November 6, 2025
ঢাকা: হেফাজতে ইসলামের তান্ডবে রাজধানীর নয়াপল্টন ও বায়তুল মোকাররমের সামনে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত হকারদের পুর্নবাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি হেফাজতের কর্মীদের কারা খাবার ও নাস্তা এবং অর্থ দিয়েছে তাদের সনাক্তের জন্যও আইনশৃংখলা বাহিনীকে বলা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠক শেষে এক মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে যাতে হেফাজত আর কোন কর্মসূচি পালন করতে না পারে সে ব্যাপারে আইনশৃংখলা বাহিনী ও সরকারদলীয় মন্ত্রী এবং এমপিদের সজাগ থাকার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি বলেন, হেফাজতের কর্মসূচিতে যারা যারা পুলিশের উপর আক্রমন চালিয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিতে ও বলা হয়েছে।
মন্ত্রী জানান, হেফাজতের শক্তিশালী এলাকাগুলোতে আইনশৃংখলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বৈঠকে বলা হয়, যারা পবিত্র কোরআনে আগুন লাগিয়ে দেয় তারা মানুষ নয়।
এছাড়াও বৈঠকে সোমবারের আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ এবং সাভারের ভবন ধসের বিষয় নিয়ে আলোচনা হয়।
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত পুরাতন হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিজিবি মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিতভাবে দায়িত্ব পালন করা সদস্যদের সঙ্গে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
বিজিবি মোতায়েন বিষয়ে ট্রাইব্যুনালের রেজিস্টার নাসির উদ্দিন মাহমুদ সাংবাদিকদের সোমবার সকালে বলেন, “দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে ট্রাইব্যুনালের নিরাপত্তা বিষয়ে যে কমিটি রয়েছে, তারা এখানে বিজিবি মোতায়েন করেছেন। এরপর যতোদিন তারা এদের রাখতে চাইবেন, ততোদিন বিজিবি এখানে অবস্থান করবে।”
প্রসঙ্গত, রোববার রাত ১০টার দিকে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে ফেলার হুমকি দিয়ে আসছে জামায়াত-শিবির। এছাড়া শনিবার খালেদার জনসভা থেকেও এ ট্রাইব্যুনাল গুড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করেন জামায়াত-শিবিরের নেতারা।
ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী ৮ মে রায়ের জন্য তারিখ ধার্য করা হয়েছে।আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রায়ের এ তারিখ ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
রিটের পক্ষের কৌঁসুলি বলেন, নতুন কোনো সিটি করপোরেশন হলে এলাকাগুলোকে ওয়ার্ডে অন্তর্ভুক্ত করতে হবে। ২০০৮ সালের পরে নতুন অনেক ভোটার হয়েছেন। তাঁদেরও তালিকা প্রকাশ করে নির্বাচনের আয়োজন করতে হবে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, সিটি করপোরেশনকে ভাগ করা হয়েছে। কোন কোন এলাকায় কোন কোন ওয়ার্ডে থাকবে তাও বলা হয়েছে।
মনজিল মোরসেদ বলেন, আদালত রুলের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য ৮ মে তারিখ ধার্য করেছেন।গত বছরের ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে ওই বছরের ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি জানিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৬ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। রুল জারির পাশাপাশি ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়।
রুলে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুসারে করপোরেশনকে ওয়ার্ডে বিভক্ত করা ও ওয়ার্ডের সীমানা নির্ধারণসহ সংশ্লিষ্ট কয়েকটি ধারা বাস্তবায়ন করে কেন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
মুম্বাই: ইন্দো-কানাডিয়ান পর্নোস্টার সানি লিওনের পর বলিউডে আগমন হতে যাচ্ছে নতুন ইন্ডিয়ান-আমেরিকান পর্নোস্টার প্রিয়া অঞ্জলির।বলিউড প্রযোজকরা পর্নোস্টারদের নিয়ে ছবিতে কাজ করতে আগ্রহী হচ্ছেন। আর দর্শক চাহিদা তুঙ্গে থাকায় প্রযোজকরা নতুন ছবিতে প্রিয়া অঞ্জলিকে নেয়ার কথা ভাবছেন, এমনটাই জানা গেছে। আর এটা হতে পারে সানির পর নতুন কোনো পর্নোস্টারের আগমন।ভারতীয় উপমহাদেশে সামাজিক দিক দিয়ে পর্নোস্টারের ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতা খুব উঁচু না হলেও বলিউডে পর্নোস্টার সানির সাফল্য এর ব্যতিক্রম। ইতিমধ্যেই ‘জিসম টু’, ‘রাগিনী এমএমএস টু’ দুটি ছবি ও মুক্তিপ্রাপ্ত ছবি ‘শুট আউট অ্যাট ওয়াদালা’-এর আইটেমটি বেশ নাম করেছে। আর সেই পালে হাওয়া লাগিয়ে বলিউডে আবারো জায়গা করে নিতে যাচ্ছে নতুন আরো একজন পর্নোস্টার।উল্লেখ্য, কমপ্লেক্স ম্যাগাজিনে ১০০ পর্নোস্টারের তালিকায় ১৯তম অবস্থানে আছেন রোদে পোড়া তামাটে শরীরের প্রিয়া অঞ্জলি। এখন দেখার বিষয় নতুন এ পর্নোস্টার বলিউডে কতটা সফল হতে পারেন!
ঢাকা: পোশাক শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে সভাপতি করে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে দেশের পোশাক কারখানা সরেজমিন পরির্দশন শেষে প্রতিবেদন মন্ত্রী পরিষদের কমিটির কাছে জমা দেবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, গত ২৯ এপ্রিল এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেখানে একজন প্রতিমন্ত্রীকে প্রধান করার কথা থাকলেও তা পরিবর্তন করে একজন মন্ত্রীকে প্রধান বা সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি করা হয়েছে শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানকে।
মন্ত্রী পরিষদ সচিব বলেন, কমিটির গঠন কার্যাবলী নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
ঢাকা: ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব অধ্যাপক একমেলেদ্দিন ইহসানোগলুর সঙ্গে জরিুরি বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমাবার রাত সাড়ে ৯টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এই তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান।-বাংলামেইল
তিনি আরও জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওআইসি মহাসচিবের সঙ্গে আলোচনা করবেন খালেদা জিয়া।
২৪ ঘণ্টার এক ঝটিকা সফরে সোমবার ঢাকা আসছেন অধ্যাপক একমেলেদ্দিন ইহসানোগলু। ওআইসির সহযোগী সংস্থা ‘ইসলামিক ওয়ার্ল্ড একাডেমী অব সায়েন্স’-এর (আইএএস) ১৯তম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল সোনারগাঁওয়ে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন।
এদিকে ১৮ দলীয় জোটের সিনিয়র ও শীর্ষ নেতাদের সঙ্গেও সোমবার রাতে বৈঠিক করবেন খালেদা জিয়া। তদবে এ বৈঠকটি কখন অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।
এ বৈঠকে বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটাম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন শাইরুল কবির।
অনেক দিন ধরে বিপাসার দিন ভাল যাচ্ছেনা । বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু বেশ ক’বছর ধরেই চলচিত্রে খুব একটা সফল হতে পারছেন না। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আত্মা’ বক্স অফিসে বলা যায় একেবারেই ফ্লপ যায়।
তার আগে ‘রাজ থ্রি’ ছবিটিতেও বিপাশা কোনো প্রশংসা কুড়াতে পারেননি। সব মিলিয়ে তার একজন অভিনেত্রী হিসেবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তার মধ্যে আবার সম্প্রতি ‘ফ্রিডম’ নামের একটি চলচিত্র থেকে বাদ পড়লেন তিনি।
ছবিটির পরিচালক অবশ্য বিপাশার বাজার পড়তির কারণেই বাদ দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে বিপাশার হাতে নতুন কোনো ছবি নেই।’
ঢাকা: বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামেননি লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে সেই ম্যাচে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছিল কাতালানরা। তবে লা লিগার আসরে আবার জয়ের ধারায় ফিরেছেন টিটো ভিলানোভার শিষ্যরা। গতকাল দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনা পেয়েছে ৪-২ গোলের জয়। লা লিগার শিরোপা জয়টা নিশ্চিত করে ফেলতে আর মাত্র দুই পয়েন্ট দরকার বার্সেলোনার।
নিজেদের মাঠে গতকাল শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল বেটিস। ম্যাচের দুই মিনিটের মাথায় বার্সেলোনার জালে বল জড়িয়ে দিয়েছিলেন বেটিসের মিডফিল্ডার ডোরলান পাবন। নয় মিনিটে এই গোল শোধ করে খেলায় সমতা ফেরান অ্যালেক্সিস সানচেজ। এরপর ৪৩ মিনিটে আবারও বার্সা-শিবিরে আঘাত হানে রিয়াল বেটিস। রুবেন পেরেজের গোলের সুবাদে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবারও খেলায় সমতা ফেরায় বার্সেলোনা। এবার গোল করেন ডেভিড ভিয়া। এই গোলের পরপরই ভিয়ার বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। ৬০ ও ৭১ মিনিটে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
লা লিগার ৩৪ ম্যাচ শেষে ৮৮ পয়েন্ট নিয়ে এবারের মৌসুমের শিরোপা জয়টা প্রায় নিশ্চিতই করে ফেলেছে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচ খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। লিগের বাকি চারটি ম্যাচই যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে, তাহলে তাদের ঝুলিতে জমা হবে ৮৯ পয়েন্ট। অন্যদিকে শিরোপা জয় নিশ্চিত করতে আর মাত্র দুই পয়েন্ট প্রয়োজন বার্সেলোনার।
ইসলামাবাদ: বোমা হামলা এবং তালেবানের হুমকির কারণে প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ করবে না পাকিস্তান পিপলস পার্টি(পিপিপি)। দলটির নেতা এবং পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এই কথা জানান।
রোববার লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশে মালিক বলেন,“সন্ত্রাসী হামলায় পিপিপি তার কোনো নেতা ও কর্মী হারাতে চায় না।”
সন্ত্রাসীদের সঙ্গে নওয়াজ শরিফের যোগসাজশ রয়েছে অভিযোগ করে মালিক বলেন,“ তার সঙ্গে সুসম্পর্ক রয়েছে পাকিস্তান তালেবানের।”
এদিকে বেলুচিস্তানে ভোট কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে এমন চারটি স্কুলে বোমা এবং রকেট হামলা চালিয়েছে তালেবানরা। বাখরান এবং মাসটাং জেলায় এই ঘটনা ঘটে। হামলায় কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে জানায় পুলিশ।
ঢাকা: মালেয়শিয়ার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জোট ন্যাশনাল ফ্রন্ট (এনএফ) জয় পেয়েছে। আর এর মাধ্যমে দেশটির ৫৬ বছরের ঐতিহ্যই ধরে রাখল দেশটির জনগণ।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ন্যাশনাল ফ্রন্ট ২২২ আসন বিশিষ্ট পার্লামেন্টের ১৩৩ আসনে জয় পেয়েছে। তার প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ত্রিদলীয় জোট পেয়েছে ৮৯ টি আসন।গত নির্বাচনের তুলনায় ৭টি আসন বেশি পেয়েছি বিরোধী দল।
রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় ৩টা)। দেশব্যাপী ৮ হাজার ভোট গ্রহণ কেন্দ্রে সুশৃঙ্খলভাবে ভোটাররা সারিবদ্ধ হয়ে ভোট দেন। কয়েক ঘণ্টা পর নির্বাচনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।