পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ম্যাচ সেরা জিয়াউর

ziaur৯-১-৩০-৫। জিয়াউর রহমানের দুর্দান্ত বোলিংয়ে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১২১ রানে হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, প্রথম শ্রেণীর ক্রিকেটেও এতটা ভালো বোলিং কখনো করেননি এই ফাস্ট-মিডিয়াম বোলার।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে জিয়াউরের অভিষেক এ বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে। আজকের আগ পর্যন্ত অংশ নেন তিনটি ওয়ানডেতে। সেরা বোলিং ১/৬৫। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সফরের দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে টেস্ট অভিষেক হয় ২৬ বছর বয়সী এই বোলারের।
ক্যারিয়ারের একমাত্র টেস্টে সেরা বোলিং ৪/৭১। জিয়াউরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক গত বছরের জুলাইয়ে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এ পর্যন্ত নয়টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। সেরা বোলিং ১/১৬। ৫৯টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে জিয়াউরের সেরা বোলিং ৫/৩৬।
ক্যারিয়ারে চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমে আজ নিজেকে ছাড়িয়ে গেলেন জিয়াউর। জিম্বাবুয়েকে বিধ্বস্ত করলেন, একই সঙ্গে দলকে এনে দিলেন দারুণ এক জয়। কৃতিত্বের পুরস্কারও এরই মধ্যে পেয়ে গেছেন জিয়াউর—পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি। আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃতিটা মিলল এই প্রথম।
ম্যাচসেরার পুরস্কার নিতে এসে জিয়াউর রহমান বলেন, ‘আমি সোজা, লাইন ও লেন্থ অনুযায়ী বল করার চেষ্টা করেছি। সবাই আমাকে সহায়তা করেছে।’

Posted in খেলাধুলা | Leave a comment

গ্রাফিকস উন্নত করতে ইনটেলের নতুন চিপ

chipপ্রসেসরের দক্ষতা ও গ্রাফিকস উন্নত করতে নতুন প্রযুক্তি ব্যবহার করছে ইনটেল। থ্রিডির চেয়েও উন্নত গ্রাফিকস-সুবিধা আনতে ইনটেলের পরবর্তী প্রজন্মের প্রসেসরের সঙ্গে যুক্ত হবে ‘আইরিশ’ নামের বিশেষ একটি চিপ।

এর ফলে আলাদা করে কম্পিউটারের গ্রাফিকস যুক্ত করার প্রয়োজন পড়বে না। সম্প্রতি একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।
ইনটেল জানিয়েছে, শিগগিরই পরবর্তী প্রজন্মের প্রসেসর হিসেবে ‘হ্যাসওয়েল’ সিরিজ উন্মুক্ত করা হবে। এই প্রসেসরের সঙ্গে আইরিশ চিপ যুক্ত হতে পারে।
আইরিশ চিপযুক্ত হ্যাসওয়েল প্রসেসরনির্ভর হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুকগুলোর গ্রাফিকসের মান উন্নত হবে এবং কম্পিউটারের ক্ষমতা বেড়ে যাবে।

Posted in তথ্যপ্রযুক্তি | Leave a comment

সাভার ট্র্যাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ৫৩১

Savar-M1সাভার: সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহের সংখ্যা ৫’শ ছাড়িয়েছে। দুর্ঘটনার পর স্থাপন করা সেনাবাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুর্ঘটনার দশম দিন শুক্রবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ৫৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪৩১ জনের মরদেহ হস্তান্তর করা সম্ভব হয়েছে।

শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে আরো ৪৬ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট কর্মীরা।
এদের মধ্যে প্রমীলা, মামুন, জাহাঙ্গীর, তাহসান আহমেদের ও সর্বশেষ রাশিদার নাম জানা গেছে।
দুপুর পৌনে দুইটায় উদ্ধার করা ৩ মৃতের মধ্যে একজনের নাম রাশিদা। তার কাছে থাকা একটি সাদা কাগজ থেকে নাম ও আইডি (আইডি নং ১৪১৫২) নম্বর জানা যায়।
এদিকে দুপুর দেড়টায় উদ্ধার করা চার জনের মধ্যে একজন তাহসান আহমেদ। এসময় সেনাবাহিনী তার পকেট থেকে একটি কাগজ ও সেলফোন উদ্ধার করে। এ থেকে নিশ্চিত হওয়া যায় তার বাড়ি রাজশাহী জেলায়।
এছাড়া, সকাল ৬টার পর প্রমীলার মৃতদেহ উদ্ধার করার সময় তার সঙ্গে আইডি কার্ড পায় উদ্ধারকর্মীরা। আইডি কার্ডের তথ্য মতে, প্রমীলা রানা প্লাজার একটি পোশাক কারখানায় সুইং এ সেকশনে কর্মরত ছিলেন।
জাহাঙ্গীরের বাড়ি গাজিপুরের জয়দেবপুরে। জাহাঙ্গীর ও মামুনের পকেটে সেলফোন পাওয়া গেছে।
শুক্রবার সকালে উদ্ধার করা পুরুষ লাশের মধ্যে বেশিরভাগের কাছে সেলফোন পাওয়া গেছে। তবে উদ্ধারকৃত নারী লাশগুলোর সঙ্গে সেলফোন পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ভবনের ছাদের মূল অংশ ভাঙার কাজ শুরু হয়। বিভিন্ন যন্ত্র দিয়ে কেটে ছাদ খ- খ- করে আলাদা করা হচ্ছে। জীবিত কিংবা মরদেহ উদ্ধারের জন্য সতর্কতার সঙ্গেই ভাঙ্গার কাজ চলছে।
তবে ভবন ধসের ৯ দিন পার হয়ে গেলে জীবিত থাকার আশা ছেড়ে দিয়ে রানা প্লাজা ও অধরচন্দ্র স্কুল মাঠে এখনো স্বজনেরা অপেক্ষা করছে তাদের প্রিয় মানুষটির মৃতদেহ ফিরে পাওয়ার আশায়।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বুধবার সকাল পৌনে ৯টার দিকে সাভার বাসস্ট্যান্ডের কাছে যুবলীগ নেতা সোহেল রানা মালিকানাধীন নয়তলা বাণিজ্যিক ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে। এতে ব্যাপক প্রাণহানির এ ঘটনা ঘটে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কমপক্ষে আড়াই হাজার শ্রমিককে। নবম পদাতিক ডিভিশনের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সে সময় ওই ভবনে থাকা ৫টি পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করছিলেন। এর আগের দিন ভবনটিতে ফাটল দেখা দেয়।

Posted in জাতীয় | Leave a comment

জামায়াতের ২ জেলা আমির আটক

Jamaat-e-Islam-ঢাকা: রাজধানীর উত্তরা ও মতিঝিল থেকে র‌্যাব ফেনী ও চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের জেলা আমিরসহ তিনজনকে আটক করেছে। শনিবার রাত পৌনে তিনটার দিকে তাদের আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে ২২টি হাতবোমা, তিন রাউন্ড গুলি ও জেহাদি বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ফেনী জেলা জামায়াতের আমির আবু বক্কর (৪২), চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম (৫৩) এবং বায়তুলমাল নামে একটি ইসলামী সংগঠনের সেক্রেটারি আবদুল লতিফ (৫৮)।
তারা ১৮ দলীয় জোটের শনিবারের সমাবেশে যোগ দেওয়ার জন্য কয়েকদিন আগে থেকেই ঢাকায় অবস্থান করছিলেন বলে র‌্যাব জানায়।
র‌্যাব-১ এর এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১ এর গোয়েন্দা ইউনিটের একটি দল রাজধানীর উত্তরার সেক্টর ৪-এর ৭ নম্বর রোড়ের ৬৫ নম্বর শাহজাহানের বাসা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির ও ফুলকুড়ি ইসলামী একাডেমির অধ্যক্ষ নজরুল ইসলাম এবং বায়তুল মাল নামে একটি ইসলামী সংগঠনের সেক্রেটারি ও ক্যাপ্টেন জাহাঙ্গির কলেজের শিক্ষক আবদুল লতিফকে আটক করে।
চাপাইনবাবগঞ্জ জামায়াতের জেলা আমিরের বিরুদ্ধে ৬টি মামলা ও ওই শিক্ষকের বিরুদ্ধে আগে থেকেই ১টি মামলা রয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ১২টি বোমা, ৩ রাউন্ড গুলি ও জেহাদি বই উদ্ধার করা হয়।
র‌্যাব-৩ জানায়, রাজধানীর ফকিরাপুলের এশিয়া হোটেল থেকে ফেনী জেলা জামায়াতের আমির আবু বক্করকে ১০টি হাত বোমা ও জেহাদি বইসহ আটক করা হয়েছে।
আটককৃতদের র‌্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Posted in ইসলাম | Leave a comment

সাভার-আশুলিয়ার ৪ কারখানায় ফাটল, ৩টি বন্ধ ঘোষণা

সাভার-আশুলিয়ার ৪ কারখানায় ফাটল, ৩টি বন্ধ ঘোষণা

 

 

 

 

 

সাভার থেকে: সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ভার্টেক্স লিমিটেড এবং আশুলিয়ার আরও ৩টি তৈরি পোশাকশিল্প কারখানায় ফাটল দেখা দিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে ৩টি কারখানা এরইমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরেকটিতে শ্রমিকরা বিক্ষোভ করছে।নিরাপত্তার স্বার্থে যেকোন সময় এটিও বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার  তেতুলঝাড়া এলাকার ভার্টেক্স কারখানাটির দ্বিতীয় তলায় ‍ফিনিশিং সেকশনের টয়লেটের কাছে ফাটল দেখা দিলে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়ে।

এ সময় কর্তৃপক্ষ আতঙ্কিত শ্রমিকদের বুঝিয়ে কাজে অংশগ্রহণ করালেও শনিবার সকালে কারখানায় এসে তারা ফাটলটি বেশ বড় আকার ধারণ করেছে দেখতে পায়। এমতাবস্থায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে কাজের নিরাপদ পরিবেশের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

ভার্টেক্স লিমিটেডের সামনে শ্রমিক অসন্তোষের ঘটনায় তেঁতুলঝোড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো। যেকোন সময় আশপাশের কারখানার শ্রমিকেরাও এতে বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে আশঙ্কায় কর্তৃপক্ষ কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। শ্রমিকদের দুপুরের পরে আবার কারখানায় আসতে বলা হয়েছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

এদিকে আশুলিয়ায় আশুলিয়ার জামগড়া এলাকার মিগার প্লাজার ড্রেসআপ লিমিটেড, শিমুলতলা এলাকার নাভা নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা শনিবার ফাটল আতঙ্কে বেরিয়ে গেলে নিরাপত্তার স্বার্থে কতৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।

এছাড়া আশুলিয়ার বেরন এলাকায় স্টারলিংক স্টাইল লিমিটেড কারখানায় ফাটল আতঙ্কে বিক্ষোভ করছে শ্রমিকরা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ কারখানাও বন্ধ করে দেওয়া হতে পারে।

Posted in সারা দেশ | Leave a comment

৫ মে’র মহাজাগরণ ঠেকাতে পারবে না সরকার: হেফাজত

ঢাকা: ‘৫ মে ঢাকা অবরোধকালে তৌহিদি জনতার মহাজাগরণ সরকার ঠেকাতে পারবে না’ বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রোববারের ঢাকা অবরোধ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নুর হোসাইন কাসেমী বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থাসহ ১৩ দফা দাবি মেনে না নেয়ায় এদেশের কোটি কোটি মুসলমান চরমভাবে ক্ষুব্ধ। তাই ৫ মে তাদের যে মহাজাগরণ সৃষ্টি হবে তা কেউ ঠেকাতে পারবে না।”

তিনি বলেন, “আমরা আগেও বলেছি, এখনো বলছি, ক্ষমতায় থাকতে বা যেতে হলে আমাদের এই ১৩ দফা দাবি মানতে হবে।”

হেফাজত নেতা বলেন, “৫ মে’র ঢাকা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ হবে। তবে বাধা দিয়ে অপ্র্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করলে এর দায় সরকারের।”

সরকার অবরোধ কর্মসূচির অনুমতি দেয়নি, আপনারা কী করবেন-এমন প্রশ্নের জবাবে হেফাজতের এই মুখপাত্র বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো। আশা করি সরকার আমাদের কর্মসূচিতে বাধা দেবে না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার ভোর ৬টা থেকে ঢাকায় প্রবেশের পথগুলোতে হেফাজতের নেতাকর্মীরা অবস্থান নেবেন। তবে অবস্থান কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলবে তা জানানো হয়নি।

উল্লেখ্য, ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে এই ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। গত ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চের পর মতিঝিলে মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

Posted in জাতীয় | Leave a comment

ওআইসি মহাসচিব ঢাকায় আসছেন শনিবার

sg-bioঢাকা: মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক সহযোগিতা সংস্থার(ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন এহসানগলু শনিবার বাংলাদেশে আসছেন।

আসন্ন সফরে তিনি সরকার প্রধান ও বিরোধী দলীয় নেতাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে এক বিবৃতিতে রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সন্তোষজনক সমাধানে পৌঁছ‍ুতে সব পক্ষকে সহিংসতা বন্ধ করে সংযত হওয়ার আহবান জানান ওআইসি মহাসচিব। সবাইকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও পরামর্শ দেন তিনি।
এদিকে জাতিসংঘেরও একটি প্রতিনিধি দল আগামী ৭ মে বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Posted in আন্তর্জাতিক | Leave a comment

সাভারে লাশ গুমের অভিযোগ দুঃখজনক: এরশাদ

ershas-bg20130503004404

ঢাকা: সাভারে ভবন ধসের ভয়াবহ ঘটনার দশম দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে বিরোধীদলী নেতা খালেদা জিয়ার লাশ গুমের অভিযোগ বড় দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে ধসে পড়া রানা প্লাজায় উপস্থিত হন। কয়েকদিনের ভিয়েতনাম সফর শেষে বৃহস্পতিবার রাত ৮টায় তিনি ঢাকা পৌঁছান।
প্রথমে এরশাদ ভবনের চারপাশ ঘুরে দেখেন এবং ভয়বহতা দেখে মর্মাহত হন।
পরে উপস্থিত সাংবাদিকদের তিনি বিরোধীদলীয় নেতার লাশ গুমের অভিযোগকে উদ্দেশ্য করে বলেন, “বিরোধীয়দলীয় নেতা লাশ গুমের যে অভিযোগ করেছেন, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বড় দুঃখজনক।”
তিনি বলেন, “সব জায়গায় রাজনীতি খাটে না। এখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সাধারণ উদ্ধারকর্মী, পুলিশ, ৠাবসহ সরকারি বিভিন্ন সংস্থার লোকজন যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে তাদের ধন্যবাদ দেওয়া উচিত।”
এরশাদ আরও বলেন, “এখানে আসলে কত লোক কাজ করত সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
এই দুর্যোগের মুহূর্তে তিনি বিরোধীদলকে এ সমস্ত বিভ্রান্তি না ছড়িয়ে জাতির বৃহৎ স্বার্থে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান।
এসময় তিনি সেনাবাহিনীকে তার এবং দলের পক্ষ থেকে এই উদ্ধারকাজের জন্য ধন্যবাদ জানিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পরে ঘটনাস্থল ত্যাগ করে সকাল সাড়ে ১০টার দিকে তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান এ ঘটনায় ভর্তি রোগীদের দেখতে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে আহত রোগীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সব বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
সাভারে ভবন ধসের ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ৪৮৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু লাশ রয়েছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

Posted in রাজনীতি | Leave a comment

জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা নেই

9th-GOC-Brifingসাভার: সাভারের ধসে যাওয়া রানা প্লাজায় জীবিত কাউকে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

বৃহস্পতিবার মধ্যরাতে গণমাধ্যম কর্মীদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “যতো নিচের তলার দিকে যাচ্ছি ততো লাশের সংখ্যা বাড়ছে। শেষ লাশটি উদ্ধার না করে আমরা উদ্ধার কাজ বন্ধ করবো না। বিজিএমইএ-এর কাছে শ্রমিকদের তালিকা চাওয়া হয়েছে। আগামী ৭ মের মধ্যে মালিকরা শ্রমিকদের বেতন দেবেন। সেই সময় হিসেবে দু’এক দিনের মধ্যে তালিকা পেয়ে যাবো। তখন জানা যাবে কতোগুলো লাশ পাওয়া যেতে পারে’’।
তিনি আরো বলেন, “লাশ উদ্ধারের প্রয়োজনে রানা প্লাজার ধ্বংসাবশেষ এখান থেকে সরিয়ে ফেলবো। যদিও আমরা ভবন সরাতে এখানে আসিনি। জীবিতদের এবং মৃতদেহ উদ্ধার করতে এসেছি।”
“উদ্ধার তৎপরতা দ্রুত গতিতে চলছে। লাশগুলো সম্মানের সঙ্গে উদ্ধার করার জন্য কিছু সময় নিতে হচ্ছে।”
এদিকে, মধ্যরাতেও রানা প্লাজার পেছনের অংশে বেশ কয়েকটি লাশ ধ্বংস্তুপের সঙ্গে ঝুলতে দেখা গেছে। ভারি যন্ত্রপাতি ও ক্রেন ব্যবহার করে রানা প্লাজার ধ্বংসস্তূপ সরিয়ে লাশ উদ্ধার করা হচ্ছে।
২৪ এপ্রিল (বুধবার) সকাল পৌনে ৯টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামে নয়তলা বাণিজ্যিক ভবন ধসে পড়ে। এতে বৃহস্পতিবার দিনগত শেষরাত পর্যন্ত ৪৫৪টি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই হাজার শ্রমিককে।
সাভারের যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও পোশাকের দোকানের পাশাপাশি তিনতলা থেকে আটতলা পর্যন্ত ছিলো তৈরি পোশক কারখানা। এসব ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানায় কাজ করতেন কয়েক হাজার শ্রমিক।

Posted in দুর্নীতি দমন কমিশন | Leave a comment

যশোরে ৮শ’ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

যশোর: যশোরে ৮শ’ পিচ ইয়াবাসহ ফরিদা বেগম (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার ভোরে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ ফরিদা বেগমকে আটক করা হয়।

আটক ফরিদা যশোর সদর উপজেলার সতীঘাটা গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।-বাংলানিউজ

যশোর গোয়েন্দা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে থেকে ছেড়ে আসা কে লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

অভিযানকালে ফরিদা বেগমের কাছ থেকে ৮শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করা হয়।

Posted in ইসলাম | Leave a comment

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud