পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে কড়া জবাব দেবে উ. কোরিয়া

Posted on August 8, 2017 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিলে পরমাণু অস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘মারাত্মক জবাব’ দেয়ার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞাকে ‘বানোয়াট’ উল্লেখ করে ন্যায় বিচারের লক্ষ্যে এর বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেয়া হবে বলে সতর্ক করেছেন।

সোমবার বিবৃতিতে তিনি আরো বলেন, জুলাই মাসে চালানো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে পুরো যুক্তরাষ্ট্র বর্তমানে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

একে আত্মরক্ষার বৈধ উপায় বলে উল্লেখ করেন তিনি বলেন, নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন।

এছাড়া যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র তাদের দমাতে পারবে না উল্লেখ করে পিয়ংইয়ং তাদের পরমাণু অস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud