পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সৌদি সরকারের সমালোচনার অভিযোগে শিয়া আলেমকে ১৩ বছরের কারাদণ্ড

Posted on August 11, 2017 | in আন্তর্জাতিক, ইসলাম | by

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের একটি আদালত দেশটির সরকারের সমালোচনা করার দায়ে একজন শিয়া আলেমকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে।

রিয়াদের ফৌজদারি আদালত কথিত উস্কানিমূলক পদক্ষেপ, রাজতান্ত্রিক সরকারের সিদ্ধান্তের বিরোধিতা এবং রাজনৈতিক কর্মীদের প্রতি সমর্থন ঘোষণার অভিযোগে শেখ হুসেইন আর-রাজিকে ওই দণ্ড দিয়েছে।

সৌদি আরবের মানবাধিকার সংগঠনগুলো এই দণ্ডকে ‘অন্যায়’ হিসেবে উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে।
সৌদি আরবের প্রখ্যাত আলেম শেখ হুসেইন আর-রাজি এর আগেও সরকারের নিপীড়নমূলক পদক্ষেপের সমালোচনা এবং শেখ নিমর আল-

নিমরের মৃত্যুদণ্ডের নিন্দা জানানোর কারণে গ্রেফতার হয়েছিলেন।

২০১৬ সালের জানুয়ারি মাসে আলে সৌদ সরকার শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে।
এ ছাড়া, শেখ আর-রাজি ইয়েমেনের নিরীহ জনগণের বিরুদ্ধে বর্বরোচিত সৌদি আগ্রাসনের সমালোচনা করে ওই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়েছেন।
সূত্র : পার্সটুডে

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud