যমে তা ব্যবহারকারী টের পান। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।
কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘মোরফোন’ নামের নমনীয় স্মার্টফোন স্ক্রিনটি তৈরিতে কাজ করছেন। গবেষকেরা জানিয়েছেন, এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে স্মার্টফোনের নতুন এ প্রযুক্তি। বিশেষ মেমোরি চিপের সাহায্যে তৈরি এ প্রযুক্তিটি ইলেকট্রনিক সংকেত পেলে কুঁকড়ে ভাঁজ হয়ে যায় বা লাফাতে থাকে।
ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা সনি অদূর ভবিষ্যতে নতুন মডেলের এক্সপেরিয়া জিআর স্মার্টফোন বানানোর জন্য কাজ করছে। এক্সপেরিয়া ব্লগের উদ্ধৃতি দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআর জানিয়েছে, ফোনটিতে ৪.৬ ইঞ্চি ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে গুজব রটেছে।
সনির এই স্মার্টফোনে থাকবে ৪.৬ ইঞ্চি ডিস্প্লে, ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন এস৪ অথবা স্নাপড্রাগন ৬০০ চিপসেট এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এতে আরও থাকবে ২জিবি র্যাম, ৮জিবি অভ্যন্তরীন মেমোরি, মাইক্রোএসডি সøট, ২৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এটি পাঁচ ফিটের বেশি গভীর পানিতেও ৩০ মিনিট সচল থাকবে। স্মার্টফোনটিতে হাই ডেফিনিশন ডিসপ্লের পরিবর্তে থাকবে ৭২০পি ডিসপ্লে।
ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সীমানা পুনর্র্নিধারণের খসড়া তালিকার উপর যেসব আপত্তি কমিশনে জমা হয়েছে সেগুলো নিষ্পত্তির লক্ষ্যে চতুর্থ দিনের মতো শুনানি শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে শুনানি শুরু হয়।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগ (আংশিক) : সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৪৯ কুমিল্লা-১, ২৫০ কুমিল্লা-২, ২৫৫ কুমিল্লা-৭, ২৫৬ কুমিল্লা-৮, বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২৫৮ কুমিল্লা-১০, ২৭৫ লক্ষ্মীপুর-২, ২৭৬ লক্ষীপুর-৩, ১৬২ কিশোরগঞ্জ-১ এর শুনানি অনুষ্ঠিত হবে।
বিকাল ৩টা থেকে-১৬৯ মানিকগঞ্জ-২, ১৭০ মানিকগঞ্জ-৩, ২১২ ফরিদপুর-২, ২২২ শরীয়তপুর-২, ২২৩ শরীয়তপুর-৩ এ আসনগুলোর শুনানি হবে।
এর আগে ২৩ এপ্রিল রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগ (আংশিক), ২৫ এপ্রিল, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ, ২৮ এপ্রিল সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের আংশিক শুনানি অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে ২ মে, ৯ মে ও ১২ মে।
উল্লেখ্য, গত ৬ ফেব্র“য়ারি নির্বাচন কমিশন ৮৭টি আসনের সীামানা পরিবর্তন করে খসড়া তালিকা প্রকাশ করে। এতে ৩৩টি আসনেই ২০০৮ এর সীমানা অনুযায়ী নির্ধারণ করেছে কমিশন।
শুনানিতে উপস্থিত রয়েছেন- নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, মোঃ শাহনেওয়াজ, ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক প্রমুখ।
অনেকদিন ধরেই শাহরুখ খান তার কাঁধের ব্যথা নিয়েই অভিনয়সহ সব কিছু চালিয়ে যাচ্ছেন। তবে এবার আর এই ব্যাথা বয়ে বেড়াতে চান না তিনি।
তাই আগামী জুন মাসেই নাকি কাঁধে অস্ত্রোপচার করাবেন এই ৪৭ বছর বয়সী অভিনেতা।
লন্ডনেই নাকি শাহরুখ তার এই অস্ত্রোপচার করাবেন। তাই এর আগে বেশ কয়েকবার তিনি লন্ডনে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।
শাহরুখ বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল কলকাতা নাইট রাইডার্সের খেলা এবং রোহিত শেঠির ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন।
জুনে কাঁধের অস্ত্রোপচারের পর নাকি তিনি ছবিটির প্রচারণা ও বন্ধু ফারাহ খানের নতুন ছবিতে অভিনয়ের ব্যপারে ভাবনা শুরু করবেন।