November 6, 2025
ঢাকা: বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানেই বসতে রাজি।” বৃহস্পতিবার সকালে গণভবনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়াকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “যে কোনো সময়ে, যে কোনো স্থানে আলোচনা হতে পারে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। তবে সংসদ নিরপেক্ষ জায়গা। সংসদে আসুন, সংসদেও আলোচনা হতে পারে।”
প্রধানমন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশে একটি ইতিহাস স্থাপন করেছি। নারী স্পিকার নির্বাচন করা হয়েছে। সংসদ নেতা নারী, বিরোধীদলীয় নেতা নারী, সংসদ উপনেতা নারী। ওনারা বিরোধীদলীয় উপনেতাও নারী করতে পারেন। শেখ হাসিনা বলেন, “অন্তত সংসদে আসুন। আমরা তিনজন একত্রে একটি ছবি তুলতে পারি। অন্তত সেটা ইতিহাস হয়ে থাকবে।”
লাশ গুমের ব্যাপারে বিরোধীদলীয় নেতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকুন। এখানে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে লাশ এবং জীবিতদের উদ্ধারকাজে। উদ্ধার তৎপরতায় রেকর্ড স্থাপন করা হয়েছে।”
নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। গণতান্ত্রিক বিশ্বে যেভাবে নির্বাচন হয়, আগামী নির্বাচন সেভাবেই হবে। আমরা চাই না ২০০৭-এর মতো ঘটনা ঘটুক। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বাধীন।হরতাল প্রত্যাহার করায় তিনি এ সময় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান।

ঢাকা: হেফাজতে ইসলামের পাঁচ তারিখের ঢাকা অবরোধ কর্মসূচিতে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে দাওয়াতে ইসলাম নামে একটি সংগঠন।
এ আশঙ্কা থেকে হেফাজতকে পাঁচ তারিখের কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তারা সরকারের প্রতি আহ্বান জানান হেফাজতের সঙ্গে সমঝোতায় আসার।
বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আহ্বান জানান সংগঠনের আহ্বায়ক মাওলানা জহিরুল ইসলাম মিয়া।
তিনি বলেন, “কোনো খুনোখুনি-হানাহানি নয়, দাওয়াতের মাধ্যমেই ইসলামের প্রচার তরান্বিত করতে হবে। একই সঙ্গে মদিনা সনদের আলোকে রাষ্ট্রের সকল নাগরিকের সহ অবস্থান নিশ্চিত করতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মাওলানা সৈয়দ এমদাদ হোসাইন, মাওলানা জহির উদ্দিন মুসলিম, মাওলানা জাহিদুল আলমসহ অন্যান্য নেতারা।
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত কয়েকটি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতরা বৃহস্পতিবার এক প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন। এই বৈঠকে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মত বিনিময় করা হয়।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি সূচনা বক্তব্য দেন। এরপর অন্যরা মত বিনিময়ে অংশ নেন। ডেনমার্কের রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ছিলেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার হাই কমিশনার এবং জাপান, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড, সুইডেনের রাষ্ট্রদূত ও ইটালির উপরাষ্ট্রদূত।
আলোচনার মুখ্য বিষয় ছিল ৫ মের ঢাকা অবরোধ এবং বিরোধী দলের বিভিন্ন ইস্যু।
বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত ভারতী হাই কমিশনারের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত সন্ধ্যার পর ওই বাসায় যান এবং এরপর দীর্ঘ সময় তারা বৈঠক করেন।
সূত্র জানায়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। এছাড়া সম্প্রতি সাভারে ভবনধসে বহু মানুষের হতাহতের ঘটনায় ভারতীয় হাই কমিশনার দুঃখ প্রকাশ করেন।
ঢাকা: আইপিএলের ষষ্ঠ আসরে তৃতীয় জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। বুধবার কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেট হারিয়েছে তারা। দিনের অপর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ একই ব্যবধানে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
কলকাতা নাইট রাইডার্স : ১৩৬/৭ (২০ ওভার)
দিল্লি ডেয়ারডেভিলস: ১৩৭/৩ (১৭.৫ ওভার)
ফল: দিল্লি ডেয়ারডেভিলস সাত উইকেটে জয়ী
টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নাইট রাইডার্স। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। মাত্র ৫০ রানেই পাঁচ উইকেট খোয়ানো দলটি রজত ভাটিয়া ও সুমিত নারওয়ালের ব্যাটিংয়ে সাত উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। ভাটিয়া ২৬ বলে দুই চারের সাহায্যে ২৬ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে ১৫ বলে চার বাউন্ডারিতে ২৩ করেন নারওয়াল। অন্যদের মধ্যে ইউসুফ পাঠান ১৬ বলে ২০ রান এবং ব্রেট লি ছয় বলে দুই ছয়ে করেন ১৬ (অপঃ)।
উমেশ যাদব দুই উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ইরফান পাঠান, আশিষ নেহরা, মর্নে মর্কেল ও শাহবাজ নাদিম।
জবাবে ডেভিড ওয়ার্নার ও উন্মুক্ত চাঁদের ব্যাটিংয়ে ১৩বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে ডেয়ারডেভিলস। ৪২ বলে ছয়টি চার ও তিন ছয়ে ৬৬ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার। অন্যদিকে চাঁদ ৩৯ বলে চার বাউন্ডারিতে করেন ৩৭ রান।
একটি করে উইকেট নেন ব্রেট লি ও লক্ষ্মীপতি বালাজি।
ম্যাচ সেরা হন ডেয়ারডেভিলসের ওয়ার্নার।
এ জয়ে ১০ ম্যাচে ডেয়ারডেভিলসের সংগ্রহ ছয়। সমান ম্যাচে কলকাতা নাইট রাইডার্সেরও সংগ্রহ সমান ছয় পয়েন্ট। উভয় দলই সাতটি করে ম্যাচ হেরেছে।
এদিকে দিনের প্রথম ম্যাচে হোমভেন্যুতে বড় জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদও। আগে ব্যাট করতে নেমে চার উইকেটে ১২৯ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে দুই ওভার বাকি থাকতেই তিন উইকেটে লক্ষ্য টপকে যায় স্বাগতিকরা।
মুম্বাই ইন্ডিয়ান্স: ১২৯/৪ (২০ ওভার)
সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৩০/৩ (২০ ওভার)
ফল: হায়দ্রাবাদ সাত উইকেটে জয়ী
রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ডোয়াইন স্মিথের ৪০ ও আম্মাতি রাউদুর ৩৪ (অপঃ) রানে ভর করে ১২৯ রানের পুঁজি গড়ে মুম্বাই ইন্ডিয়ান্স।
ইশান্ত শর্মা ও অমিত মিশ্র দুটি করে উইকেট নেন।
জবাবে শিখর ধাওয়ান, কুমার সাঙ্গাকারা ও হানুমা বিহারীর ব্যাটিংয়ে সহজ জয় পায় সানরাইজার্স। ৫৫ বলে নয়টি চার ও এক জয়ে ৭৩ রানে অপরাজিত ছিলেন ধাওয়ান। এছাড়া সাঙ্গাকারা ও বিহারী করেন যথাক্রমে ২১ ও ২৫ রান।
জনসন, কুলকার্নি ও হরভজন একটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হন সানরাইজার্সের ইশান্ত শর্মা।
১০ ম্যাচ শেষে উভয় দলের সংগ্রহ ১২ পয়েন্ট। উভয় দলই ছয় ম্যাচে জয় ও চারটিতে হেরেছে।
ঢাকা : সাভারে ধসে পড়া বহুতল ভবন রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মৃতদেহের সংখ্যা এখন ৪২৪ এ পৌঁছেছে। আজ নবম দিনের মতো সেখানে উদ্ধার অভিযান চলছে ।ধ্বংসস্তূপ থেকে বুধবার রাত থেকে সকাল ৬টা পর্যন্ত ১১ টি মৃতদেহ উদ্ধার করার পর নিহতের মোট সংখ্যা এখন ৪২৪ এ পৌঁছেছে বলে ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে বুধবার মোট ২০টি মৃতদেহ উদ্ধার করার কথা তারা জানান উদ্ধারকাজে জড়িত কর্মকর্তারা। এর মধ্যে তিনটি উদ্ধার করা হয় বুধবার ভোর তিনটায় এবং সকালবেলা আরো তিনটি। রাত ১০টার মধ্যে আরো ১৪টি মৃতদেহ পাওয়া যায় ধ্বংসস্তুপের ভেতর থেকে।ধ্বংসস্তূপের মধ্যে আরও মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ভবন থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া আরো দুজন ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার একটি সংবাদ সম্মেলনে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী জানান, ২৪৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সতর্কতার সাথে উদ্ধারকাজ চলছে বলে সময় লাগছে বলে তিনি জানান।কিন্তু নিখোঁজ থাকা লোকের সংখ্যা নিয়ে একটা বিভ্রান্তি রয়ে গেছে এবং এ নিয়ে নানাধরনের গুজব শোনা যাচ্ছে ।
বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার নারায়ণগঞ্জের এক জনসভা থেকে সাভারে ভবনধসের ঘটনায় নিহতদের প্রকৃত সংখ্যা জানানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ।বুধবার মে দিবস উপলক্ষে বাংলাদেশে আয়োজিত বিভিন্ন সমাবেশ ও মিছিলে প্রধান বিষয় হিসেবে উঠে এসেছিল শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের দাবি।মে দিবসের মিছিলে হাজার হাজার পোশাক শ্রমিক এই দাবিতে আজ সেøাগান দিয়েছেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের সমাবেশে যোগ দেওয়া শ্রমিকরা রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছিলেন সোচ্চার।পাশাপাশি তাদের দাবিদাওয়াগুলোর কথাও তুলে ধরেন শ্রমিকরা ।
বাংলাদেশের সাভারে ভবন ধসে ব্যাপক হতাহতের ঘটনা শ্রমিকদের মধ্যে আতংক আরও বাড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই রাজধানী ঢাকা এবং তার আশপাশের শিল্প এলাকাগুলোয় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ হচ্ছে।তৈরি পোশাক শিল্পের মালিকদের অনেকেই বলছেন, এখন নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টির চেষ্টা তারা করছেন।তবে সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের ৫০ ভাগ কারখানায় এখনও নিরাপদ পরিবেশ নেই।
রবিবার মধ্যরাতে শুরু হবার পর আজও সেখানে চলছে ভারী যন্ত্রপাতি ব্যাবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ।ঘটনাস্থলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বড় বড় ক্রেন এবং নির্মাণকাজে ব্যবহৃত অন্যান্য বৃহৎ যন্ত্রপাতির সাহায্যে ভবনের ধ্বংসাবশেষ সরানো হচ্ছে।ভারী ক্রেন ব্যবহার করে রাতেও সরানো হয়েছে ধ্বংসস্তুপ।সাভার থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস বিবিসি বাংলাকে জানান, রাতেও চলেছে এই তৎপরতা।
জীবিতদের পুনর্বাসন:
এদিকে ভবন-ধ্বস থেকে উদ্ধার পাওয়া জীবিত মানুষগুলোকে এখন পুনর্বাসন ও কর্মক্ষম করে তোলাই সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
উদ্ধারপ্রাপ্তদের অনেকেই এখন বাকী জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন বলে আশংকা করা হচ্ছে।জীবন রক্ষার জন্য এদের অনেকের হাত বা পা কেটে বাদ দিতে হয়েছে, অনেকে মেরুদ-ের মতো স্পর্শকাতর জায়গার আঘাত পেয়ে চলৎশক্তি হারাবার ঝুঁকির মধ্যে আছেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য হাসপাতালে এই আহত মানুষদের দেখতে গিয়ে তাদের পুনর্বাসনে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন।
দেশটিতে দুর্ঘটনার শিকার মানুষদের পুনর্বাসনে বহু বছর ধরে কাজ করে এমন একটি সংস্থা, সাভারের সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড বা সিআরপি’র একজন বিশেষজ্ঞ চিকিৎসক এ টি এম আব্দুর রাজ্জাক বিবিসিকে জানিয়েছেন, পুনর্বাসন কর্মসূচীর প্রথম ধাপ হিসেবে এখন আহত সব মানুষকে অতি সত্বর একীভূত করা প্রয়োজন।
তারপর সিআরপি-সহ উপযুক্ত অন্য প্রতিষ্ঠানগুলোতে দ্রুত তাদের পুনর্বাসন কর্মসূচী শুরু করা দরকার।
ঢাকা: পাকিস্তানের কারাগারে পাক কয়েদিদের হাতে প্রহৃত ভারতীয় নাগরিক সারাবজিৎ সিং বুধবার গভীর রাতে লাহোরের এক হাসপাতালে মারা গেছেন।
পাকিস্তানে গোয়েন্দা তৎপরতার দায়ে আটক ৪৯ বছরের সারাবজিৎ সিংকে গত শুক্রবার পাক কারাবন্দীরা ইট দিয়ে আঘাত করে। হামলায় গুরুতর আহত সিংকে লাহোরের কোট লাখপাত হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
পাকিস্তানে গোয়েন্দা তৎপরতা চালানো এবং এক বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯৯০ সালে তাকে আটক করা হয়েছিলো। ওই হামলায় ১৪ জন নিহত হয়েছিলো।
সারাবজিৎয়ের পরিবার মাত্র কয়েক দিন আগে তাকে দেখতে পাকিস্তান যায়। তার পরিবারের মতে সে ছিলো নির্দোষ এবং তাকে ভুলক্রমে আটক করা হয়েছে বলে তার পরিবার মনে করে।
শুক্রবারের হামলার পর ভারত চিকিৎসার জন্য তাকে দেশে ফিরিয়ে আনার জন্য পাক সরকারের কাছে আবেদন জানিয়েছিলো।
সাবারজিৎয়ের পরিবার তার মৃতদেহ তাদের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছে। এ নিয়ে আলোচনার জন্য ভারতীয় হাই কমিশনার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
শিগগিরই দক্ষিণ কোরিয়ার বাজারে বাঁকানো অরগানিক লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি প্রযুক্তির টেলিভিশন বিক্রি শুরু করবে এলজি।
প্রথমবারের মতো বাঁকানো টিভি বাজারে আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
অরগানিক লাইট এমিটিং ডায়োড ব্যবহার করে টেলিভিশনের স্ক্রিন পাতলা ও নমনীয় হিসেবে তৈরি করেছে এলজি। এলজির তৈরি নমনীয় এই টেলিভিশনের দাম ১৩ হাজার ৫৫০ মার্কিন ডলার।
বাজার গবেষকেরা বলছেন, শুরুতেই নতুন ধরনের এই টেলিভিশন বাজারে আনার ফলে বাজারে সুবিধা করতে পারবে এলজি। তবে তাঁরা বলছেন, দামের কারণে এ টেলিভিশনের চাহিদা কম হতে পারে।
চলতি বছরের জানুয়ারি মাসে লাসভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শোতে বাঁকানো ওএলইডি প্রযুক্তির এ টেলিভিশন দেখিয়েছিল স্যামসাং ও এলজি। কিন্তু সে সময় এর দাম ও বাজারে আনার কোনো তথ্য প্রকাশ করেনি।
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাঙালি শ্রমিকদের আয়োজনে গান করতে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, কোনাল, ক্লোজআপ তারকা খ্যাত শশী ও খুদে গানরাজের আশা।
৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে চড়ে তাঁরা সেখানে যান। আজ ১ মে বিকেলে মহান মে দিবসের অনুষ্ঠানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উইসমা পুই চিও হলে গান করছেন তাঁরা।
এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘গান করতে বিশ্বের বিভিন্ন দেশেই যাওয়া হয়েছে। মালয়েশিয়ায় এবারই প্রথম। মালয়েশিয়ার যেখানে গান করব সেখানে প্রচুর বাঙালি রয়েছে। আশা করছি, মে দিবসে প্রবাসী বাঙালিদের সঙ্গে ভালোই সময় কাটবে।’
কোনাল বলেন, ‘আমার অনেকটা সময় প্রবাসে কেটেছে। প্রবাসে এ ধরনের অনুষ্ঠান বাঙালিদের মিলনমেলার বড় একটা সুযোগ। আর তাই এ ধরনের অনুষ্ঠানে বাঙালিদের আনন্দের মাত্রাটা থাকে অনেক বেশি।’
কোনাল আরও বলেন, ‘প্রবাসী বাঙালি শ্রমিক ভাইদের অনুষ্ঠানে গান করতে এর আগেও মালয়েশিয়ায় যাওয়া হয়েছে। অনেক ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। আশা করছি, এবারের অনুষ্ঠানটি থেকেও সুন্দর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে পারব।’
যাওয়ার আগে শশী জানিয়েছেন, গানের অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারের মতো মালয়েশিয়ায় যাচ্ছেন। তাঁর বেশ ভালোই লাগছে। চেষ্টা করবেন, গান দিয়ে প্রবাসীদের মন জয় করতে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মে দিবসের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে এমএম মাল্টিমিডিয়া লিমিটেড।
মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। বৃহস্পতিবার ভোর পাঁচটায় বালুয়াকান্দিতে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইসয়াসমিন(৩৫), আশরাফ মেম্বার (৫৫) ও বাসের হেলপার আকবর (৪০)। তাদের সবার বাড়ি কুমিল্লার লাকসাম বলে জানা গেছে।
পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে কুমিল্লাগামী যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার, এক মহিলা ও একজন পুরুষ যাত্রী মারা যান। আহত হন আরো ২০ জন।
আহতদের মধ্যে আটজনকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আর গুরুতর আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কুমিল্লার লোকাল বাসটির নম্বর ঢাকা-জ-২৩৫৪।
এ ব্যাপারে গজারিয়া ভবেরচর পুলিশ ফাঁড়ির সাজেন্ট জয়নাল আবেদীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা সবাই কুমিল্লার লাকসাম এলাকার লোক। তারা ফরিদপুরের আটরশী পীরের মাজার থেকে কুমিল্লায় যাচ্ছিল। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।